গীতসংহিতা
দায়ূদের দ্বারা রচিত। আরোহণের গান।
১২৪ “যিহোবা যদি আমাদের সঙ্গে না থাকতেন”
—ইজরায়েল এবার বলুক—
২ “যিহোবা যদি আমাদের সঙ্গে না থাকতেন,
তা হলে লোকেরা যখন আমাদের আক্রমণ করেছিল,
৩ যখন তাদের ক্রোধের আগুন আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল,
তখন তারা আমাদের জীবিত অবস্থাতেই গিলে ফেলত।
৪ তখন জল আমাদের ভাসিয়ে নিয়ে যেত,
নদী আমাদের ডুবিয়ে দিত।
৫ জলের তীব্র স্রোত আমাদের ডুবিয়ে দিত।
৬ যিহোবার প্রশংসা হোক
কারণ তিনি আমাদের এমন শত্রুদের হাতে তুলে দেননি,
যারা হিংস্র পশুর মতো।
৭ আমরা এমন এক পাখির মতো,
যে শিকারির ফাঁদ থেকে পালিয়ে গিয়েছে।
ফাঁদ ছিঁড়ে ফেলা হয়েছিল
আর আমরা পালিয়ে গিয়েছিলাম।
৮ আমরা যিহোবার নামে সাহায্য পাই,
যিনি আকাশ ও পৃথিবীর নির্মাতা।”