ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিরমিয় ২১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিরমিয় ২১:২

পাদটীকা

  • *

    আক্ষ., “নবূখদ্‌রিৎসর,” এটা নামের আরেকটা রূপ।

যিরমিয় ২১:৪

পাদটীকা

  • *

    বা “আমি ঘুরিয়ে দেব।”

যিরমিয় ২১:৬

পাদটীকা

  • *

    বা “রোগে।”

যিরমিয় ২১:৭

পাদটীকা

  • *

    আক্ষ., “নবূখদ্‌রিৎসরের,” এটা নামের আরেকটা রূপ।

যিরমিয় ২১:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৭, পৃষ্ঠা ১১

যিরমিয় ২১:৯

পাদটীকা

  • *

    বা “সে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে পারবে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১০/১/২০০২, পৃষ্ঠা ১৫-১৬

যিরমিয় ২১:১৩

পাদটীকা

  • *

    বা “নীচু সমভূমির।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিরমিয় ২১:১-১৪

যিরমিয়

২১ যিরমিয় সেই সময় যিহোবার এই বার্তা পেলেন, যখন রাজা সিদিকিয় মল্কিয়ের ছেলে পশ্‌হূর এবং মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে তার কাছে পাঠালেন এবং এই অনুরোধ করতে বললেন: ২ “দয়া করে আমাদের হয়ে যিহোবার কাছে নির্দেশনা চাও কারণ ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসর* আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। হয়তো যিহোবা আমাদের হয়ে তাঁর কোনো আশ্চর্যজনক কাজ করবেন, যাতে তিনি আমাদের কাছ থেকে চলে যান।”

৩ যিরমিয় তাদের বললেন: “তোমরা সিদিকিয়কে এই কথা বলবে, ৪ ‘ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “দেখো, তোমরা যুদ্ধের যে-অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ব্যাবিলনের রাজার বিরুদ্ধে যুদ্ধ করছ এবং প্রাচীরের বাইরে যে-কল্‌দীয়েরা তোমাদের অবরোধ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছ, সেই অস্ত্রগুলো আমি তোমাদের বিরুদ্ধেই নিয়ে আসব* এবং আমি এই নগরের মাঝখানে তাদের একত্রিত করব। ৫ আমি নিজে আমার হাত বাড়িয়ে, আমার শক্তিশালী হাত দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমি রেগে গিয়ে, প্রচণ্ড রেগে গিয়ে এবং ক্রোধে পরিপূর্ণ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ৬ আমি এই নগরের বাসিন্দাদের, মানুষ ও পশু, উভয়কেই আঘাত করব। তারা মহামারিতে* মারা যাবে।”’

৭ “‘যিহোবা ঘোষণা করেন: “এরপর, আমি যিহূদার রাজা সিদিকিয়কে, তার দাসদের এবং এই নগরের লোকদের, যারা মহামারি, তলোয়ার ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পাবে, তাদেরকে ব্যাবিলনের রাজা নবূখদ্‌নিৎসরের* হাতে, তাদের শত্রুদের হাতে এবং সেই লোকদের হাতে তুলে দেব, যারা তাদের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সে তলোয়ার দিয়ে তাদের মেরে ফেলবে। সে তাদের প্রতি একটুও দয়া, সমবেদনা কিংবা করুণা দেখাবে না।”’

৮ “আর তুমি এই লোকদের বলবে, ‘যিহোবা এই কথা বলেন: “দেখো, আমি তোমাদের সামনে জীবনের পথ এবং মৃত্যুর পথ রাখছি। ৯ যে-কেউ এই নগরে থাকবে, সে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির কারণে মারা পড়বে। কিন্তু, যে-কেউ বাইরে গিয়ে সেই কল্‌দীয়দের কাছে আত্মসমর্পণ করবে, যারা তোমাদের অবরোধ করে রেখেছে, সে বেঁচে থাকবে এবং সে নিজের জীবনটা লুট-করা জিনিসের মতো পাবে।”’*

১০ “‘যিহোবা ঘোষণা করেন: “কারণ আমি এই নগরের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, আমি এটার উপর বিপর্যয় নিয়ে আসব, এটার প্রতি কোনো ভালো কাজ করব না। এই নগরটা ব্যাবিলনের রাজার হাতে তুলে দেওয়া হবে আর সে এটাকে আগুনে পুড়িয়ে দেবে।”

১১ “‘যিহূদার রাজার পরিবারকে বোলো: যিহোবার বার্তা শোনো। ১২ হে দায়ূদের পরিবার, যিহোবা এই কথা বলেন:

“প্রতি সকালে ন্যায়বিচার করো,

যাকে লুট করা হচ্ছে, তাকে প্রতারকের হাত থেকে উদ্ধার করো,

নাহলে তোমাদের মন্দ কাজের কারণে আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে

আর সেটা এমনভাবে জ্বলবে যে, কেউ সেটাকে নেভাতে পারবে না।”’

১৩ যিহোবা ঘোষণা করেন: ‘হে উপত্যকার* বাসিন্দা,

হে সমভূমির পাথর, দেখো, আমি তোমার বিপক্ষে রয়েছি।’

‘আর তোমরা যারা বল: “কে আমাদের বিরুদ্ধে নেমে আসবে?

কে আমাদের বাসস্থানগুলোতে আক্রমণ করবে?” তোমরা জেনে রেখো,

১৪ আমি তোমাদের কাজ অনুযায়ী

তোমাদের কাছ থেকে হিসাব চাইব।’ যিহোবা এই ঘোষণা করেছেন।

‘আমি তার বনে আগুন লাগিয়ে দেব

আর সেই আগুন তার চারপাশে থাকা সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেবে।’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার