ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ১ বংশাবলি ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

১ বংশাবলি ৯:২

পাদটীকা

  • *

    বা “এবং নথীনীয়।” আক্ষ., “এবং অর্পিত ব্যক্তি।”

১ বংশাবলি ৯:১১

পাদটীকা

  • *

    বা “মন্দিরে।”

১ বংশাবলি ৯:২৬

পাদটীকা

  • *

    বা “খাওয়ার ঘরগুলোর।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/২০০৫, পৃষ্ঠা ৯

১ বংশাবলি ৯:২৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/২০০৫, পৃষ্ঠা ৯

১ বংশাবলি ৯:২৯

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    বালসাম হল কয়েক ধরনের গাছের সুগন্ধি নির্যাস।

১ বংশাবলি ৯:৩২

পাদটীকা

  • *

    অর্থাৎ দর্শন-রুটি।

১ বংশাবলি ৯:৩৩

পাদটীকা

  • *

    বা “খাওয়ার ঘরগুলোতে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ৭/২০২৩, পৃষ্ঠা ১০-১১

১ বংশাবলি ৯:৩৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৩/২০১৭, পৃষ্ঠা ৩২

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
  • ৩৬
  • ৩৭
  • ৩৮
  • ৩৯
  • ৪০
  • ৪১
  • ৪২
  • ৪৩
  • ৪৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
১ বংশাবলি ৯:১-৪৪

বংশাবলির প্রথম খণ্ড

৯ সমস্ত ইজরায়েলীয়ের নাম তাদের পরিবার অনুযায়ী বংশাবলিতে লেখা হয়েছিল। এই বংশাবলি ইজরায়েলের রাজাদের বইয়ে লেখা আছে। যিহূদার লোকেরা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়ে পড়েছিল বলে তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয়েছিল। ২ যে-লোকেরা প্রথমে নিজেদের নগরে ফিরে এসেছিল, যেখানে তাদের সম্পত্তি ছিল, তারা ছিল কয়েক জন ইজরায়েলীয়, যাজক, লেবীয় এবং মন্দিরের দাস।* ৩ যিহূদা, বিন্যামীন, ইফ্রয়িম ও মনঃশির কয়েক জন বংশধর, যারা জেরুসালেমে বাস করতে গিয়েছিল, তারা হল: ৪ ঊথয়, যিনি অম্মীহূদের ছেলে, অম্মীহূদ অম্রির ছেলে, অম্রি ইম্রির ছেলে, ইম্রি বানির ছেলে আর বানি যিহূদার ছেলে পেরসের একজন বংশধর। ৫ শীলোনীয়দের মধ্য থেকে অসায়, যে তার বাবার প্রথমজাত ছেলে এবং তার ছেলেরা। ৬ সেরহের ছেলেদের মধ্য থেকে যিয়ূয়েল এবং তাদের ৬৯০ জন ভাই।

৭ বিন্যামীনের বংশধরদের মধ্য থেকে হস্‌নূয়ের ছেলে হোদবিয়ের ছেলে মশুল্লমের ছেলে সল্লূ, ৮ যিরোহমের ছেলে যিব্‌নিয়, মিখ্রির ছেলে উষির ছেলে এলা এবং যিব্‌নিয়ের ছেলে রূয়েলের ছেলে শফটিয়ের ছেলে মশুল্লম। ৯ আর তাদের বংশাবলি অনুযায়ী তাদের সমস্ত ভাইয়ের সংখ্যা ৯৫৬। এই সমস্ত পুরুষ তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল।

১০ যাজকদের মধ্য থেকে যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন, ১১ অসরিয়, যে হিল্কিয়ের ছেলে, হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে এবং মরায়োৎ অহীটুবের ছেলে, যিনি সত্য ঈশ্বরের গৃহে* একজন নেতা ছিলেন, ১২ মল্কিয়ের ছেলে পশ্‌হূরের ছেলে যিরোহমের ছেলে অদায়া, ইম্মেরের ছেলে মশিল্লমীতের ছেলে মশুল্লমের ছেলে যহসেরার ছেলে অদীয়েলের ছেলে মাসয় ১৩ এবং তাদের সবার ভাই। তারা ১,৭৬০ জন পুরুষ ছিল আর তারা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল। তারা সাহসী ও দক্ষ পুরুষ ছিল আর সত্য ঈশ্বরের গৃহে সেবা করার জন্য তারা প্রস্তুত থাকত।

১৪ লেবীয়দের মধ্য থেকে মরারির বংশধর হশবিয়ের ছেলে অস্রীকামের ছেলে হশূবের ছেলে শময়িয়, ১৫ বকবকর, হেরশ, গালল, আসফের ছেলে সিখ্রির ছেলে মীখার ছেলে মত্তনিয়, ১৬ যিদূথূনের ছেলে গাললের ছেলে শময়িয়ের ছেলে ওবদিয় এবং ইল্‌কানার ছেলে আসার ছেলে বেরিখিয়, যে নটোফাতীয়দের গ্রামে থাকত।

১৭ দারোয়ানদের মধ্য থেকে শল্লুম, অক্কুব, টল্‌মোন ও অহীমান। তাদের ভাই শল্লুম প্রধান ছিল। ১৮ কিন্তু, এর আগে শল্লুম পূর্ব দিকে রাজার দরজায় দাঁড়াত। এরা সবাই লেবীয়দের শিবিরগুলোর পাহারাদার ছিল। ১৯ কোরহের ছেলে ইবীয়াসফের ছেলে কোরির ছেলে শল্লুম এবং তার বাবার বংশের ভাইয়েরা অর্থাৎ কোরহের বংশের লোকেরা তাঁবুর দারোয়ানদের কাজের দেখাশোনা করত, ঠিক যেভাবে তাদের পূর্বপুরুষেরা যিহোবার শিবিরের দেখাশোনা করত এবং সেটার প্রবেশস্থানের দারোয়ান ছিল। ২০ অতীতে ইলিয়াসরের ছেলে পীনহস তাদের নেতা ছিলেন আর যিহোবা তার সঙ্গে ছিলেন। ২১ মশেলিমিয়ের ছেলে সখরিয় সাক্ষাৎ করার তাঁবুর প্রবেশস্থানের দারোয়ান ছিল।

২২ যে-লোকদের প্রবেশস্থানের দারোয়ান হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তাদের মোট সংখ্যা ২১২। বংশাবলিতে যেভাবে তাদের নাম লেখা হয়েছিল, সেই অনুযায়ী তারা নিজেদের গ্রামগুলোতে বাস করছিল। দায়ূদ এবং দর্শক শমূয়েল তাদের এই দায়িত্ব দিয়েছিলেন কারণ তারা নির্ভরযোগ্য ছিল। ২৩ তাদের এবং তাদের ছেলেদের যিহোবার গৃহের অর্থাৎ তাঁবুর গৃহের দরজায় দারোয়ান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২৪ দারোয়ানেরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ, চার দিকেই থাকত। ২৫ তাদের ভাইদের নিজেদের গ্রাম থেকে পালাক্রমে আসতে হত, যাতে তারা তাদের সঙ্গে সাত দিন কাজ করতে পারে। ২৬ চার জন পুরুষকে প্রধান দারোয়ানের পদ দেওয়া হয়েছিল কারণ তারা নির্ভরযোগ্য ছিল। তারা লেবীয় ছিল আর তাদের উপর সত্য ঈশ্বরের গৃহের কামরাগুলোর* ও কোষাগারগুলোর দেখাশোনা করার দায়িত্ব ছিল। ২৭ তারা সত্য ঈশ্বরের গৃহের চারিদিকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে সারারাত পাহারা দিত কারণ এটাই তাদের দায়িত্ব ছিল। তাদের হাতে চাবি দেওয়া হয়েছিল এবং তারা প্রতিদিন সকালে গৃহের দরজা খুলত।

২৮ তাদের মধ্যে কাউকে কাউকে সেবার কাজে ব্যবহৃত বাসনপত্রের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যখনই সেই বাসনপত্র ভিতরে আনা হত, তখনই তারা সেগুলো গুনত আর যখন সেগুলো বাইরে নিয়ে যাওয়া হত, তখনও তারা সেগুলো গুনত। ২৯ তাদের মধ্যে কাউকে কাউকে অন্যান্য বাসনপত্র, সমস্ত পবিত্র বাসনপত্র, ময়দা, দ্রাক্ষারস,* তেল, লোবান* এবং বালসাম* তেলের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ৩০ যাজকদের কয়েক জন ছেলে সুগন্ধি বালসাম তেল তৈরি করত। ৩১ লেবীয়দের মধ্য থেকে কোরহের বংশধর শল্লুমের প্রথমজাত ছেলে মত্তিথিয়কে তাওয়ায় রান্না করা খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ সে নির্ভরযোগ্য ছিল। ৩২ কয়েক জন কহাতীয় ভাইকে রুটির সারির* দায়িত্ব দেওয়া হয়েছিল, যেন তারা প্রতি বিশ্রামবারে সেগুলো তৈরি করে।

৩৩ এরা ছিলেন গায়ক আর এরা লেবীয়দের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন। তারা গৃহের কামরাগুলোতে* থাকতেন আর তাদের অন্য দায়িত্বগুলো থেকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ তাদের যে-দায়িত্ব দেওয়া হয়েছিল, দিন-রাত তাদের সেই দায়িত্বই পালন করতে হত। ৩৪ তারা তাদের বংশাবলি অনুযায়ী লেবীয়দের বাবার বংশের প্রধান ব্যক্তি ও নেতা ছিলেন। তারা জেরুসালেমে থাকতেন।

৩৫ গিবিয়োনের বাবা যিয়ীয়েল গিবিয়োনে থাকতেন। তার স্ত্রীর নাম মাখা। ৩৬ তার প্রথমজাত ছেলে অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নের, নাদব, ৩৭ গদোর, অহিয়ো, সখরিয় ও মিক্লোৎ। ৩৮ মিক্লোতের ছেলে শিমিয়াম। এরা সবাই তাদের ভাইদের সঙ্গে জেরুসালেমে থাকতেন। তাদের সঙ্গে তাদের আরও ভাই থাকত। ৩৯ নেরের ছেলে কীশ, কীশের ছেলে শৌল আর শৌলের ছেলেরা যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্‌বাল। ৪০ যোনাথনের ছেলে মরীব্‌-বাল। মরীব্‌-বালের ছেলে মীখা। ৪১ মীখার ছেলেরা পিথোন, মেলক, তহরেয় ও আহস। ৪২ আহসের ছেলে যারঃ আর যারঃয়ের ছেলেরা আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা। ৪৩ মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা আর ইলীয়াসার ছেলে আৎসেল। ৪৪ আৎসেলের ছ-টি ছেলে আর তাদের নাম অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানন। এরা আৎসেলের ছেলে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার