ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ১৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ১৭:৩

পাদটীকা

  • *

    আক্ষ., “ইজরায়েলের ছেলেদের।”

যিশাইয় ১৭:৫

পাদটীকা

  • *

    বা “নীচু সমভূমির।”

যিশাইয় ১৭:৮

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

যিশাইয় ১৭:১০

পাদটীকা

  • *

    বা “তুমি মনোরম।”

  • *

    বা “সেখানে বিদেশি দেবতার।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ১৭:১-১৪

যিশাইয়

১৭ দামেস্কের বিরুদ্ধে এক বার্তা:

“দেখো! দামেস্ক নগর আর থাকবে না,

সেটা ধ্বংসস্তূপ হয়ে উঠবে।

 ২ অরোয়েরের নগরগুলোকে পরিত্যাগ করা হবে,

সেগুলো মেষ ও ছাগলের পালের শোয়ার জায়গা হয়ে উঠবে,

কেউ তাদের ভয় দেখাবে না।

 ৩ ইফ্রয়িমের প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলো

এবং দামেস্কের রাজ্য নিশ্চিহ্ন হয়ে যাবে।

সিরিয়ার অবশিষ্ট লোকদের গৌরব

ইজরায়েলীয়দের* গৌরবের মতোই হারিয়ে যাবে।”

স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই ঘোষণা করেছেন।

 ৪ “সেই দিন যাকোবের গৌরব কমে যাবে

আর তার স্বাস্থ্যবান শরীর রোগা হয়ে যাবে।

 ৫ সেটাকে রফায়ীম উপত্যকার* সেই খেতের মতো দেখাবে,

যেটার শস্য কাটা হয়ে গিয়েছে,

যেখানে সংগ্রহ করার জন্য অল্প কিছু শস্য পড়ে রয়েছে।

 ৬ সেটাকে এমন জলপাই গাছের মতো দেখাবে,

যেটাকে আঘাত করে ফল পেড়ে নেওয়া হয়েছে,

যেটাতে মাত্র কয়েকটা ফল পড়ে রয়েছে,

যেটার সবচেয়ে উঁচু ডালে দুটো কিংবা তিনটে পাকা জলপাই ফল রয়েছে

এবং যেটার ফলবান ডালপালায় মাত্র চারটে কিংবা পাঁচটা ফল রয়েছে।”

ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা ঘোষণা করেছেন।

৭ সেই দিন মানুষ চোখ তুলে তার নির্মাতার দিকে তাকাবে আর তার চোখ ইজরায়েলের পবিত্রতমের দিকে থাকবে। ৮ সে নিজের হাতে তৈরি বেদিগুলোর দিকে তাকাবে না আর সে সেই উপাসনার খুঁটি* কিংবা ধূপদানিগুলোর দিকে তাকাবে না, যেগুলো সে নিজের হাতে তৈরি করেছে।

 ৯ সেই দিন তার প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলো বনের মধ্যে থাকা পরিত্যক্ত জায়গার মতো হয়ে যাবে,

ইজরায়েলীয়দের সামনে পরিত্যক্ত ডালের মতো হয়ে যাবে।

সেটা প্রান্তর হয়ে উঠবে।

১০ কারণ তুমি তোমার পরিত্রাণের ঈশ্বরকে ভুলে গিয়েছ,

তুমি তোমার দুর্গের শৈলকে মনে রাখনি।

তাই, তুমি সুন্দর সুন্দর* বাগান তৈরি করেছ

আর সেখানে অপরিচিত ব্যক্তির* কচি ডাল লাগিয়েছ।

১১ সেই দিন তুমি তোমার বাগানের চারপাশে যত্ন সহকারে বেড়া দেবে,

সকালে তোমার বীজ থেকে অঙ্কুর বের হবে,

তবুও অসুখ এবং অসহ্য যন্ত্রণার দিনে তোমার সেই শস্য নিশ্চিহ্ন হয়ে যাবে।

১২ শোনো! অনেক জাতির লোক চিৎকার-চেঁচামেচি করছে,

তারা সমুদ্রের মতো জোরে জোরে শব্দ করছে!

বিভিন্ন জাতির গর্জন শোনা যাচ্ছে,

তাদের শব্দ বড়ো বড়ো ঢেউয়ের গর্জনের মতো!

১৩ জাতিগুলো বড়ো বড়ো ঢেউয়ের গর্জনের মতো শব্দ করবে।

তিনি তাদের ধমক দেবেন আর তারা দূরে পালিয়ে যাবে,

ঠিক যেভাবে বাতাসে পর্বতের তুষ উড়ে যায়,

যেভাবে ঝোড়ো বাতাস উপড়ানো কাঁটা গাছকে উড়িয়ে নিয়ে যায়।

১৪ সন্ধ্যা বেলায় আতঙ্ক ছেয়ে থাকবে।

সকালের আগেই তারা আর থাকবে না।

যারা আমাদের পরাজিত করে, এটাই তাদের অংশ,

যারা আমাদের লুট করে, এটাই তাদের ভাগ।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার