বংশাবলির দ্বিতীয় খণ্ড
১০ রহবিয়াম শিখিমে গেলেন কারণ পুরো ইজরায়েল তাকে রাজা করার জন্য শিখিমে একত্রিত হয়েছিল। ২ নবাটের ছেলে যারবিয়াম এই খবরটা পাওয়ামাত্রই মিশর থেকে ফিরে এলেন। (তিনি তখনও মিশরে ছিলেন কারণ তিনি রাজা শলোমনের কারণে মিশরে পালিয়ে গিয়েছিলেন।) ৩ তারপর, লোকেরা যারবিয়ামকে ডেকে পাঠাল আর তিনি এবং পুরো ইজরায়েল রহবিয়ামের কাছে এলেন আর বললেন: ৪ “আপনার বাবা আমাদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন। তিনি আমাদের দিয়ে যে-কঠোর পরিশ্রম করাতেন, আপনি যদি সেটা একটু কমিয়ে দেন এবং তিনি আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটা যদি একটু হালকা করে দেন, তা হলে আমরা আপনার সেবা করব।”
৫ রহবিয়াম তাদের বললেন: “তোমরা তিন দিন পরে এসো।” তখন লোকেরা সেখান থেকে চলে গেল। ৬ পরে, রাজা রহবিয়াম সেই বয়স্ক ব্যক্তিদের* কাছে পরামর্শ চাইলেন, যারা তার বাবা শলোমনের পরামর্শদাতা ছিলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন: “আপনারা কী বলেন, এই লোকদের কী উত্তর দেব?” ৭ সেই বয়স্ক ব্যক্তিরা তাকে বললেন: “আপনি যদি এই লোকদের সঙ্গে ভালো আচরণ করেন, তাদের সন্তুষ্ট করেন আর তাদের সঙ্গে ভালোভাবে কথা বলেন, তা হলে এরা চিরকাল আপনার দাস হয়ে থাকবে।”
৮ কিন্তু, রহবিয়াম সেই বয়স্ক ব্যক্তিদের* পরামর্শ প্রত্যাখ্যান করলেন এবং সেই যুবকদের কাছে পরামর্শ চাইলেন, যারা তার সঙ্গে বড়ো হয়ে উঠেছিল এবং সেইসময় তার সেবা করছিল। ৯ তিনি তাদের জিজ্ঞেস করলেন: “তোমরা কী বল, আমি এই লোকদের কী উত্তর দেব, যারা আমাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে দয়া করে একটু হালকা করে দিন’?” ১০ তার সঙ্গে বড়ো হয়ে ওঠা যুবকেরা তাকে বলল: “যে-লোকেরা আপনাকে বলেছে, ‘আপনার বাবা আমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে দয়া করে একটু হালকা করে দিন,’ তাদের আপনি বলবেন, ‘আমার কড়ে আঙুল আমার বাবার কোমরের চেয়েও মোটা হবে। ১১ আমার বাবা তোমাদের উপর যে-ভারী বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেটাকে আমি আরও ভারী করব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন কিন্তু আমি তোমাদের কাঁটাওয়ালা চাবুক মেরে শাস্তি দেব।’”
১২ তৃতীয় দিন যারবিয়াম এবং সমস্ত লোক রহবিয়ামের কাছে এলেন, ঠিক যেমনটা রাজা তাদের বলেছিলেন: “তোমরা তৃতীয় দিনে ফিরে এসো।” ১৩ কিন্তু, রাজা রহবিয়াম লোকদের রূঢ়ভাবে উত্তর দিলেন। এভাবে তিনি সেই বয়স্ক ব্যক্তিদের* পরামর্শ প্রত্যাখ্যান করলেন। ১৪ তিনি সেই যুবকদের পরামর্শ অনুসারে লোকদের বললেন: “আমি তোমাদের বোঝা আরও ভারী করব, সেটাকে আরও বাড়িয়ে দেব। আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন কিন্তু আমি তোমাদের কাঁটাওয়ালা চাবুক মেরে শাস্তি দেব।” ১৫ এভাবে রাজা লোকদের কথা শুনলেন না। সত্য ঈশ্বর যিহোবাই এই সমস্ত কিছু ঘটিয়েছিলেন। তিনি এমনটা করলেন, যাতে তাঁর সেই কথা পূর্ণ হয়, যেটা তিনি শীলোর বাসিন্দা অহিয়ের মাধ্যমে নবাটের ছেলে যারবিয়ামকে বলেছিলেন।
১৬ রাজা যখন ইজরায়েলীয়দের কথা শুনলেন না, তখন তারা রাজাকে বলল: “এখন দায়ূদের সঙ্গে আমাদের আর কী সম্পর্ক? যিশয়ের ছেলের উত্তরাধিকার তার কাছেই থাকুক। হে ইজরায়েলীয়েরা, তোমরা প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে ফিরে যাও! হে দায়ূদ, এখন তুমিই তোমার পরিবারের দেখাশোনা করো।” এই কথা বলে ইজরায়েলের সমস্ত লোক নিজের নিজের বাড়ি* ফিরে গেল।
১৭ কিন্তু, রহবিয়াম সেই ইজরায়েলীয়দের উপর রাজত্ব করতে থাকলেন, যারা যিহূদার নগরগুলোতে বাস করত।
১৮ তারপর, রাজা রহবিয়াম যাদের দিয়ে জোর করে দাসের কাজ করানো হত, তাদের অধ্যক্ষ হদোরামকে ইজরায়েলীয়দের কাছে পাঠালেন। কিন্তু, ইজরায়েলীয়েরা তাকে পাথর ছুড়ে মেরে ফেলল। রাজা রহবিয়াম কোনোরকমে নিজের রথে চড়ে জেরুসালেমে পালিয়ে গেলেন। ১৯ সেই সময় থেকে আজ পর্যন্ত ইজরায়েলীয়েরা দায়ূদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।