গীতসংহিতা
১০৫ যিহোবাকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো,
তাঁর কাজের বিষয়ে বিভিন্ন জাতির লোককে জানাও!
২ তাঁর উদ্দেশে গান গাও, তাঁর প্রশংসায় গান গাও,*
তাঁর সমস্ত আশ্চর্যজনক কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করো।*
৩ তাঁর পবিত্র নামের বিষয়ে গর্ব করো।
যারা যিহোবাকে খোঁজে, তাদের হৃদয় আনন্দিত হোক।
৪ যিহোবা এবং তাঁর কাছ থেকে আসা শক্তির খোঁজ করো।
সবসময় তাঁর অনুমোদন পাওয়ার চেষ্টা করো।
৫ তিনি যে-আশ্চর্যজনক কাজ এবং অলৌকিক কাজগুলো করেছেন,
যে-বিচার সংক্রান্ত রায়গুলো দিয়েছেন, সেগুলো স্মরণ করো,
৬ তোমরা যারা তাঁর দাস, অব্রাহামের বংশধর,
তোমরা যারা যাকোবের ছেলে এবং তাঁর বেছে নেওয়া লোক, সেগুলো স্মরণ করো।
৭ তিনি আমাদের ঈশ্বর যিহোবা।
তাঁর বিচার সংক্রান্ত রায়গুলো সারা পৃথিবীতে প্রযোজ্য।
৮ তিনি তাঁর চুক্তি চিরকাল মনে রাখেন,
সেই প্রতিজ্ঞা, যেটা তিনি হাজার হাজার প্রজন্মের কাছে করেছেন,*
৯ সেই চুক্তি, যেটা তিনি অব্রাহামের সঙ্গে করেছিলেন,
সেই শপথ, যেটা তিনি ইস্হাকের কাছে দিব্য করে করেছিলেন
১০ আর যেটাকে তিনি যাকোবের জন্য এক আদেশ
এবং ইজরায়েলের জন্য এক চিরস্থায়ী চুক্তি হিসেবে স্থির করেছিলেন
১১ আর বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব,
যাতে সেটা তোমাদের নির্ধারিত উত্তরাধিকার হয়।”
১২ এটা তিনি সেই সময় বলেছিলেন, যখন তারা সংখ্যায় কম ছিল,
হ্যাঁ, তারা সংখ্যায় খুবই কম ছিল আর সেই দেশে বিদেশি হিসেবে ছিল।
১৩ তারা এক দেশ থেকে অন্য দেশে
এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেত।
১৪ তিনি কোনো মানুষকে তাদের উপর অত্যাচার করতে দেননি,
এর পরিবর্তে তিনি তাদের জন্য রাজাদের ধমক দিয়েছিলেন,
১৫ তাদের বলেছিলেন, “আমার অভিষিক্ত ব্যক্তিদের গায়ে হাত দেবে না,
আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।”
১৬ তিনি সেই দেশে দুর্ভিক্ষ পাঠালেন,
তিনি তাদের রুটির জোগান বন্ধ করে দিলেন।*
১৭ তিনি তাদের আগে আগে একজন পুরুষকে পাঠালেন,
যোষেফকে পাঠালেন, যাকে দাস হওয়ার জন্য বিক্রি করা হয়েছিল।
১৮ তারা শিকল দিয়ে তার পা বাঁধল,*
তার গলায় লোহার শিকল পরাল,
১৯ যতক্ষণ না ঈশ্বরের কথা সত্য বলে প্রমাণিত হল,
ততক্ষণ যিহোবার বাক্য তাকে পরিশোধন করল।
২০ রাজা তাকে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন,
বিভিন্ন জাতির লোকের শাসক তাকে মুক্ত করলেন।
২১ রাজা তাকে নিজের বাড়ির উপর প্রভু হিসেবে নিযুক্ত করলেন,
নিজের সমস্ত সম্পত্তির উপর কর্তা হিসেবে নিযুক্ত করলেন,
২২ যাতে তিনি তার ইচ্ছামতো তার অধ্যক্ষদের উপর কর্তৃত্ব করতে পারেন*
এবং তার বয়স্ক ব্যক্তিদের প্রজ্ঞার কথা শেখাতে পারেন।
২৩ তারপর, ইজরায়েল মিশরে এলেন,
যাকোব হামের দেশে বিদেশি হিসেবে থাকলেন।
২৪ ঈশ্বর তাঁর লোকদের জনসংখ্যা অনেক বৃদ্ধি করলেন,
তিনি তাদের শত্রুদের চেয়েও বেশি শক্তিশালী করলেন।
২৫ তিনি শত্রুদের হৃদয় পরিবর্তিত হতে দিলেন,
যাতে তারা তাঁর লোকদের ঘৃণা করে,
তাঁর দাসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।
২৬ তিনি তাঁর দাস মোশিকে পাঠালেন,
তাঁর মনোনীত ব্যক্তি হারোণকেও পাঠালেন।
২৭ তারা তাদের মাঝে তাঁর চিহ্ন দেখালেন,
হামের দেশে তাঁর অলৌকিক কাজ করলেন।
২৮ তিনি অন্ধকার পাঠালেন আর দেশের উপর অন্ধকার নেমে এল,
তারা তাঁর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করলেন না।
২৯ তিনি তাদের জলকে রক্তে পরিণত করলেন
আর তাদের মাছগুলোকে মেরে ফেললেন।
৩০ তাদের দেশ ব্যাঙে ভরে গেল,
রাজার ঘরগুলোও ব্যাঙে পূর্ণ হল।
৩১ তিনি রক্তচোষা মাছিদের তাদের উপর আক্রমণ করার আদেশ দিলেন,
মশাদের তাদের এলাকায় আক্রমণ করার আদেশ দিলেন।
৩২ তিনি বৃষ্টিকে শিলাবৃষ্টিতে পরিণত করলেন
আর তাদের দেশে বিদ্যুৎ ফেললেন।*
৩৩ তিনি তাদের আঙুর গাছ এবং ডুমুর গাছগুলোকে আঘাত করলেন,
তাদের এলাকার গাছগুলোকে তছনছ করে দিলেন।
৩৪ তিনি বললেন, যেন পঙ্গপাল তাদের আক্রমণ করে,
পঙ্গপালের অসংখ্য বাচ্চা তাদের আক্রমণ করে।
৩৫ সেগুলো দেশের সমস্ত গাছপালা খেয়ে ফেলল,
মাটির সমস্ত ফসল খেয়ে ফেলল।
৩৬ তারপর, তিনি তাদের দেশের প্রত্যেক প্রথমজাতকে মেরে ফেললেন,
তাদের ক্ষমতার* প্রথম ফলকে শেষ করে দিলেন।
৩৭ তিনি তাঁর লোকদের সোনা ও রুপোর সঙ্গে বের করে আনলেন,
তাঁর বংশগুলোর মধ্যে কেউই হোঁচট খেল না।
৩৮ তারা যখন চলে গেল, তখন মিশর আনন্দ করল
কারণ তাদের মনে ইজরায়েলের* ভয় ঢুকে গিয়েছিল।
৩৯ তিনি একটা মেঘ বিস্তার করে তাদের লুকিয়ে ফেললেন
আর রাতের বেলায় আগুনের মাধ্যমে তাদের আলো দিলেন।
৪০ তারা যখন মাংস চাইল, তখন তিনি কোয়েল পাখি এনে দিলেন,
তিনি স্বর্গ থেকে রুটি পাঠিয়ে তাদের পরিতৃপ্ত করতে থাকলেন।
৪১ তিনি একটা শৈল খুললেন আর সেখান থেকে জলের ধারা বেরিয়ে এল,
সেই জল মরুভূমিতে একটা নদীর মতো বইতে লাগল।
৪২ কারণ তিনি সেই পবিত্র প্রতিজ্ঞা স্মরণ করলেন,
যেটা তিনি তাঁর দাস অব্রাহামের কাছে করেছিলেন।
৪৩ তাই, তিনি তাঁর লোকদের বের করে আনলেন, তারা আনন্দ করতে করতে বেরিয়ে এল,
তিনি তাঁর মনোনীত লোকদের বের করে আনলেন, তারা আনন্দে চিৎকার করতে করতে বেরিয়ে এল।
৪৪ তিনি তাদের অন্য জাতিগুলোর দেশ দিলেন,
অন্য জাতিগুলো পরিশ্রম করে যে-ফল উৎপন্ন করেছিল, তারা উত্তরাধিকার হিসেবে তা পেল,
৪৫ যাতে তারা তাঁর আদেশগুলো পালন করে
এবং তাঁর আইনগুলো মেনে চলে।
যাঃয়ের প্রশংসা করো!*