নহিমিয়
১১ সেই সময় ইজরায়েলের অধ্যক্ষেরা জেরুসালেমে বাস করত, কিন্তু বাকি লোকেরা অন্যান্য নগরে বাস করত। তাই ঠিক করা হল, ঘুঁটি* চালা হবে আর প্রতি দশটা পরিবারের মধ্যে যে-পরিবারের নাম উঠবে, সেই পরিবার পবিত্র নগর জেরুসালেমে এসে থাকবে আর বাকি ন-টা পরিবার নিজেদের নগরেই থাকবে। ২ এ ছাড়া, যে-পুরুষেরা নিজেদের ইচ্ছায় জেরুসালেমে থাকার জন্য এল, লোকেরা তাদের প্রশংসা করল।
৩ যিহূদা প্রদেশের এই প্রধান ব্যক্তিরা জেরুসালেমে এসে বাস করতে শুরু করল। (অন্য ইজরায়েলীয়েরা, যাজকেরা, লেবীয়েরা, মন্দিরের দাসেরা* এবং শলোমনের দাসদের ছেলেরা* যিহূদায় তাদের নিজেদের সেই নগরগুলোতেই থেকে গেল, যেগুলো তাদের দেওয়া হয়েছিল।
৪ যিহূদা ও বিন্যামীন বংশের কয়েক জন লোকও জেরুসালেমে বাস করছিল।) যিহূদা বংশের লোকদের মধ্য থেকে অথায় এল। অথায় উষিয়ের ছেলে, উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে, অমরিয় শফটিয়ের ছেলে এবং শফটিয় মহললেলের ছেলে। এই লোকেরা পেরসের পরিবারের লোক। ৫ অথায় ছাড়াও মাসেয় এল। মাসেয় বারূকের ছেলে, বারূক কল্হোষির ছেলে, কল্হোষি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া যোয়ারীবের ছেলে এবং যোয়ারীব সখরিয়ের ছেলে। সখরিয় শেলহের বংশধর। ৬ পেরসের যে-ছেলেরা জেরুসালেমে থাকার জন্য গেল, তাদের মোট সংখ্যা ৪৬৮ জন। এরা সবাই বীরপুরুষ ছিল।
৭ বিন্যামীন বংশের লোকদের মধ্য থেকে সল্লূ জেরুসালেমে এল। সল্লূ মশুল্লমের ছেলে, মশুল্লম যোয়েদের ছেলে, যোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসেয়ের ছেলে, মাসেয় ঈথীয়েলের ছেলে এবং ঈথীয়েল যিশায়াহের ছেলে। ৮ সল্লূ ছাড়াও গব্বয় ও সল্লয় এল, মোট ৯২৮ জন পুরুষ। ৯ সিখ্রির ছেলে যোয়েল নগরে তাদের অধ্যক্ষ ছিল আর হস্নূয়ের ছেলে যিহূদা তাকে সাহায্য করত।
১০ যাজকদের মধ্য থেকে যারা জেরুসালেমে এল, তাদের নাম এই: যোয়ারীবের ছেলে যিদয়িয় এবং যাখীন ১১ ও সরায়। সরায় হিল্কিয়ের ছেলে, হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে এবং মরায়োৎ অহীটুবের ছেলে। অহীটুব সত্য ঈশ্বরের গৃহের* একজন নেতা ছিল। ১২ এ ছাড়া, তাদের সেই ভাইয়েরাও জেরুসালেমে এল, যারা গৃহে সেবা করত, মোট ৮২২ জন পুরুষ। তাদের সঙ্গে অদায়াও এল, যিনি যিরোহমের ছেলে। যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অম্সির ছেলে, অম্সি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্হূরের ছেলে এবং পশ্হূর মল্কিয়ের ছেলে। ১৩ অদায়ার ভাইয়েরাও জেরুসালেমে এল, যারা নিজেদের নিজেদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিল, মোট ২৪২ জন পুরুষ। অমশয়ও এল। অমশয় অসরেলের ছেলে, অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমোতের ছেলে এবং মশিল্লেমোৎ ইম্মেরের ছেলে। ১৪ অমশয়ের সঙ্গে তার ভাইয়েরাও জেরুসালেমে এল, যারা শক্তিশালী ও সাহসী ছিল, মোট ১২৮ জন পুরুষ। তাদের অধ্যক্ষ ছিল সব্দীয়েল, যে এক সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল।
১৫ লেবীয়দের মধ্য থেকে শময়িয় এল। শময়িয় হশূবের ছেলে, হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে এবং হশবিয় বুন্নির ছেলে। ১৬ শময়িয় ছাড়া লেবীয়দের প্রধান ব্যক্তিদের মধ্য থেকে শব্বথয় ও যোষাবদও এল, যারা সত্য ঈশ্বরের গৃহের সঙ্গে সম্পর্কযুক্ত বাইরের কাজগুলোর দেখাশোনা করত। ১৭ এ ছাড়া, মত্তনিয়ও এল। মত্তনিয় মীখার ছেলে, মীখা সব্দির ছেলে এবং সব্দি আসফের ছেলে। মত্তনিয় ছিল সংগীত পরিচালক আর সে প্রার্থনার সময় প্রশংসাগানে নেতৃত্ব নিত। তার সাহায্যকারী বক্বুকিয়ও এল। এ ছাড়া, অব্দও এল। অব্দ শম্মুয়ের ছেলে, শম্মুয় গাললের ছেলে এবং গালল যিদূথূনের ছেলে। ১৮ পবিত্র নগরে বাস করতে আসা সমস্ত লেবীয়ের মোট সংখ্যা ২৮৪ জন।
১৯ নগরের দরজার পাহারাদারদের মধ্য থেকে অক্কুব, টল্মোন এবং তাদের ভাইয়েরা এল, মোট ১৭২ জন পুরুষ।
২০ অন্য ইজরায়েলীয়েরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার অন্যান্য নগরেই থাকল, যেগুলো তাদের দেওয়া হয়েছিল।* ২১ মন্দিরের দাসেরা* ওফলে বাস করত আর সীহ ও গীষ্পকে তাদের উপর নিযুক্ত করা হল।
২২ জেরুসালেমে লেবীয়দের অধ্যক্ষ ছিল উষি। উষি বানির ছেলে, বানি হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনিয়ের ছেলে এবং মত্তনিয় মীখার ছেলে। উষি আসফের বংশের গায়কদের মধ্যে একজন ছিল আর সে সত্য ঈশ্বরের গৃহের কাজকর্ম দেখাশোনা করত। ২৩ এই গায়কদের বিষয়েই এই রাজাজ্ঞা দেওয়া হয়েছিল যে, তাদের যেন প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী খাবারদাবার দেওয়া হয়। ২৪ পথাহিয় রাজার পরামর্শদাতা ছিল* আর সে লোকদের সঙ্গে জড়িত বিষয়গুলোতে রাজাকে পরামর্শ দিত। পথাহিয় মশেষবেলের ছেলে, মশেষবেল সেরহের পরিবারের লোক আর সেরহ যিহূদার ছেলে।
২৫ এগুলো হল খেত-সহ সেই জায়গাগুলোর নাম, যেখানে যিহূদা বংশের কয়েক জন লোক বাস করত: কিরিয়ৎ-অর্ব এবং তার আশেপাশের নগর, দীবোন এবং তার আশেপাশের নগর, যিকব্সেল এবং তার আশেপাশের ছোটো ছোটো গ্রাম, ২৬ যেশূয়, মোলাদা, বৈৎ-পেলট, ২৭ হৎসর-শূয়াল, বের্-শেবা এবং তার আশেপাশের নগর, ২৮ সিক্লগ, মকোনা এবং তার আশেপাশের নগর, ২৯ ঐন্রিম্মোণ, সরা, যর্মুৎ, ৩০ সানোহ, অদুল্লম এবং তার আশেপাশের ছোটো ছোটো গ্রাম, লাখীশ এবং তার খেতগুলো আর অসেকা এবং তার আশেপাশের নগর। তারা বের্-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্যন্ত বাস করল।*
৩১ এগুলো সেই নগরগুলোর নাম, যেখানে বিন্যামীন বংশের কোনো কোনো লোক বাস করত: গেবা, মিক্মস, অয়া, বৈথেল এবং তার আশেপাশের নগর, ৩২ অনাথোৎ, নোব, অননিয়া, ৩৩ হাৎসোর, রামা, গিত্তয়িম, ৩৪ হাদীদ, সিবোয়িম, নবল্লাট, ৩৫ লোদ, ওনো আর কারিগরদের উপত্যকা। ৩৬ লেবীয়দের কোনো কোনো দল, যারা আগে যিহূদার এলাকায় বাস করত, তারা এখন বিন্যামীনের এলাকায় এসে বাস করতে লাগল।