যিরমিয়
৪৫ যোশিয়ের ছেলে এবং যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে ভাববাদী যিরমিয় নেরিয়ের ছেলে বারূককে এই বার্তা শুনিয়েছিলেন আর বারূক এই বার্তা একটা বইয়ে হুবহু লিখেছিলেন:
২ “হে বারূক, ইজরায়েলের ঈশ্বর যিহোবা তোমার বিষয়ে এই কথা বলেন, ৩ ‘তুমি বলেছ: “ধিক আমাকে কারণ আমি ইতিমধ্যে যন্ত্রণার মধ্যে রয়েছি আর যিহোবা আমার দুঃখ আরও বাড়িয়ে তুলেছেন! আমি আর্তনাদ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বিশ্রাম নেওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না।”’
৪ “তুমি তাকে বলবে, ‘যিহোবা এই কথা বলেন: “দেখো! এই পুরো দেশ, যেটাকে আমি গড়ে তুলেছি, সেটাকে আমি ভেঙে ফেলছি, যেটাকে আমি রোপণ করেছি, সেটাকে আমি উপড়ে ফেলছি। ৫ কিন্তু, তুমি নিজের জন্য মহৎ মহৎ বিষয় পাওয়ার চেষ্টা* করছ। এইরকম বিষয় পাওয়ার চেষ্টা করা বন্ধ করো।”’
“‘কারণ আমি সমস্ত মানুষের উপর বিপর্যয় আনতে চলেছি আর তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার জীবনটা লুট-করা জিনিসের মতো তোমাকে দেব।’* যিহোবা এই কথা ঘোষণা করেছেন।”