ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিশাইয় ৫২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিশাইয় ৫২:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১/২০০৫, পৃষ্ঠা ১৮

    ১২/১৫/১৯৯৭, পৃষ্ঠা ২১

    ৫/১/১৯৯৭, পৃষ্ঠা ১১-১২

    ৪/১৫/১৯৯৭, পৃষ্ঠা ২৭

    ১/১৫/১৯৯৭, পৃষ্ঠা ১০-১১, ১৩

যিশাইয় ৫২:৮

পাদটীকা

  • *

    বা “নিজের চোখে।”

যিশাইয় ৫২:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/১৯৯৭, পৃষ্ঠা ১২

যিশাইয় ৫২:১০

পাদটীকা

  • *

    বা “জয়।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/১৯৯৭, পৃষ্ঠা ১২

যিশাইয় ৫২:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    ‘ঈশ্বরের প্রেম’, পৃষ্ঠা ১০১

যিশাইয় ৫২:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০০৯, পৃষ্ঠা ২৪-২৫

যিশাইয় ৫২:১৫

পাদটীকা

  • *

    বা “সামনে চুপ হয়ে যাবে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিশাইয় ৫২:১-১৫

যিশাইয়

৫২ হে সিয়োন, জেগে ওঠো! জেগে ওঠো! নিজেকে শক্তিশালী করো!

হে পবিত্র নগরী জেরুসালেম, তোমার সুন্দর পোশাকগুলো পরো!

কারণ কোনো অচ্ছিন্নত্বক এবং অশুচি ব্যক্তি আর তোমার মধ্যে প্রবেশ করবে না।

 ২ হে জেরুসালেম, ধুলো ঝেড়ে ফেলো, ওঠো আর আসনে বসো।

হে সিয়োনের বন্দি মেয়ে, তোমার গলার বাঁধন খুলে ফেলো।

 ৩ কারণ যিহোবা এই কথা বলেন:

“তোমাদের কোনো মূল্য ছাড়াই বিক্রি করা হয়েছিল

আর কোনো অর্থ ছাড়াই তোমাদের মুক্ত করা হবে।”

 ৪ কারণ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন:

“প্রথমে আমার লোকেরা মিশরে গিয়েছিল, যাতে সেখানে বিদেশি হিসেবে বাস করতে পারে,

তারপর অশূর বিনা কারণে তাদের উপর অত্যাচার করেছিল।”

 ৫ যিহোবা ঘোষণা করেন: “তাহলে, এখানে আমি কী করব?

কারণ আমার লোকদের কোনো মূল্য ছাড়াই নিয়ে যাওয়া হয়েছিল।”

যিহোবা ঘোষণা করেন: “যারা তাদের উপর রাজত্ব করে, তারা জয়ের কারণে চিৎকার করতে থাকে

আর সারাদিন আমার নামকে ক্রমাগত অসম্মানিত করা হয়।

 ৬ এই কারণে আমার লোকেরা আমার নাম জানবে।

এই কারণে সেই দিন তারা জানবে,

আমি, আমিই কথা বলছি!”

 ৭ পর্বতগুলোর উপরে সেই ব্যক্তির পা কেমন সুন্দর দেখাচ্ছে, যে সুসমাচার নিয়ে আসছে,

যে শান্তি ঘোষণা করছে,

যে আরও ভালো কিছুর সুসমাচার নিয়ে আসছে,

যে পরিত্রাণ ঘোষণা করছে,

যে সিয়োনকে বলছে: “তোমার ঈশ্বর রাজা হয়েছেন!”

 ৮ শোনো! তোমার পাহারাদারেরা চিৎকার করছে।

তারা একসঙ্গে আনন্দে চিৎকার করছে

কারণ যিহোবা যখন সিয়োনকে ফিরিয়ে আনবেন, তখন তারা স্পষ্টভাবে* তা দেখবে।

 ৯ হে জেরুসালেমের ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলো, উল্লাস করো, একসঙ্গে আনন্দে চিৎকার করো

কারণ যিহোবা তাঁর লোকদের সান্ত্বনা দিয়েছেন, তিনি জেরুসালেমকে মুক্ত করেছেন।

১০ সমস্ত জাতির লোকের চোখের সামনে যিহোবা তাঁর পবিত্র হাত দেখিয়েছেন,

পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ* দেখবে।

১১ সরে এসো, সরে এসো, সেখান থেকে বের হয়ে এসো, কোনো অশুচি জিনিস স্পর্শ কোরো না!

তোমরা যারা যিহোবার বাসনপত্র বইছ,

তার মধ্য থেকে বের হয়ে এসো, নিজেদের শুচি রাখো।

১২ কারণ তোমরা ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে আসবে না

কিংবা তোমাদের সেখান থেকে পালাতেও হবে না

কারণ যিহোবা তোমাদের আগে আগে যাবেন

আর ইজরায়েলের ঈশ্বর পিছন দিক থেকে তোমাদের সুরক্ষা জোগাবেন।

১৩ দেখো! আমার দাস বোঝার ক্ষমতা ব্যবহার করে কাজ করবেন।

তাঁকে উঁচুতে তোলা হবে,

তাঁকে উচ্চীকৃত করা হবে এবং খুবই মহান করা হবে।

১৪ ঠিক যেভাবে অনেকে অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে ছিল

কারণ তাঁর চেহারা অন্য যেকোনো ব্যক্তির চেয়ে বেশি বিকৃত হয়ে গিয়েছিল

এবং তাঁর রূপ যেকোনো মানুষের চেয়ে বেশি বিকৃত হয়ে গিয়েছিল,

১৫ সেভাবেই তিনি সমস্ত জাতিকে হতভম্ব করে দেবেন।

রাজারা তাঁর সামনে নিজেদের মুখ বন্ধ করবে*

কারণ তারা এমন বিষয়গুলো দেখবে, যেগুলোর বিষয়ে তাদের বলা হয়নি

আর এমন বিষয়গুলোর প্রতি মনোযোগ দেবে, যেগুলো তারা শোনেনি।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার