ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ৪২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ৪২:১০

পাদটীকা

  • *

    বা “শোক।”

যিরমিয় ৪২:১৫

পাদটীকা

  • *

    বা “এবং কিছু সময়ের জন্য।”

যিরমিয় ৪২:১৭

পাদটীকা

  • *

    বা “রোগের।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ৪২:১-২২

যিরমিয়

৪২ তারপর, সমস্ত সেনাপতি এবং কারেহের ছেলে যোহানন, হোশয়িয়ের ছেলে যাসনিয় এবং ছোটো থেকে বড়ো সমস্ত লোক ২ ভাববাদী যিরমিয়ের কাছে গেলেন আর তাকে বললেন: “দয়া করে, অনুগ্রহ চেয়ে করা আমাদের বিনতি শুনুন আর আমাদের হয়ে, এই অবশিষ্ট লোকদের হয়ে আপনার ঈশ্বর যিহোবার কাছে প্রার্থনা করুন কারণ আপনি যেমন দেখতে পাচ্ছেন, আমাদের মধ্যে কেবল অল্প কয়েক জনই অবশিষ্ট রয়েছে। ৩ আপনার ঈশ্বর যিহোবা যেন আমাদের বলেন, আমাদের কোন পথে চলা উচিত এবং কী করা উচিত।”

৪ ভাববাদী যিরমিয় তাদের উত্তর দিলেন: “আমি তোমাদের কথা শুনলাম আর আমি তোমাদের অনুরোধ অনুযায়ী তোমাদের ঈশ্বর যিহোবার কাছে প্রার্থনা করব। উত্তরে যিহোবা তোমাদের যা-কিছু বলবেন, সেই সমস্তই আমি তোমাদের বলব, কোনো কিছুই লুকিয়ে রাখব না।”

৫ তারা যিরমিয়কে বললেন: “আপনার ঈশ্বর যিহোবা আপনার মাধ্যমে যে-নির্দেশনা দেবেন, আমরা ঠিক তা-ই করব। আমরা যদি তা না করি, তা হলে যিহোবা যেন আমাদের বিরুদ্ধে একজন সত্য ও বিশ্বস্ত সাক্ষি হন। ৬ আমরা আমাদের ঈশ্বর যিহোবার কথার বাধ্য হব, যাঁর কাছে আমরা আপনাকে পাঠাচ্ছি, তা তাঁর আজ্ঞা আমাদের পছন্দমতো হোক বা না-ই হোক, যাতে আমরা আমাদের ঈশ্বর যিহোবার বাধ্য হওয়ার কারণে আমাদের মঙ্গল হয়।”

৭ দশ দিন পর যিহোবার বার্তা যিরমিয়ের কাছে এল। ৮ তখন যিরমিয় কারেহের ছেলে যোহাননকে, তার সঙ্গে থাকা সমস্ত সেনাপতিকে এবং ছোটো থেকে বড়ো সমস্ত লোককে ডেকে পাঠালেন। ৯ তিনি তাদের বললেন: “ইজরায়েলের ঈশ্বর যিহোবা, যাঁর কাছে তোমরা আমাকে পাঠিয়েছিলে, যেন আমি অনুগ্রহ চেয়ে করা তোমাদের বিনতি তাঁর সামনে তুলে ধরি, তিনি এই কথা বলেন: ১০ ‘তোমরা যদি এই দেশেই থাক, তা হলে আমি তোমাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না, আমি তোমাদের রোপণ করব, উপড়ে ফেলব না কারণ আমি তোমাদের উপর যে-বিপর্যয় নিয়ে এসেছি, সেটার কারণে আমি অনুশোচনা* করব। ১১ তোমরা যে ব্যাবিলনের রাজাকে ভয় পাও, তাকে আর ভয় পেয়ো না।’

“যিহোবা ঘোষণা করেন: ‘তোমরা তাকে ভয় পেয়ো না কারণ আমি তোমাদের রক্ষা করার এবং তার হাত থেকে তোমাদের উদ্ধার করার জন্য তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। ১২ আমি তোমাদের প্রতি করুণা দেখাব আর সেও তোমাদের প্রতি করুণা দেখাবে এবং তোমাদেরকে তোমাদের দেশে ফিরে যেতে দেবে।

১৩ “‘কিন্তু, তোমরা যদি বল, “না, আমরা এই দেশে থাকব না!” আর তোমরা যদি এই বলে তোমাদের ঈশ্বর যিহোবার কথার অবাধ্য হও: ১৪ “আমরা মিশরেই যাব, যেখানে আমরা আর যুদ্ধ দেখব না, শিঙার আওয়াজ শুনব না কিংবা রুটির অভাবে কষ্ট পাব না, আমরা সেখানেই থাকব,” ১৫ তা হলে হে যিহূদার অবশিষ্ট লোকেরা, যিহোবার বার্তা শোনো। স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “তোমরা যদি ঠিক করেই থাক যে, তোমরা মিশরে যাবে এবং* সেখানে বাস করবে, ১৬ তা হলে যে-তলোয়ারকে তোমরা ভয় পাচ্ছ, সেটা মিশরে তোমাদের উপর এসে পড়বে আর যে-দুর্ভিক্ষকে তোমরা ভয় পাচ্ছ, সেটা তোমাদের পিছু ধাওয়া করে মিশরে গিয়ে পৌঁছোবে আর তোমরা সেখানে মারা যাবে। ১৭ যত লোক ঠিক করেছে যে, তারা মিশরে গিয়ে বাস করবে, তারা সবাই তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির* দ্বারা মারা পড়বে। আমি তাদের উপর যে-বিপর্যয় নিয়ে আসব, তাদের মধ্যে এক জনও সেটা থেকে রক্ষা পাবে না কিংবা পালাতে পারবে না।”’

১৮ “কারণ স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ‘তোমরা যদি মিশরে যাও, তা হলে তোমাদের উপর আমার ক্রোধের পেয়ালা ঢেলে দেওয়া হবে, ঠিক যেমনটা জেরুসালেমের বাসিন্দাদের উপর আমার রাগ ও ক্রোধের পেয়ালা ঢেলে দেওয়া হয়েছিল। তোমরা অভিশপ্ত হবে, তোমাদের এমন অবস্থা হবে যে, লোকেরা তা দেখে আতঙ্কিত হয়ে পড়বে, তোমাদের নিন্দা করা হবে আর তোমাদের বদনাম করা হবে। তোমরা এই জায়গাটা আর কখনো দেখতে পাবে না।’

১৯ “হে যিহূদার অবশিষ্ট লোকেরা, যিহোবা তোমাদের বিরুদ্ধে কথা বলেছেন। তোমরা মিশরে যেয়ো না। জেনে রাখো, আজ আমি তোমাদের সতর্ক করেছি যে, ২০ তোমরা তোমাদের এই ভুলের কারণে তোমাদের জীবন হারাবে। কারণ তোমরা এই বলে আমাকে তোমাদের ঈশ্বর যিহোবার কাছে পাঠিয়েছিলে, ‘আমাদের হয়ে আমাদের ঈশ্বর যিহোবার কাছে প্রার্থনা করুন আর আমাদের ঈশ্বর যিহোবা আমাদের যা-কিছু বলবেন, তা আমাদের বলুন, আমরা সেই অনুযায়ী চলব।’ ২১ আর আজ আমি তোমাদের তা বলেছি, কিন্তু তোমরা তোমাদের ঈশ্বর যিহোবার কথার বাধ্য হবে না আর তিনি আমাকে তোমাদের যা-কিছু বলতে পাঠিয়েছেন, তোমরা সেগুলো পালন করবে না। ২২ তাই, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো যে, তোমরা যে-জায়গায় গিয়ে বাস করতে চাইছ, সেখানে তোমরা তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা মারা পড়বে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার