ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ বংশাবলি ৩১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ বংশাবলি ৩১:১

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

২ বংশাবলি ৩১:২

পাদটীকা

  • *

    আক্ষ., “শিবিরগুলোর।”

২ বংশাবলি ৩১:৪

পাদটীকা

  • *

    বা “আইন পালন করার জন্য নিজেদের বিলিয়ে দিতে পারে।”

২ বংশাবলি ৩১:৫

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

২ বংশাবলি ৩১:১১

পাদটীকা

  • *

    বা “খাওয়ার ঘর।”

২ বংশাবলি ৩১:১৯

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ বংশাবলি ৩১:১-২১

বংশাবলির দ্বিতীয় খণ্ড

৩১ উৎসব শেষ হওয়ার সঙ্গেসঙ্গে সেখানে উপস্থিত সমস্ত ইজরায়েলীয় যিহূদার নগরগুলোতে ও সেইসঙ্গে বিন্যামীন, ইফ্রয়িম ও মনঃশির এলাকাগুলোতে গেল আর তারা উপাসনার স্তম্ভগুলো ভেঙে গুঁড়িয়ে দিল, উপাসনার খুঁটিগুলো* কেটে দিল আর উঁচু জায়গা এবং বেদিগুলো ভেঙে দিল। তারা ততক্ষণ পর্যন্ত এই কাজ করল, যতক্ষণ না তারা এই সমস্ত জিনিস পুরোপুরিভাবে ধ্বংস করে দিল। এরপর, সমস্ত ইজরায়েলীয় নিজের নিজের নগরে এবং নিজের নিজের বাড়িতে ফিরে গেল।

২ তারপর, হিষ্কিয় যাজক ও লেবীয়দের তাদের দল অনুসারে সেবার জন্য নিযুক্ত করলেন। তিনি প্রত্যেক যাজক ও লেবীয়কে তার জন্য নির্ধারিত কাজ দিলেন। তাদের কাজ ছিল: হোমবলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করা, গৃহে সেবা করা এবং যিহোবার গৃহের প্রাঙ্গণগুলোর* দরজার কাছে তাঁকে ধন্যবাদ দেওয়া এবং তাঁর প্রশংসা করা। ৩ যিহোবার ব্যবস্থায় বলা হোমবলি অর্থাৎ সকালের ও সন্ধ্যার হোমবলির জন্য ও সেইসঙ্গে বিশ্রামবারে, নতুন চাঁদের দিনে এবং উৎসবগুলোতে দেওয়া হোমবলির জন্য রাজা তার সম্পত্তি থেকে কিছুটা অংশ দিলেন।

৪ শুধু তা-ই নয়, রাজা জেরুসালেমের লোকদের আদেশ দিলেন, যেন তারা যাজক ও লেবীয়দের তাদের প্রাপ্য অংশ দেয়, যাতে তারা যিহোবার আইন খুব ভালোভাবে পালন করতে পারে।* ৫ রাজার এই আদেশ জারি হওয়ার সঙ্গেসঙ্গে ইজরায়েলীয়েরা প্রচুর পরিমাণে শস্য, নতুন দ্রাক্ষারস,* তেল, মধু এবং ভূমির সমস্ত ফসলের প্রথম ফল এনে দিল। তারা সমস্ত জিনিসের দশমাংশ এনে দিল আর এভাবে তারা অনেক জিনিস দান করল। ৬ যিহূদার নগরগুলোতে বসবাসরত ইজরায়েলের ও যিহূদার লোকেরাও গরু, ষাঁড় ও মেষের দশমাংশ নিয়ে এল আর যে-পবিত্র জিনিসগুলোকে তাদের ঈশ্বর যিহোবার উদ্দেশে পবিত্র করা হয়েছিল, সেগুলোর দশমাংশ নিয়ে এল। এভাবে তারা দান-করা জিনিসগুলো এনে ঢিবি করে রাখল। ৭ তারা তৃতীয় মাসে দান দিতে শুরু করেছিল আর সপ্তম মাস পর্যন্ত তা দিল। ৮ যখন হিষ্কিয় ও অধ্যক্ষেরা এসে সেই ঢিবিগুলো দেখলেন, তখন তারা যিহোবার প্রশংসা করলেন আর তাঁর প্রজা ইজরায়েলকে আশীর্বাদ করলেন।

৯ হিষ্কিয় যখন যাজক ও লেবীয়দের সেই ঢিবিগুলোর বিষয়ে জিজ্ঞেস করলেন, ১০ তখন সাদোকের পরিবারের প্রধান যাজক অসরিয় বললেন: “যখন থেকে লোকেরা যিহোবার গৃহে দান আনতে শুরু করেছে, তখন থেকে লোকেরা খাওয়া-দাওয়া করে পরিতৃপ্ত হচ্ছে। তারপরও, প্রচুর জিনিস বেঁচে গিয়েছে। যিহোবা তাঁর লোকদের আশীর্বাদ করছেন বলেই এত কিছু বেঁচে গিয়েছে।”

১১ তখন হিষ্কিয় তাদের বললেন, যেন তারা যিহোবার গৃহে ভাণ্ডার* প্রস্তুত করে আর তারা সেগুলো প্রস্তুত করল। ১২ তারা বিশ্বস্তভাবে দান, দশমাংশ এবং পবিত্র জিনিসগুলো আনতে থাকল। এই সমস্ত জিনিস দেখাশোনা করার দায়িত্ব লেবীয় কনানিয়কে দেওয়া হল আর তার ভাই শিমিয়ি দ্বিতীয় স্থানে ছিলেন। ১৩ রাজা হিষ্কিয়ের আদেশে কনানিয় এবং তার ভাই শিমিয়ির সাহায্যকারী হিসেবে এই ব্যক্তিদের বেছে নেওয়া হল: যিহীয়েল, অসসিয়, নহৎ, অসাহেল, যিরীমোৎ, যোষাবদ, ইলীয়েল, যিষ্মখিয়, মাহৎ ও বনায়। আর অসরিয়কে সত্য ঈশ্বরের গৃহ দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হল। ১৪ লেবীয় যিম্নের ছেলে কোরি, যে পূর্ব দিকের দরজার দারোয়ান ছিল, তাকে সত্য ঈশ্বরের উদ্দেশে স্বেচ্ছায় দেওয়া বলির দায়িত্ব দেওয়া হল। সে যিহোবার উদ্দেশে দেওয়া দান এবং মহাপবিত্র জিনিসগুলো ভাগ করে দিত। ১৫ তার অধীনে এদন, মিনিয়ামীন, যেশূয়, শময়িয়, অমরিয় ও শখনিয় যাজকদের নগরে কাজ করত। তারা নির্ভরযোগ্য ছিল বলে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছিল, যেন তারা জিনিসগুলো আলাদা আলাদা দলে থাকা তাদের ভাইদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, তা তারা বড়ো কিংবা ছোটো, যেমনই হোক না কেন। ১৬ এ ছাড়া, তারা সেইসমস্ত পুরুষকেও এই জিনিসগুলো দিত, যাদের নাম বংশাবলিতে লেখা ছিল আর যারা তাদের দলের পালা অনুযায়ী প্রতিদিন যিহোবার গৃহে এসে সেবা করত। এর পাশাপাশি, তিন বছর এবং তার চেয়ে বড়ো ছেলেদেরও তারা এই জিনিসগুলো দিত, যাদের নাম বংশাবলিতে লেখা ছিল।

১৭ বংশাবলিতে যাজকদের নাম তাদের বাবার বংশ অনুসারে লেখা হয়েছিল আর ২০ বছর এবং তার চেয়ে বেশি বয়সি লেবীয়দের নামও তাদের বাবার বংশ অনুসারে এবং তারা যে-আলাদা আলাদা দলে সেবা করত, সেই অনুসারে লেখা হয়েছিল। ১৮ এই বংশাবলিতে লেবীয়দের সমস্ত সন্তান, স্ত্রী ও ছেলে-মেয়ের অর্থাৎ লেবীয়দের পুরো মণ্ডলীর নাম লেখা হয়েছিল কারণ লেবীয়েরা পবিত্র সেবার জন্য নিজেদের পবিত্র রেখেছিল আর তারা নির্ভরযোগ্য ছিল বলে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ১৯ বংশাবলিতে হারোণের বংশের যাজকদের নামও লেখা হয়েছিল, যারা নিজেদের নগরের আশেপাশের চারণভূমির* জমিতে বাস করত। সমস্ত নগরে কয়েক জন পুরুষকে নাম ধরে বেছে নেওয়া হয়েছিল, যাতে তারা যাজকদের পরিবারের প্রত্যেক ছেলে ও পুরুষকে ও সেইসঙ্গে লেবীয়দের বংশাবলিতে নথিভুক্ত সমস্ত লোককে দান-করা জিনিসের অংশ দেয়।

২০ হিষ্কিয় পুরো যিহূদায় এই ব্যবস্থা করলেন আর তিনি এমন কাজ করতে থাকলেন, যেগুলো যিহোবার দৃষ্টিতে ভালো ও সঠিক আর তিনি তার ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখলেন। ২১ তিনি তার ঈশ্বরের অনুসন্ধান করার জন্য যে-কাজই করতে আরম্ভ করলেন, তা সেটা সত্য ঈশ্বরের গৃহের সেবাকাজের সঙ্গে সম্পর্কযুক্ত হোক কিংবা ঈশ্বরের ব্যবস্থা এবং তাঁর আজ্ঞার সঙ্গে সম্পর্কযুক্ত হোক, তিনি সেটা সমস্ত হৃদয়ের সঙ্গে করলেন আর তিনি সফল হলেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার