ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ১০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ১০:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ২৯

গীতসংহিতা ১০:৩

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “লোভী ব্যক্তি নিজেই নিজেকে আশীর্বাদ করে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ২৯

গীতসংহিতা ১০:৯

পাদটীকা

  • *

    বা “ঘন ঝোপে।”

গীতসংহিতা ১০:১০

পাদটীকা

  • *

    বা “তার শক্তিশালী থাবার কবলে পড়ে।”

গীতসংহিতা ১০:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৭, পৃষ্ঠা ২০

গীতসংহিতা ১০:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ২৯-৩০

গীতসংহিতা ১০:১৪

পাদটীকা

  • *

    বা “যাদের বাবা মারা গিয়েছে, তাদের।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য, খণ্ড ২,

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ১০:১-১৮

গীতসংহিতা

ל [লামদ]

১০ হে যিহোবা, কেন তুমি দূরে দাঁড়িয়ে থাক?

বিপদের সময় কেন তুমি লুকিয়ে থাক?

 ২ মন্দ ব্যক্তি অহংকারের সঙ্গে অসহায় ব্যক্তির পিছু ধাওয়া করে,

কিন্তু সে নিজেই নিজের ফাঁদে পড়বে।

 ৩ কারণ মন্দ ব্যক্তি নিজের স্বার্থপর আকাঙ্ক্ষা নিয়ে গর্ব করে

আর লোভী ব্যক্তিকে আশীর্বাদ করে,*

נ [নূন]

সে যিহোবাকে অসম্মান করে।

 ৪ মন্দ ব্যক্তি তার অহংকারের কারণে ঈশ্বরের অনুসন্ধান করে না,

সে মনে মনে বলে: “ঈশ্বর বলে কেউ নেই।”

 ৫ মন্দ ব্যক্তি যা-কিছু করে, তাতেই সফল হয়,

কিন্তু তোমার আইনগুলো বোঝা তার সাধ্যের বাইরে,

সে তার সমস্ত শত্রুকে তুচ্ছ বলে মনে করে।

 ৬ সে মনে মনে বলে: “আমাকে কেউ টলাতে পারবে না,

প্রজন্মের পর প্রজন্ম ধরে আমি কখনো বিপর্যয়ের মুখোমুখি হব না।”

פ [পে]

 ৭ তার মুখ অভিশাপ, মিথ্যা কথা এবং হুমকিতে পূর্ণ,

তার জিভ সমস্যা সৃষ্টি করে এবং আঘাত দেয়।

 ৮ সে গ্রামগুলোর কাছে ওত পেতে বসে থাকে,

গোপন জায়গা থেকে নির্দোষ ব্যক্তিকে হত্যা করে।

ע [অয়িন]

তার চোখ অসহায় ব্যক্তিকে খুঁজতে থাকে, যাতে তাকে আক্রমণ করতে পারে।

 ৯ সে গুহায়* লুকিয়ে থাকা সিংহের মতো অপেক্ষা করে,

যাতে সুযোগ পেলেই কোনো অসহায় ব্যক্তিকে ধরে ফেলে।

সে অসহায় ব্যক্তিকে জালে জড়িয়ে ধরে ফেলে।

১০ সে তার শিকারকে পিষে দেয় এবং নীচে ফেলে দেয়,

অনেক অসহায় ব্যক্তি তার শিকারে পরিণত হয়।*

১১ মন্দ ব্যক্তি মনে মনে বলে: “ঈশ্বর ভুলে গিয়েছেন।

তিনি তাঁর মুখ ফিরিয়ে নিয়েছেন।

তিনি কখনো লক্ষ করেন না।”

ק [কূফ]

১২ হে যিহোবা, ওঠো। হে ঈশ্বর, তোমার হাত তোলো।

অসহায় ব্যক্তিদের ভুলে যেয়ো না।

১৩ কেন মন্দ ব্যক্তি ঈশ্বরকে অসম্মান করে?

সে মনে মনে বলে: “ঈশ্বর আমার কাছ থেকে হিসাব চাইবেন না।”

ר [রেশ]

১৪ কিন্তু, যখন সমস্যা ও বিপদ আসে, তখন নিঃসন্দেহে তুমি তা লক্ষ কর।

তুমি মনোযোগ দাও এবং বিষয়গুলো নিজের হাতে তুলে নাও।

অসহায় ব্যক্তিরা তোমার দিকে তাকায়,

তুমিই অনাথদের* সাহায্যকারী।

ש [শিন]

১৫ মন্দ ও খারাপ লোকের হাত ভেঙে দাও,

যাতে তুমি যখন তার মন্দতার খোঁজ করবে,

তখন সেটা যেন আর না পাও।

১৬ চিরকাল ধরে যিহোবাই রাজা।

জাতিগুলো পৃথিবী থেকে বিনষ্ট হয়ে গিয়েছে।

ת [তৌ]

১৭ কিন্তু হে যিহোবা, তুমি মৃদুশীল ব্যক্তিদের অনুরোধ শুনবে।

তুমি তাদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের প্রতি পূর্ণ মনোযোগ দেবে।

১৮ তুমি সেই ব্যক্তিদের প্রতি ন্যায়বিচার করবে, যারা অনাথ এবং যাদের পিষে দেওয়া হয়েছে,

যাতে পৃথিবীর মরণশীল মানুষেরা আর কখনো তাদের ভয় না দেখায়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার