ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • দ্বিতীয় বিবরণ ১৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

দ্বিতীয় বিবরণ ১৩:৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১৫/২০০২, পৃষ্ঠা ১৬-১৭

দ্বিতীয় বিবরণ ১৩:১৭

পাদটীকা

  • *

    বা “যা-কিছুর উপর নিষেধাজ্ঞা দিয়ে সেটাকে পবিত্র বলে গণ্য করা হবে।”

দ্বিতীয় বিবরণ ১৩:১৮

পাদটীকা

  • *

    বা “যিহোবার কণ্ঠস্বর শুনবে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
দ্বিতীয় বিবরণ ১৩:১-১৮

দ্বিতীয় বিবরণ

১৩ “তোমার মধ্যে যদি কোনো ভাববাদী অথবা স্বপ্ন দেখে ভবিষ্যৎ বলে দেয়, এমন কোনো ব্যক্তি দেখা যায় আর সে কোনো চিহ্ন দেখায় কিংবা কোনো ভবিষ্যদ্‌বাণী করে ২ এবং বলে, ‘এসো, আমরা অন্য দেবতাদের অনুসরণ করি, যাদের তোমরা চেন না এবং তাদের সেবা করি’ আর সে যে-চিহ্ন দেখিয়েছে কিংবা ভবিষ্যতের বিষয়ে যা বলেছে, সেটা যদি সত্য বলে প্রমাণিত হয়, ৩ তা হলে তুমি সেই ভাববাদীর কথা কিংবা যে স্বপ্ন দেখে ভবিষ্যৎ বলে দেয়, তার কথা শুনবে না কারণ তোমাদের ঈশ্বর যিহোবা এটা জানার জন্য তোমাদের পরীক্ষা করছেন যে, তোমরা তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে তোমাদের ঈশ্বর যিহোবাকে ভালোবাস কি না। ৪ তোমরা শুধু তোমাদের ঈশ্বর যিহোবাকেই অনুসরণ করবে, তাঁকেই ভয় করবে, তাঁর আজ্ঞাগুলোই পালন করবে, তাঁর কথাই শুনবে, তাঁরই সেবা করবে এবং তাঁকেই আঁকড়ে ধরে রাখবে। ৫ কিন্তু, সেই ভাববাদীকে কিংবা যে স্বপ্ন দেখে ভবিষ্যৎ বলে দেয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক কারণ সে তোমাদের ঈশ্বর যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য লোকদের প্ররোচিত করেছে, যিনি দাসত্বের দেশ মিশর থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেই ভাববাদীকে কিংবা যে স্বপ্ন দেখে ভবিষ্যৎ বলে দেয়, তাকে মেরে ফেলবে কারণ সে সেই পথ ত্যাগ করার জন্য লোকদের প্ররোচিত করেছে, যে-পথে চলার জন্য তোমার ঈশ্বর যিহোবা তোমাকে আজ্ঞা দিয়েছেন। তুমি তোমার মধ্য থেকে যা মন্দ, তা দূর করে দেবে।

৬ “যদি তোমার নিজের ভাই বা তোমার ছেলে বা তোমার মেয়ে বা তোমার স্ত্রী, যাকে তুমি খুব ভালোবাস বা তোমার ঘনিষ্ঠ বন্ধু তোমাকে চুপি চুপি প্ররোচিত করার চেষ্টা করে আর বলে, ‘চলো, আমরা অন্য দেবতাদের সেবা করি,’ এমন দেবতাদের, যাদের না তুমি চেন, না তোমার পূর্বপুরুষেরা চিনত, ৭ তা তারা তোমাদের আশেপাশের জাতির দেবতা হোক বা দূরের কোনো জাতির দেবতা হোক কিংবা দেশের কোনো প্রান্তের দেবতা হোক, ৮ তা হলে তুমি তার দ্বারা ভ্রান্ত হবে না কিংবা তার কথায় কান দেবে না। তুমি তার প্রতি দয়া অথবা সমবেদনা দেখাবে না কিংবা তাকে বাঁচানোরও চেষ্টা করবে না। ৯ এর পরিবর্তে, তুমি তাকে অবশ্যই মেরে ফেলবে। তাকে মেরে ফেলার জন্য সবচেয়ে প্রথমে যেন তোমার হাত ওঠে, তারপর বাকিদের। ১০ তুমি তাকে পাথর ছুড়ে মেরে ফেলবে কারণ সে তোমাকে তোমার ঈশ্বর যিহোবার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যিনি তোমাকে দাসত্বের দেশ মিশর থেকে বের করে এনেছেন। ১১ এতে পুরো ইজরায়েল সেই বিষয়ে শুনে ভয় পেয়ে যাবে আর পরে কখনো তোমার মধ্যে কেউ এইরকম মন্দ কাজ করবে না।

১২ “তোমার ঈশ্বর যিহোবা তোমাকে যে-নগরগুলো দখল করতে দেবেন, সেগুলোর মধ্যে কোনো নগরের বিষয়ে তুমি যদি জানতে পার যে, ১৩ ‘সেখানে কয়েক জন অপদার্থ লোককে দেখা গিয়েছে, যারা এই কথা বলে তাদের নগরের লোকদের ভ্রান্ত করছে: “চলো, আমরা অন্য দেবতাদের সেবা করি,” এমন দেবতাদের, যাদের তোমরা চেন না,’ ১৪ তা হলে তুমি ভালোভাবে তদন্ত করে এবং খোঁজখবর নিয়ে বিষয়টা খতিয়ে দেখবে। তুমি যদি জানতে পার যে, খবরটা সত্যি এবং তোমার মধ্যে সত্যিই এই জঘন্য কাজ হচ্ছে, ১৫ তা হলে তুমি অবশ্যই সেই নগরের লোকদের তলোয়ার দিয়ে মেরে ফেলবে। তুমি পুরো নগরকে বিনষ্ট করে দেবে এবং সেখানকার প্রতিটা জিনিস ধ্বংস করে দেবে, এমনকী সেখানকার পশুপালও তুমি তলোয়ার দিয়ে মেরে ফেলবে। ১৬ এরপর, তুমি পুরো নগরের লুট করা দ্রব্য নগরের খোলা জায়গায় নিয়ে আসবে এবং নগরটা পুড়িয়ে দেবে। লুট করা সেই সমস্ত জিনিস তোমার ঈশ্বর যিহোবার কাছে দেওয়া হোমবলির মতো হবে। সেই নগরটা চিরকালের জন্য ধ্বংসস্তূপে পরিণত হবে। সেটাকে যেন আর কখনো পুনর্নির্মাণ করা না হয়। ১৭ যা-কিছু ধ্বংস করার জন্য আলাদা করা হবে,* সেখান থেকে তুমি নিজের জন্য কিছুই নেবে না, যাতে যিহোবা তোমার উপর রেগে না যান বরং তোমাদের প্রতি করুণা ও সমবেদনা দেখান এবং তোমাদের জনসংখ্যা অনেক গুণ বৃদ্ধি করেন, ঠিক যেমনটা তিনি তোমার পূর্বপুরুষদের কাছে দিব্য করেছিলেন। ১৮ তুমি তোমার ঈশ্বর যিহোবার বাধ্য হবে* আর আজ আমি তোমাকে যে-আজ্ঞাগুলো দিচ্ছি, সেগুলোর সবই পালন করবে। এভাবে, তুমি তোমার ঈশ্বর যিহোবার দৃষ্টিতে যা সঠিক, তা-ই করবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার