ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ১৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ১৭:২

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

যিরমিয় ১৭:৪

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “কারণ আমার রাগের কারণে তোমাদের আগুনের মতো জ্বালানো হয়েছে।”

যিরমিয় ১৭:৫

পাদটীকা

  • *

    বা “যে-শক্তিশালী ব্যক্তি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪৪

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৭, পৃষ্ঠা ১০

    ৮/১৫/১৯৯৮, পৃষ্ঠা ৬

যিরমিয় ১৭:৭

পাদটীকা

  • *

    বা “যে-শক্তিশালী ব্যক্তি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৭, পৃষ্ঠা ১০

যিরমিয় ১৭:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৯/২০১৯, পৃষ্ঠা ৮

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০১১, পৃষ্ঠা ১৪

    ৭/১/২০০৯, পৃষ্ঠা ১৬-১৭

যিরমিয় ১৭:৯

পাদটীকা

  • *

    বা “প্রতারক।”

  • *

    বা সম্ভবত, “এবং এমন অসুস্থ যে, সুস্থ করা যায় না।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০০৪, পৃষ্ঠা ১০-১১

    ১০/১৫/২০০১, পৃষ্ঠা ২৫

    ৮/১/২০০১, পৃষ্ঠা ৯-১০

    ৩/১/২০০০, পৃষ্ঠা ৩০

যিরমিয় ১৭:১০

পাদটীকা

  • *

    বা “সবচেয়ে গভীরে থাকা অনুভূতি।” আক্ষ., “কিডনি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০১৩, পৃষ্ঠা ৯

যিরমিয় ১৭:১১

পাদটীকা

  • *

    বা “যে-ব্যক্তি অন্যায্যভাবে।”

যিরমিয় ১৭:১৩

পাদটীকা

  • *

    আক্ষ., “আমার,” স্পষ্টতই যিহোবাকে নির্দেশ করছে।

যিরমিয় ১৭:১৮

পাদটীকা

  • *

    বা “দু-বার।”

যিরমিয় ১৭:২৬

পাদটীকা

  • *

    বা “দক্ষিণ,” অর্থাৎ প্রতিজ্ঞাত দেশের দক্ষিণ অংশ।

  • *

    বা “ভক্ষ্য নৈবেদ্য।”

  • *

    শব্দকোষ দেখুন।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ১৭:১-২৭

যিরমিয়

১৭ “যিহূদার পাপ লোহার কলম দিয়ে লিখে রাখা হয়েছে।

সেটা হিরের কলম দিয়ে তাদের হৃদয়ের ফলকে খোদাই করা হয়েছে,

তাদের বেদিগুলোর শিংগুলোতে খোদাই করা হয়েছে।

 ২ তাদের ছেলেরা তাদের সেই বেদিগুলো এবং উপাসনার খুঁটিগুলো* স্মরণ করে,

যেগুলো একটা বড়ো গাছের পাশে উঁচু উঁচু পাহাড়ের উপর

 ৩ এবং নগর থেকে দূরে অবস্থিত পর্বতগুলোর উপর ছিল।

আমি তোমার সম্পদ এবং তোমার ধন লুট-করা জিনিসের মতো দিয়ে দেব,

হ্যাঁ, আমি তোমার উঁচু জায়গাগুলো লুট-করা জিনিসের মতো দিয়ে দেব কারণ তুমি তোমার সমস্ত এলাকায় পাপ করেছ।

 ৪ আমি তোমাকে যে-উত্তরাধিকার দিয়েছিলাম, তুমি নিজের দোষে সেটা হারাবে।

আর আমি তোমাকে এমন এক দেশে তোমার শত্রুদের দাস করে তুলব, যে-দেশের বিষয়ে তুমি জান না

কারণ তোমরা আমার ক্রোধের আগুন জ্বালিয়েছ*

আর সেটা চিরকাল জ্বলবে।”

 ৫ যিহোবা এই কথা বলেন:

“যে* সামান্য মানুষের উপর আস্থা রাখে,

যে মানুষের শক্তির উপর নির্ভর করে

এবং যার হৃদয় যিহোবার কাছ থেকে দূরে সরে যায়, সে অভিশপ্ত।

 ৬ সে মরুভূমিতে একা দাঁড়িয়ে থাকা গাছের মতো হয়ে উঠবে।

যখন ভালো কিছু ঘটবে, তখন সে তা দেখতে পাবে না,

এর পরিবর্তে সে প্রান্তরে শুকনো জমিতে বাস করবে,

সে এমন নোনা জমিতে বাস করবে, যেখানে কেউ বাস করতে পারে না।

 ৭ যে* যিহোবার উপর আস্থা রাখে,

যে যিহোবার উপর নির্ভর করে,

সে আশীর্বাদপ্রাপ্ত।

 ৮ সে জলের কাছে লাগানো গাছের মতো হবে,

যেটা নিজের শিকড়গুলো জলের ধারা পর্যন্ত ছড়িয়ে দেয়।

গরম এলে সে বুঝতে পারবে না,

তার পাতাগুলো সবসময় সতেজ হয়ে থাকবে।

খরার বছরে সে দুশ্চিন্তা করবে না

আর সে ফল দেওয়াও বন্ধ করবে না।

 ৯ হৃদয় সবচেয়ে বড়ো বিশ্বাসঘাতক* এবং খুবই অস্থির।*

কে সেটাকে বুঝতে পারে?

১০ আমি যিহোবা, আমি হৃদয় যাচাই করি,

সবচেয়ে গভীরে থাকা চিন্তাভাবনা* পরীক্ষা করি,

যাতে প্রত্যেককে নিজের পথ অনুসারে

এবং নিজের কাজ অনুসারে ফল দিতে পারি।

১১ যে-ব্যক্তি অসৎ উপায়ে* ধন সংগ্রহ করে,

সে একটা তিতির পাখির মতো, যে সেই ডিমগুলো জড়ো করে, যেগুলো সে নিজে পাড়েনি।

সেই ধন তার মাঝবয়সে তাকে ছেড়ে চলে যাবে

আর শেষে, সে মূর্খ বলে প্রমাণিত হবে।”

১২ এক মহিমাময় সিংহাসন, প্রথম থেকেই যেটার গৌরব করা হয়েছে,

সেটাই আমাদের পবিত্র স্থান।

১৩ হে যিহোবা, ইজরায়েলের আশা,

যারা তোমাকে পরিত্যাগ করে, তাদের সবাইকে লজ্জিত করা হবে।

যারা তোমার* কাছ থেকে দূরে সরে যায়, তাদের নাম ধূলোতে লেখা হবে

কারণ তারা যিহোবাকে, জীবনদায়ী জলের উৎসকে পরিত্যাগ করেছে।

১৪ হে যিহোবা, আমাকে সুস্থ করো, এতে আমি সুস্থ হব।

আমাকে রক্ষা করো, এতে আমি রক্ষা পাব

কারণ আমি তোমারই প্রশংসা করি।

১৫ দেখো, তারা আমাকে বলছে:

“যিহোবার বাক্য এখনও পূর্ণ হয়নি কেন?”

১৬ কিন্তু, আমি একজন মেষপালক হিসেবে তোমার পিছন পিছন যাওয়া বন্ধ করিনি

কিংবা আমি বিপর্যয়ের দিনের জন্য অপেক্ষা করিনি।

আমার ঠোঁট যা-কিছু বলেছে, সেই সমস্ত কিছু তুমি ভালোভাবেই জান,

তোমার সামনে এই সমস্ত কিছু ঘটেছে!

১৭ তুমি আমার আতঙ্কের কারণ হোয়ো না।

বিপদের দিনে তুমি আমার আশ্রয়স্থান।

১৮ আমার তাড়নাকারীদের যেন লজ্জিত করা হয়

কিন্তু আমাকে যেন লজ্জিত করা না হয়।

তারা যেন আতঙ্কিত হয়ে পড়ে

কিন্তু আমি যেন আতঙ্কিত হয়ে না পড়ি।

তাদের উপর বিপর্যয়ের দিন নিয়ে এসো,

তাদের পিষে দাও, পুরোপুরিভাবে* ধ্বংস করে দাও।

১৯ যিহোবা আমাকে এই কথা বললেন: “যাও, এই লোকদের ছেলেদের দরজায় গিয়ে দাঁড়াও, যেটা দিয়ে যিহূদার রাজারা ভিতরে আসে এবং বাইরে যায় আর জেরুসালেমের সমস্ত দরজায় দাঁড়াও। ২০ তুমি তাদের বলবে, ‘হে যিহূদার রাজারা, যিহূদার সমস্ত লোক এবং জেরুসালেমের সমস্ত বাসিন্দা, তোমরা যারা এই দরজাগুলো দিয়ে ভিতরে আস, তোমরা যিহোবার বার্তা শোনো। ২১ যিহোবা এই কথা বলেন: “সাবধান হও, বিশ্রামবারে কোনো বোঝা বহন কোরো না কিংবা জেরুসালেমের দরজাগুলো দিয়ে তা ভিতরে এনো না। ২২ তোমরা বিশ্রামবারে বাড়ি থেকে কোনো বোঝা বের কোরো না। তোমরা কোনো কাজই কোরো না। তোমরা বিশ্রামবারকে পবিত্র হিসেবে দেখো, ঠিক যেমনটা আমি তোমাদের পূর্বপুরুষদের আজ্ঞা দিয়েছিলাম। ২৩ কিন্তু, তারা আমার কথা শুনল না, আমার কথায় কান দিল না। তারা একগুঁয়ে হয়ে থাকল, তারা আমার বাধ্য হল না কিংবা আমার শাসন গ্রহণ করল না।”’

২৪ “‘যিহোবা ঘোষণা করেন: “কিন্তু, তোমরা যদি পুরোপুরিভাবে আমার বাধ্য হও আর তোমরা যদি বিশ্রামবারে এই নগরের দরজাগুলো দিয়ে কোনো বোঝা ভিতরে না আন এবং বিশ্রামবারে কোনো কাজ না করার মাধ্যমে সেই দিনকে পবিত্র হিসেবে দেখ, ২৫ তা হলে যে-রাজারা ও অধ্যক্ষেরা দায়ূদের সিংহাসনে বসে, তারা রথে ও ঘোড়ায় চড়ে এই নগরের দরজাগুলো দিয়ে ভিতরে আসবে। তারা, তাদের অধ্যক্ষেরা, যিহূদার লোকেরা এবং জেরুসালেমের বাসিন্দারা আসবে আর এই নগরে চিরকাল ধরে লোকেরা বাস করবে। ২৬ আর লোকেরা যিহূদার নগরগুলো, জেরুসালেমের আশেপাশের এলাকা, বিন্যামীনের এলাকা, নীচু এলাকা, পার্বত্য এলাকা এবং নেগেব* থেকে আসবে আর তারা হোমবলি, অন্যান্য বলি, শস্য নৈবেদ্য,* লোবান* এবং ধন্যবাদ জানানোর বলি নিয়ে যিহোবার গৃহে আসবে।

২৭ “‘“কিন্তু, তোমরা যদি বিশ্রামবারকে পবিত্র হিসেবে না দেখার মাধ্যমে এবং বিশ্রামবারে বোঝা বহন করার এবং জেরুসালেমের দরজাগুলো দিয়ে তা ভিতরে আনার মাধ্যমে আমার অবাধ্য হও, তা হলে আমি তার দরজাগুলোতে আগুন লাগিয়ে দেব। আর সেই আগুন জেরুসালেমের মজবুত দুর্গগুলোকে অবশ্যই পুড়িয়ে ধ্বংস করে দেবে, সেই আগুন নেভানো হবে না।”’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার