ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ১০৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ১০৯:৬

পাদটীকা

  • *

    বা “অভিযোগকারী।”

গীতসংহিতা ১০৯:৭

পাদটীকা

  • *

    বা “যেন মন্দ হিসেবে গণ্য।”

গীতসংহিতা ১০৯:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া, পৃষ্ঠা ১৯

গীতসংহিতা ১০৯:৯

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলেরা।”

গীতসংহিতা ১০৯:১০

পাদটীকা

  • *

    আক্ষ., “ছেলেরা।”

গীতসংহিতা ১০৯:১১

পাদটীকা

  • *

    বা “সুদখোরেরা যেন তার সমস্ত কিছুর জন্য ফাঁদ পাতে।”

গীতসংহিতা ১০৯:১২

পাদটীকা

  • *

    বা “অটল প্রেম।”

গীতসংহিতা ১০৯:১৬

পাদটীকা

  • *

    বা “অটল প্রেম।”

গীতসংহিতা ১০৯:১৯

পাদটীকা

  • *

    বা “বেল্টের।”

গীতসংহিতা ১০৯:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১/২০০৬, পৃষ্ঠা ১৩

গীতসংহিতা ১০৯:২৪

পাদটীকা

  • *

    আক্ষ., “আমার মাংস পাতলা হয়ে গিয়েছে, কোনো চর্বি (তেল) নেই।”

গীতসংহিতা ১০৯:২৯

পাদটীকা

  • *

    বা “হাতকাটা জামা।”

গীতসংহিতা ১০৯:৩১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৯/১/২০০৬, পৃষ্ঠা ১৪

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ১০৯:১-৩১

গীতসংহিতা

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা।

১০৯ হে ঈশ্বর, আমি যাঁর প্রশংসা করি, তুমি চুপ করে থেকো না।

 ২ কারণ মন্দ লোকেরা এবং প্রতারণাকারীরা আমার বিরুদ্ধে কথা বলে।

তারা নিজেদের মুখে আমার বিষয়ে মিথ্যা কথা বলে।

 ৩ তারা আমাকে ঘিরে ফেলে, আমাকে আঘাতদায়ক কথা বলে,

তারা বিনা কারণে আমার উপর আক্রমণ করে।

 ৪ তারা আমার ভালোবাসার প্রতিদানে আমার বিরোধিতা করে,

কিন্তু আমি প্রার্থনা করতে থাকি।

 ৫ তারা আমার ভালো কাজের প্রতিদানে আমার প্রতি মন্দ কাজ করে,

তারা আমার ভালোবাসার প্রতিদানে আমাকে ঘৃণা করে।

 ৬ তার উপর কোনো মন্দ ব্যক্তিকে নিযুক্ত করো,

তার ডান দিকে যেন এক বিরোধী* দাঁড়ায়।

 ৭ যখন তার বিচার করা হবে, তখন তাকে যেন দোষী সাব্যস্ত* করা হয়,

এমনকী তার প্রার্থনাকেও যেন একটা পাপ হিসেবে গণ্য করা হয়।

 ৮ তার আয়ু যেন কমে যায়,

তার অধ্যক্ষপদ যেন অন্য কেউ গ্রহণ করে।

 ৯ তার সন্তানেরা* যেন তাদের বাবাকে হারায়

আর তার স্ত্রী যেন বিধবা হয়ে যায়।

১০ তার সন্তানেরা* যেন ঘুরে ঘুরে ভিক্ষা করে,

তারা যেন তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘর থেকে বের হয়ে খাবার খুঁজে বেড়ায়।

১১ তার ঋণদাতারা যেন তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেয়*

এবং অপরিচিত ব্যক্তিরা যেন তার বিষয়সম্পত্তি লুট করে নেয়।

১২ কেউ যেন তার প্রতি দয়া* না দেখায়

আর তার মৃত্যুর পর কেউ যেন তার সন্তানদের প্রতি অনুগ্রহ না দেখায়।

১৩ তার বংশধরদের যেন ধ্বংস করে দেওয়া হয়,

তাদের নাম যেন একটা প্রজন্মের মধ্যেই মুছে ফেলা হয়।

১৪ যিহোবা যেন তার পূর্বপুরুষদের ভুল স্মরণে রাখেন

আর তার মায়ের পাপ যেন মুছে ফেলা না হয়।

১৫ তারা যা করেছে, যিহোবা যেন সবসময় তা মনে রাখেন

আর তিনি যেন পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলেন।

১৬ কারণ অন্যদের প্রতি দয়া* দেখানোর বিষয়টা তার স্মরণে থাকত না,

এর পরিবর্তে যে অত্যাচার ভোগ করেছে, যে গরিব এবং যার মন ভেঙে গিয়েছে, সে তার পিছু ধাওয়া করত,

যাতে তাকে মেরে ফেলতে পারে।

১৭ সে অন্যদের অভিশাপ দিতে ভালোবাসত,

তাই তার উপরেই অভিশাপ এসে পড়ল,

অন্যদের আশীর্বাদ করার কোনো ইচ্ছাই তার ছিল না,

তাই সে কোনো আশীর্বাদ লাভ করল না।

১৮ তাকে যেন অভিশাপের পোশাক পরানো হল।

অভিশাপ তার শরীরে জলের মতো ঢেলে দেওয়া হল,

তার হাড়ে তেলের মতো ঢেলে দেওয়া হল।

১৯ তার উপর আসা অভিশাপ যেন সেই পোশাকের মতো হয়, যেটা সে পরে থাকে

এবং সেই কোমরবন্ধনীর* মতো হয়, যেটা সে সবসময় পরে থাকে।

২০ যিহোবা সেই ব্যক্তিদের এই প্রতিফলই দেন, যারা আমার বিরোধিতা করে

আর যারা আমার বিরুদ্ধে মন্দ কথা বলে।

২১ কিন্তু, হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা,

নিজের নামের কারণে আমার হয়ে পদক্ষেপ নাও।

আমাকে উদ্ধার করো কারণ তোমার অটল প্রেম মহৎ।

২২ কারণ আমি অসহায় ও গরিব

আর আমার হৃদয় বিদ্ধ করা হয়েছে।

২৩ আমি মিলিয়ে যেতে থাকা ছায়ার মতো অদৃশ্য হয়ে যাচ্ছি,

আমাকে পঙ্গপালের মতোই ঝেড়ে ফেলা হয়েছে।

২৪ উপবাস করতে করতে আমার হাঁটু দুর্বল হয়ে পড়েছে,

আমি রোগা হয়ে গিয়েছি, আমার শরীর ক্ষয়ে যাচ্ছে।*

২৫ তারা আমাকে টিটকারি দেয়।

তারা আমার দিকে তাকিয়ে মাথা নাড়ায়।

২৬ হে যিহোবা, আমার ঈশ্বর, আমাকে সাহায্য করো,

তোমার অটল প্রেমের কারণে আমাকে রক্ষা করো।

২৭ তারা যেন জানতে পারে, তুমি নিজের হাতে এই সমস্ত কিছু করেছ,

হে যিহোবা, তুমিই এই সমস্ত কিছু করেছ।

২৮ তাদের অভিশাপ দিতে দাও, কিন্তু তুমি যেন আশীর্বাদ কর।

তারা যখন আমার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তখন তাদের যেন লজ্জিত করা হয়,

কিন্তু তোমার দাস যেন আনন্দ করে।

২৯ যারা আমার বিরোধিতা করে, তাদের যেন অপমানের পোশাক পরানো হয়,

তাদের যেন লজ্জার চাদর* দিয়ে ঢেকে দেওয়া হয়।

৩০ আমি সম্পূর্ণ উদ্যোগের সঙ্গে নিজের মুখে যিহোবার প্রশংসা করব,

আমি অনেক লোকের সামনে তাঁর প্রশংসা করব।

৩১ কারণ তিনি গরিব ব্যক্তির ডান দিকে দাঁড়াবেন,

যাতে তাকে সেই লোকদের কাছ থেকে রক্ষা করতে পারেন, যারা তার উপর দোষারোপ করে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার