ইয়োব
২৩ তখন উত্তরে ইয়োব বললেন:
২ “আজও আমি চুপ করে থাকব না, আমি অভিযোগ করব,
দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি।
৩ হায়! আমি যদি জানতে পারতাম, ঈশ্বরকে কোথায় খুঁজে পাওয়া যাবে,
তা হলে আমি তাঁর বাসস্থানে যেতাম,
৪ আমার মামলা তাঁর সামনে পেশ করতাম
এবং নিজের পক্ষে একের-পর-এক যুক্তি তুলে ধরতাম,
৫ তাঁর কথা মন দিয়ে শুনতাম
এবং বোঝার চেষ্টা করতাম।
৬ তিনি কি নিজের সমস্ত শক্তি দিয়ে আমার সঙ্গে লড়াই করবেন?
না না, তিনি নিশ্চয়ই আমার কথা শুনবেন।
৭ তখন সৎ ব্যক্তি তাঁর সামনে নিজের মামলার নিষ্পত্তি করতে পারবে।
এভাবে আমার বিচারক আমাকে চিরকালের জন্য বেকসুর খালাস করবেন।
৮ কিন্তু, আমি তাঁকে খোঁজার জন্য পূর্ব দিকে গেলে তাঁকে পাই না,
পশ্চিম দিকে গেলেও তাঁকে পাই না।
৯ তিনি যখন উত্তর দিকে কাজ করেন, তখন আমি তাঁকে দেখতে পাই না,
তিনি দক্ষিণ দিকে গেলেও আমি তাঁকে দেখতে পাই না।
১০ কিন্তু, তিনি ভালোভাবে জানেন, আমি কোন পথে চলেছি।
তিনি আমাকে পরীক্ষা করার পর আমি খাঁটি সোনার মতো হয়ে যাব।
১১ আমি তাঁর পদচিহ্ন ভালোভাবে অনুসরণ করেছি,
আমি বিপথে না গিয়ে তাঁর পথেই চলেছি।
১২ তাঁর মুখ থেকে বের হওয়া প্রতিটা আজ্ঞা আমি পালন করেছি।
তিনি আমার কাছ থেকে যতটা আশা করেছিলেন, তার চেয়েও বেশি আমি তাঁর কথাগুলোকে মূল্যবান হিসেবে দেখেছি।
১৩ তিনি একবার সংকল্প নেওয়ার পর কে তাঁকে আটকাতে পারে?
তিনি যা করতে চান, তা-ই করেন।
১৪ তিনি আমার প্রতি যা-কিছু করার সংকল্প নিয়েছেন, সেই সমস্তই করবেন,
এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো তিনি ভেবে রেখেছেন।
১৫ ঈশ্বরের কারণে আমি উদ্বিগ্ন,
তাঁর সম্বন্ধে চিন্তা করে আমার ভয় আরও বেড়ে যায়।
১৬ তিনি আমার মন দুর্বল করে দিয়েছেন,
সর্বশক্তিমান আমাকে ভয় পাইয়ে দিয়েছেন।
১৭ আমার চারিদিকে যতই অন্ধকার ছেয়ে থাকুক না কেন,
আমার মুখ যতই ঘন অন্ধকারে ঢাকা থাকুক না কেন,
আমি চুপ করে থাকব না।