যিশাইয়
২০ যে-বছর অশূরের রাজা সর্গোন তর্তনকে* অস্দোদে পাঠালেন, সেই বছরেই তর্তন অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা দখল করে নিলেন। ২ সেইসময় যিহোবা আমোসের ছেলে যিশাইয়ের মাধ্যমে এই কথা বললেন: “যাও, তোমার কোমর থেকে চট খুলে ফেলো আর তোমার পা থেকে জুতো খুলে ফেলো।” এতে যিশাইয় ঠিক তা-ই করলেন, তিনি উলঙ্গ হয়ে* খালি পায়ে ঘুরে বেড়ালেন।
৩ তারপর, যিহোবা বললেন: “আমার দাস যিশাইয় তিন বছর ধরে উলঙ্গ হয়ে খালি পায়ে ঘুরে বেড়িয়েছে। এটা এই বিষয়ের চিহ্ন ও সতর্কবাণী যে, মিশর ও ইথিওপিয়ার প্রতি কী ঘটবে। ৪ অশূরের রাজা এসে মিশর ও ইথিওপিয়ার লোকদের বন্দি করবে, সে যুবক ও বৃদ্ধ, সবার পোশাক খুলে তাদের উলঙ্গ অবস্থায় খালি পায়ে নিয়ে যাবে, তাদের নিতম্ব খোলা থাকবে, হ্যাঁ, মিশরকে লজ্জিত* করা হবে। ৫ যারা ইথিওপিয়ার উপর আশা রেখেছিল এবং মিশরকে নিয়ে গর্ব* করত, তারা আতঙ্কিত ও লজ্জিত হয়ে পড়বে। ৬ সেই দিন এই সমুদ্র উপকূলের বাসিন্দারা এই কথা বলবে, ‘দেখো, আমরা যাদের উপর আশা রেখেছিলাম এবং অশূরের রাজার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য যাদের কাছে পালিয়ে গিয়ে সাহায্য চেয়েছিলাম, তাদের এ কী অবস্থা হয়েছে! এবার আমরা কীভাবে বাঁচব?’”