ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ রাজাবলি ২১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ রাজাবলি ২১:৩

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

২ রাজাবলি ২১:৬

পাদটীকা

  • *

    আক্ষ., “আগুনের মধ্য দিয়ে পার করালেন।”

২ রাজাবলি ২১:৭

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

২ রাজাবলি ২১:১১

পাদটীকা

  • *

    এরজন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ সম্ভবত “মলের” জন্য ব্যবহৃত শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা এই বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যে, বস্তুটা কতটা ঘৃণ্য।

২ রাজাবলি ২১:১২

পাদটীকা

  • *

    আক্ষ., “তার কান দুটো শিউরে উঠবে।”

২ রাজাবলি ২১:১৩

পাদটীকা

  • *

    অর্থাৎ ওলন দড়ি কিংবা কোনো কিছু সমতল কি না, তা নির্ণয় করার যন্ত্র।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স, ১১/২০২২, পৃষ্ঠা ১০

২ রাজাবলি ২১:১৮

পাদটীকা

  • *

    আক্ষ., “মনঃশি তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ রাজাবলি ২১:১-২৬

রাজাবলির দ্বিতীয় খণ্ড

২১ মনঃশি ১২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে ৫৫ বছর ধরে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল হিফ্‌সীবা। ২ মনঃশি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করলেন। তিনি সেই জাতিগুলোর মতোই জঘন্য কাজ করলেন, যাদের যিহোবা ইজরায়েলের লোকদের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ৩ তার বাবা হিষ্কিয় যে-উঁচু জায়গাগুলো ধ্বংস করে দিয়েছিলেন, তিনি আবারও সেগুলো তৈরি করলেন। তিনি বালের জন্য বেদি তৈরি করলেন আর একটা উপাসনার খুঁটি* তৈরি করলেন, ঠিক যেমনটা ইজরায়েলের রাজা আহাব করেছিলেন। মনঃশি আকাশের সমস্ত বাহিনীর সামনে মাথা নত করতেন আর তাদের সেবা করতেন। ৪ তিনি যিহোবার সেই গৃহের মধ্যেও বেদি তৈরি করলেন, যেটার বিষয়ে যিহোবা বলেছিলেন: “আমার নাম জেরুসালেমের সঙ্গে জুড়ে থাকবে।” ৫ তিনি যিহোবার গৃহের দুটো প্রাঙ্গণেও আকাশের সমস্ত বাহিনীর জন্য বেদি তৈরি করলেন। ৬ তিনি তার নিজের ছেলেকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন,* জাদুবিদ্যা চর্চা করলেন, লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বললেন আর এমন ব্যক্তিদের নিযুক্ত করলেন, যারা মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার দাবি করত এবং ভবিষ্যৎ বলে দিত। তিনি যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা অনেক বড়ো আকারে করলেন আর এভাবে তাঁকে রাগিয়ে তুললেন।

৭ তিনি যে-উপাসনার খুঁটিটা* খোদাই করে বানিয়েছিলেন, সেটাকে নিয়ে গিয়ে যিহোবার গৃহে রাখলেন, যে-গৃহের বিষয়ে ঈশ্বর দায়ূদ এবং তার ছেলে শলোমনকে বলেছিলেন: “এই গৃহের সঙ্গে এবং ইজরায়েলের সমস্ত বংশের এলাকার মধ্য থেকে আমি যে-জেরুসালেমকে বেছে নিয়েছি, সেটার সঙ্গে আমার নাম চিরকাল জুড়ে থাকবে। ৮ আমি আর কখনো ইজরায়েলীয়দের এই দেশ থেকে সরিয়ে দেব না, যেটা আমি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। এটা তখনই হবে, যখন তারা আমার সমস্ত আজ্ঞা, আমার দাস মোশি তাদের যে-ব্যবস্থা দিয়েছিল, সেই সম্পূর্ণ ব্যবস্থা ভালোভাবে পালন করবে।” ৯ কিন্তু, তারা ঈশ্বরের আজ্ঞা পালন করল না আর মনঃশি তাদের বিপথে নিয়ে গিয়ে সেই জাতিগুলোর চেয়ে আরও মন্দ কাজ করাতে থাকলেন, যাদের যিহোবা ইজরায়েলীয়দের সামনে বিনষ্ট করে দিয়েছিলেন।

১০ যিহোবা তাঁর দাসদের অর্থাৎ ভাববাদীদের মাধ্যমে বার বার তাদের বললেন: ১১ “যিহূদার রাজা মনঃশি এই সমস্ত জঘন্য কাজ করেছে। সে সেইসমস্ত ইমোরীয়ের চেয়ে আরও বেশি মন্দ কাজ করেছে, যারা তার আগে ছিল। সে জঘন্য মূর্তিগুলোর* দ্বারা যিহূদাকে দিয়ে পাপ করিয়েছে। ১২ তাই, ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: ‘আমি জেরুসালেম ও যিহূদার উপর এমন বিপর্যয় আনব যে, যে-কেউ সেটার বিষয়ে শুনবে, সে একেবারে হতবাক হয়ে যাবে।* ১৩ আমি যে-মাপার দড়ি দিয়ে শমরিয়াকে মেপেছিলাম, সেই দড়ি দিয়েই জেরুসালেমকে মাপব আর আহাবের পরিবারের উপর যে-মাপার যন্ত্র* ব্যবহার করেছিলাম, সেই যন্ত্রই জেরুসালেমের উপর ব্যবহার করব। ঠিক যেভাবে কেউ একটা বাটি মুছে পরিষ্কার করে এবং সেটাকে উলটো করে, সেভাবে আমি জেরুসালেমকে মুছে ফেলব। ১৪ আমি আমার উত্তরাধিকারের অবশিষ্ট লোকদের ত্যাগ করব আর তাদের শত্রুদের হাতে তাদের তুলে দেব। তাদের সমস্ত শত্রু তাদের বন্দি করে নিয়ে যাবে এবং তাদের জিনিসপত্র লুট করে নেবে। ১৫ কারণ তারা আমার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করেছে আর যে-দিন তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে বের হয়ে এসেছিল, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা ক্রমাগত আমাকে রাগিয়ে তুলেছে।’”

১৬ মনঃশি যিহূদার লোকদের দিয়ে এমন কাজ করিয়েছিলেন, যেগুলো যিহোবার দৃষ্টিতে মন্দ ছিল। এই পাপের পাশাপাশি তিনি অসংখ্য নির্দোষ লোকের রক্তপাত করেছিলেন। তিনি জেরুসালেমের এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত রক্তে ভরিয়ে দিয়েছিলেন। ১৭ মনঃশির জীবনের বাকি কাহিনি, তিনি যে-সমস্ত কাজ করেছিলেন এবং যে-সমস্ত পাপ করেছিলেন, সেই সমস্ত কিছুর বিবরণ যিহূদার রাজাদের ইতিহাস বইয়ে লেখা আছে। ১৮ তারপর, মনঃশি মারা গেলেন* আর তাকে তার রাজপ্রাসাদের বাগানে কবর দেওয়া হল, যেটাকে উষের বাগান বলা হয়। তার জায়গায় তার ছেলে আমোন রাজা হলেন।

১৯ আমোন ২২ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে দু-বছর যিহূদার উপর রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল মশুল্লেমৎ, যিনি যট্‌বার বাসিন্দা হারুষের মেয়ে ছিলেন। ২০ আমোন তার বাবা মনঃশির মতোই যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন। ২১ তিনি তার বাবার সমস্ত পথে চলতে থাকলেন। তার বাবা যে-জঘন্য মূর্তিগুলোর সেবা করতেন, তিনিও সেই মূর্তিগুলোর সামনে মাথা নত করতে থাকলেন এবং সেগুলোর সেবা করতে থাকলেন। ২২ তিনি তার পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবাকে ছেড়ে দিলেন এবং যিহোবার পথে চললেন না। ২৩ পরে, আমোনের সেবকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল আর তারই রাজপ্রাসাদে তাকে মেরে ফেলল। ২৪ কিন্তু, দেশের লোকেরা সেইসমস্ত লোককে মেরে ফেলল, যারা রাজা আমোনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারপর, তারা আমোনের জায়গায় তার ছেলে যোশিয়কে রাজা করল। ২৫ আমোনের জীবনের বাকি কাহিনি এবং তিনি যে-সমস্ত কাজ করেছিলেন, সেই সমস্ত কিছুর বিবরণ যিহূদার রাজাদের ইতিহাস বইয়ে লেখা আছে। ২৬ আমোনকে উষের বাগানে তার নিজের কবরে কবর দেওয়া হল। তার জায়গায় তার ছেলে যোশিয় রাজা হলেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার