বংশাবলির দ্বিতীয় খণ্ড
১৫ পরে, ঈশ্বরের পবিত্র শক্তি ওদেদের ছেলে অসরিয়ের উপর এল। ২ তখন অসরিয় আসার সঙ্গে দেখা করতে গেলেন আর তাকে বললেন: “হে আসা এবং যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোক, আমার কথা শোনো! তোমরা যতদিন যিহোবার সঙ্গে থাকবে, ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন। তোমরা যদি তাঁর অনুসন্ধান কর, তা হলে তোমরা তাঁকে খুঁজে পাবে। কিন্তু, তোমরা যদি তাঁকে ছেড়ে দাও, তা হলে তিনিও তোমাদের ছেড়ে দেবেন। ৩ ইজরায়েল দীর্ঘসময়* ধরে সত্য ঈশ্বরের সেবা করেনি, যাজকের কাছ থেকে শিক্ষা লাভ করেনি এবং ব্যবস্থা পালন করেনি। ৪ কিন্তু, তারা যখন বিপদে পড়ল আর ইজরায়েলের ঈশ্বর যিহোবার কাছে ফিরে এল এবং তাঁর অনুসন্ধান করল, তখন তারা তাঁকে খুঁজে পেল। ৫ সেই সময় কেউই নিরাপদে কোথাও যাত্রা করতে পারত না* কারণ দেশের সমস্ত লোকের মধ্যে বিশৃঙ্খলা ছেয়ে ছিল। ৬ এক জাতি অন্য জাতিকে আর এক নগর অন্য নগরকে বিনষ্ট করছিল কারণ ঈশ্বর তাদের উপর সমস্ত ধরনের সমস্যা এনে তাদের বিশৃঙ্খলার মধ্যে রেখেছিলেন। ৭ কিন্তু, তোমরা দৃঢ় থেকো, নিরুৎসাহিত হোয়ো না* কারণ তোমরা তোমাদের কাজের পুরস্কার পাবে।”
৮ আসা অসরিয়ের কথাগুলো এবং ভাববাদী ওদেদের ভাববাণী শোনামাত্র সাহস পেলেন আর তিনি যিহূদা ও বিন্যামীনের পুরো এলাকা থেকে এবং ইফ্রয়িমের পার্বত্য এলাকায় তিনি যে-নগরগুলো দখল করেছিলেন, সেই নগরগুলো থেকে জঘন্য মূর্তিগুলো দূর করে দিলেন। তিনি যিহোবার সেই বেদি মেরামত করলেন, যেটা যিহোবার গৃহের বারান্দার সামনে ছিল। ৯ তিনি যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোককে এবং ইফ্রয়িম, মনঃশি ও শিমিয়োনের এলাকায় বসবাসরত বিদেশিদের একত্রিত করলেন। প্রচুর বিদেশি ইজরায়েল ছেড়ে আসার কাছে চলে এসেছিল কারণ তারা দেখেছিল যে, আসার ঈশ্বর যিহোবা তার সঙ্গে রয়েছেন। ১০ তাদের সবাইকে আসার রাজত্বের ১৫তম বছরের তৃতীয় মাসে জেরুসালেমে একত্রিত করা হল। ১১ সেই দিন তারা লুট করে আনা জিনিসের মধ্য থেকে ৭০০টা ষাঁড় এবং ৭,০০০টা মেষ যিহোবার উদ্দেশে উৎসর্গ করল। ১২ এ ছাড়া, তারা একটা চুক্তি করল যে, তারা সমস্ত হৃদয় এবং সমস্ত প্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবার অনুসন্ধান করবে। ১৩ যদি কেউ ইজরায়েলের ঈশ্বর যিহোবার অনুসন্ধান না করে, তা হলে তাকে মেরে ফেলা হবে, তা সে বড়ো কিংবা ছোটো, পুরুষ কিংবা মহিলা, যে-ই হোক না কেন। ১৪ তারা তূরী ও শিঙা বাজিয়ে উচ্চস্বরে যিহোবার কাছে শপথ করল আর আনন্দে চিৎকার করল। ১৫ এই শপথের কারণে পুরো যিহূদার লোকেরা আনন্দ করল কারণ তারা সম্পূর্ণ হৃদয় দিয়ে এই শপথ করেছিল আর আন্তরিকভাবে তাঁর অনুসন্ধান করেছিল এবং তাঁকে খুঁজে পেয়েছিল। যিহোবা সমস্ত দিক দিয়ে তাদের শান্তি দিতে থাকলেন।
১৬ রাজা আসা এমনকী তার ঠাকুরমা মাখাকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন কারণ মাখা উপাসনার খুঁটিটার* উপাসনা করার জন্য একটা অশ্লীল মূর্তি তৈরি করেছিলেন। আসা তার অশ্লীল মূর্তিটা কেটে ফেললেন আর সেটাকে চূর্ণবিচূর্ণ করে কিদ্রোণ উপত্যকায় পুড়িয়ে দিলেন। ১৭ কিন্তু, ইজরায়েল থেকে উঁচু জায়গাগুলো দূর করা হল না। তবুও, আসা সারাজীবন সম্পূর্ণ* হৃদয় দিয়ে ঈশ্বরের সেবা করলেন। ১৮ তিনি সত্য ঈশ্বরের গৃহে সেই সোনা, রুপো এবং অন্যান্য বাসনপত্র নিয়ে এলেন, যেগুলো তিনি এবং তার বাবা পবিত্র করেছিলেন। ১৯ আসার রাজত্বের ৩৫তম বছর পর্যন্ত কোনো যুদ্ধ হল না।