ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ শমূয়েল ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ শমূয়েল ৯:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০২, পৃষ্ঠা ১৯

২ শমূয়েল ৯:১১

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “আমার।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ শমূয়েল ৯:১-১৩

শমূয়েলের দ্বিতীয় পুস্তক

৯ তারপর, দায়ূদ জিজ্ঞেস করলেন: “শৌলের পরিবারের কেউ কি এখনও বেঁচে রয়েছে? যদি কেউ বেঁচে থাকে, তা হলে আমি যোনাথনের জন্য তার প্রতি অটল প্রেম দেখাতে চাই।” ২ শৌলের পরিবারের একজন দাস ছিল, যার নাম সীবঃ। তাকে রাজা দায়ূদের কাছে ডেকে আনা হল আর দায়ূদ তাকে জিজ্ঞেস করলেন: “তুমি কি সীবঃ?” সে বলল: “হ্যাঁ, আমি আপনার সেবক সীবঃ।” ৩ রাজা তাকে জিজ্ঞেস করলেন: “শৌলের পরিবারের কেউ কি এখনও বেঁচে রয়েছে? আমি তার প্রতি অটল প্রেম দেখাতে চাই, ঠিক যেভাবে ঈশ্বর দেখিয়ে থাকেন।” সীবঃ রাজাকে বলল: “যোনাথনের একটি ছেলে এখনও বেঁচে রয়েছেন। তার দুটো পাই খোঁড়া।” ৪ রাজা জিজ্ঞেস করলেন: “সে কোথায়?” সীবঃ বলল: “তিনি লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়িতে আছেন।”

৫ রাজা দায়ূদ সঙ্গেসঙ্গে তার লোকদের লো-দবারে অম্মীয়েলের ছেলে মাখীরের বাড়িতে পাঠালেন আর তারা সেখান থেকে যোনাথনের ছেলেকে নিয়ে এল। ৬ যোনাথনের ছেলে এবং শৌলের নাতি মফীবোশৎ যখন দায়ূদের কাছে এলেন, তখন তিনি সঙ্গেসঙ্গে রাজার সামনে উবুড় হয়ে মাটিতে মাথা ঠেকালেন। দায়ূদ তাকে বললেন: “মফীবোশৎ!” তিনি বললেন: “বলুন প্রভু।” ৭ দায়ূদ তাকে বললেন: “ভয় পেয়ো না, আমি তোমার বাবা যোনাথনের জন্য তোমার প্রতি অবশ্যই অটল প্রেম দেখাব। আমি তোমার ঠাকুরদাদা শৌলের সমস্ত জমিজায়গা তোমাকে ফিরিয়ে দেব আর তুমি সবসময় আমার টেবিলে খাবে।”

৮ একথা শোনামাত্র মফীবোশৎ দায়ূদের সামনে মাটিতে মাথা ঠেকালেন আর তাকে বললেন: “আপনার এই দাস তো কিছুই নয়। আমি তো শুধু একটা মৃত কুকুরের মতো, তারপরও আপনি আমার প্রতি মনোযোগ দিয়েছেন।” ৯ রাজা তখন শৌলের সেবক সীবঃকে ডেকে পাঠালেন আর তাকে বললেন: “তোমার প্রভু শৌল এবং তার পরিবারের যা-কিছু রয়েছে, সেই সমস্ত কিছু আমি শৌলের এই নাতিকে দিচ্ছি। ১০ তুমি, তোমার ছেলেরা এবং তোমার দাসেরা এর জমিতে চাষ করবে আর তাতে উৎপন্ন শস্য সংগ্রহ করে তোমার প্রভুর এই নাতিকে দেবে, যাতে এর পরিবার খাবার পেতে পারে। কিন্তু, তোমার প্রভুর নাতি মফীবোশৎ সবসময় আমার টেবিলে খাবে।”

সীবঃয়ের ১৫টি ছেলে এবং ২০ জন দাস ছিল। ১১ সীবঃ রাজাকে বলল: “হে আমার প্রভু, আপনি আপনার এই সেবককে যা যা করার আজ্ঞা দেবেন, আমি সেই সবই করব।” তাই, মফীবোশৎ দায়ূদের* টেবিলে খেলেন, ঠিক যেভাবে রাজার ছেলেরা খেয়ে থাকে। ১২ মফীবোশতের একটি ছোটো ছেলে ছিল, যার নাম মীখা। সীবঃয়ের বাড়িতে যত লোক ছিল, তারা সবাই মফীবোশতের সেবক হয়ে গেল। ১৩ মফীবোশৎ জেরুসালেমে থাকলেন আর তিনি সবসময় রাজার টেবিলে খেতেন। তার দুটো পাই খোঁড়া ছিল।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার