ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হিতোপদেশ ২৬
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হিতোপদেশ ২৬:২

পাদটীকা

  • *

    আক্ষ., “কিংবা আবাবিল।”

  • *

    বা সম্ভবত, “বিনা কারণে দেওয়া অভিশাপ ফলে না।”

হিতোপদেশ ২৬:৪

পাদটীকা

  • *

    বা “যাতে তুমি তার মতো হয়ে না যাও।”

হিতোপদেশ ২৬:৬

পাদটীকা

  • *

    আক্ষ., “দৌরাত্ম্য পান করে।”

হিতোপদেশ ২৬:৭

পাদটীকা

  • *

    বা “ঝুলতে থাকা পা।”

  • *

    বা “ব্যক্তির হিতোপদেশও।”

হিতোপদেশ ২৬:৯

পাদটীকা

  • *

    বা “মুখে হিতোপদেশও।”

হিতোপদেশ ২৬:১০

পাদটীকা

  • *

    বা “যে সবাইকে।”

হিতোপদেশ ২৬:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/১৯৯৭, পৃষ্ঠা ৩০

হিতোপদেশ ২৬:১৭

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “ঝগড়ায় নাক গলায়।”

হিতোপদেশ ২৬:২২

পাদটীকা

  • *

    বা “কথা এমন বিষয়ের মতো, যেগুলো লোভীর মতো গিলে ফেলা হয়।”

হিতোপদেশ ২৬:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৩, পৃষ্ঠা ২৮

হিতোপদেশ ২৬:২৫

পাদটীকা

  • *

    বা “হৃদয় একেবারে জঘন্য।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হিতোপদেশ ২৬:১-২৮

হিতোপদেশ

২৬ ঠিক যেমন গ্রীষ্ম কালে তুষারপাত এবং শস্য কাটার সময় বৃষ্টি বেমানান,

তেমনই মূর্খ ব্যক্তিকে সম্মানিত করা বেমানান।

 ২ ঠিক যেমন বিনা কারণে পাখি পালায় না কিংবা ছোটো পাখি* উড়ে বেড়ায় না,

একইভাবে বিনা কারণে অভিশাপ নেমে আসে না।*

 ৩ ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য লাগাম

আর মূর্খ ব্যক্তির পিঠের জন্য লাঠি।

 ৪ মূর্খ ব্যক্তিকে তার মূর্খতা অনুযায়ী উত্তর দিয়ো না,

নাহলে তোমার মধ্যে এবং তার মধ্যে কোন পার্থক্য থাকবে?*

 ৫ মূর্খ ব্যক্তিকে উত্তর দেওয়ার সময় তার মূর্খতার বিষয়ে খেয়াল রেখো,

যাতে সে নিজেকে বিজ্ঞ না ভাবে।

 ৬ যে মূর্খ ব্যক্তিকে আস্থা সহকারে কাজ দেয়,

সে সেই ব্যক্তির মতো, যে নিজেকে খোঁড়া করে তোলে এবং নিজের ক্ষতি করে।*

 ৭ খোঁড়া ব্যক্তির পা* যেমন কোনো কাজের নয়,

মূর্খ ব্যক্তির প্রবাদ বাক্যও* তেমনই।

 ৮ ফিঙায় পাথর বেঁধে রাখা যেমন,

মূর্খ ব্যক্তিকে গৌরবান্বিত করাও তেমনই।

 ৯ মাতালের হাতে কাঁটা গাছ যেমন,

মূর্খ ব্যক্তির মুখে প্রবাদ বাক্যও* তেমনই।

১০ যে মূর্খ ব্যক্তিকে অথবা রাস্তা দিয়ে যাওয়া কোনো লোককে কাজে নিযুক্ত করে,

সে এমন তিরন্দাজের মতো, যে এদিক-ওদিক তির ছুড়ে অন্যদের* আহত করে।

১১ ঠিক যেমন কুকুর নিজের বমির দিকে ফিরে যায়,

তেমনই মূর্খ ব্যক্তি আবারও নিজের মূর্খতাপূর্ণ কাজ করে।

১২ তুমি কি এমন কাউকে দেখেছ, যে নিজেকে বিজ্ঞ বলে মনে করে?

তার চেয়ে বরং একজন মূর্খ ব্যক্তির শোধরানোর আরও বেশি আশা রয়েছে।

১৩ অলস ব্যক্তি বলে: “রাস্তায় যুবসিংহ রয়েছে,

নগরের খোলা জায়গায় সিংহ রয়েছে!”

১৪ ঠিক যেমন কবজায় দরজা ঘোরে,

তেমনই অলস ব্যক্তি বিছানায় এপাশ-ওপাশ করে।

১৫ অলস ব্যক্তি ভোজের পাত্রে হাত ঢোকায় ঠিকই,

কিন্তু সে এতটাই ক্লান্ত যে, সেটা এমনকী মুখ পর্যন্ত ফিরিয়ে আনার চেষ্টা করে না।

১৬ অলস ব্যক্তি ভাবে,

ভেবেচিন্তে উত্তর দেয় এমন সাত জন ব্যক্তির চেয়েও সে বিজ্ঞ।

১৭ পথে চলার সময় যে অন্যের ঝগড়া দেখে নিজে রেগে ওঠে,*

সে সেই ব্যক্তির মতো, যে কুকুরের কান ধরেছে।

১৮ যে-পাগল জ্বলন্ত তির এবং মৃত্যু ঘটাতে পারে এমন বর্শা ছোড়ে, সে যেমন,

১৯ তেমনই সেই ব্যক্তি, যে নিজের প্রতিবেশীর সঙ্গে ছলনা করে বলে, “আমি তো শুধু মজা করছিলাম!”

২০ কাঠ না থাকলে আগুন নিভে যায়,

বদনামকারী না থাকলে ঝগড়া থেমে যায়।

২১ ঠিক যেভাবে জ্বলন্ত কয়লায় আরও কয়লা দিলে এবং আগুনে কাঠ দিলে আগুন বেড়ে যায়,

সেভাবেই ঝগড়াটে ব্যক্তি ঝগড়া বাড়িয়ে তোলে।

২২ বদনামকারীর কথা সুস্বাদু খাবারের মতো,*

সেগুলো গিলে ফেলা হয় আর সেগুলো সোজা পেটে চলে যায়।

২৩ মাটির পাত্রের টুকরোর উপর যেমন রুপোর প্রলেপ,

তেমনই মন্দ ব্যক্তির হৃদয় থেকে বের হওয়া ভালোবাসার কথা।

২৪ যে অন্যদের ঘৃণা করে, সে ভালো ভালো কথা বলার ভান করে,

কিন্তু তার হৃদয় ভণ্ডামিতে পূর্ণ।

২৫ তার মিষ্টি মিষ্টি কথায় বিশ্বাস কোরো না

কারণ তার হৃদয়ে সাতটা জঘন্য বিষয় রয়েছে।*

২৬ সে ভণ্ডামি করে নিজের ঘৃণা লুকিয়ে রাখলেও

মণ্ডলীর সামনে সেটা প্রকাশ হয়ে পড়বে।

২৭ যে গর্ত খোঁড়ে, সে নিজেই সেই গর্তে পড়ে যাবে,

যে পাথর গড়িয়ে দেয়, তার উপরেই সেই পাথর ফিরে এসে পড়বে।

২৮ মিথ্যাবাদী জিভ সেই ব্যক্তিদের ঘৃণা করে, যাদের সে পিষে দিয়েছে

আর তোষামোদকারী মুখ ধ্বংস নিয়ে আসে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার