ইয়োব
১৩ “আমি এই সমস্ত কিছু নিজের চোখে দেখেছি,
নিজের কানে শুনেছি এবং বুঝেছি।
২ তোমরা যা জান, আমিও তা জানি,
আমি কোনো দিক দিয়েই তোমাদের চেয়ে কম নই।
৩ কিন্তু, আমি তোমাদের সঙ্গে নয় বরং স্বয়ং সর্বশক্তিমানের সঙ্গে কথা বলব,
আমি তাঁর সামনে নিজের মামলা পেশ করব।
৪ তোমরা মিথ্যা কথা বলে আমার বদনাম কর,
তোমরা সবাই অপদার্থ চিকিৎসক।
৫ তোমরা যদি একেবারে চুপ করে থাক,
তা হলে সেটা বুদ্ধিমানের কাজ হবে।
৬ এখন দয়া করে আমার যুক্তি শোনো,
আমি যা বলব, সেটার প্রতি মনোযোগ দাও।
৭ তোমরা কি ঈশ্বরের হয়ে অন্যায্য কথা বলবে?
তাঁর হয়ে প্রতারণামূলক কথা বলবে?
৮ তোমরা কি সত্য ঈশ্বরের হয়ে আমার বিরুদ্ধে লড়বে?
তোমরা কি তাঁর হয়ে ওকালতি করবে?
৯ তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তা হলে কী হবে?
তোমরা কি মরণশীল মানুষের মতোই তাঁকে বোকা বানাতে পারবে?
১০ তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব কর,
তা হলে তিনি অবশ্যই তোমাদের ধমক দেবেন।
১১ তাঁর মহিমা দেখে তোমরা কি আতঙ্কিত হবে না?
তোমরা কি তাঁর কারণে ভয় পাবে না?
১৩ চুপ করে থাকো, আমাকে বলতে দাও।
তারপর, আমার প্রতি যা-ই ঘটুক না কেন, দেখা যাবে!
১৪ আমি নিজের প্রাণ হাতে নিয়ে ঘুরব
এবং নিজেকে ঝুঁকির মুখে ফেলব।*
১৫ ঈশ্বর আমাকে মেরে ফেললেও আমি অপেক্ষা করব,
যাতে আমি তাঁর সামনে আমার স্বপক্ষে যুক্তি তুলে ধরতে পারি।
১৬ তখন তিনি আমার পরিত্রাণ করবেন
কারণ তিনি ভক্তিহীন* লোকদের নিজের সামনেও আসতে দেন না।
১৭ আমার কথা ভালো করে শোনো,
আমার বক্তব্যের প্রতি মনোযোগ দাও।
১৮ এখন আমি আমার মামলা লড়ার জন্য প্রস্তুত।
আমি জানি, আমি নির্দোষ।
১৯ কে আমার সঙ্গে তর্ক করবে?
আমি যদি চুপ করে থাকি, তা হলে আমি মারা যাব।*
২০ হে ঈশ্বর, আমাকে দুটো বিষয় দাও,*
যাতে আমাকে তোমার কাছ থেকে লুকোতে না হয়।
২১ তুমি তোমার হাত দিয়ে আমাকে মারা বন্ধ করো
আর আমাকে ক্রমাগত ভয় দেখিয়ো না।
২২ হয় তুমি বলো আর আমি উত্তর দিই,
নাহয় আমাকে বলতে দাও আর তুমি উত্তর দাও।
২৩ আমি কী ভুল করেছি? কী পাপ করেছি?
আমার অপরাধ এবং আমার পাপ আমাকে জানাও।
২৪ কেন তুমি আমার দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছ?
কেন তুমি আমাকে তোমার শত্রু বলে মনে করছ?
২৫ বাতাসে উড়তে থাকা একটা পাতাকে তুমি আর কী ভয় দেখাবে?
শুকনো ঘাসকে তাড়া করে তুমি কী পাবে?
২৬ তুমি আমার বিরুদ্ধে করা প্রতিটা অভিযোগের হিসাব রেখেছ,
তুমি আমার যৌবনকালের পাপের জন্য এখন আমার কাছ থেকে কৈফিয়ত চাইছ।
২৭ তুমি আমার পা হাড়িকাঠে* আটকে রেখেছ,
তুমি আমার সমস্ত কাজের উপর নজর রাখ
আর আমার পায়ের ছাপ খুঁজে খুঁজে আমার পিছু ধাওয়া কর।