যিশাইয়
২৭ সেই দিন যিহোবা তাঁর ধারালো ও ভয়ংকর তলোয়ার ব্যবহার করে
লিবিয়াথনের* প্রতি মনোযোগ দেবেন, যে-সাপ খুব দ্রুত যায়,
তিনি লিবিয়াথনের প্রতি মনোযোগ দেবেন, যে-সাপ এঁকেবেঁকে যায়,
তিনি সমুদ্রের সেই বিশাল প্রাণীকে মেরে ফেলবেন।
২ সেই দিন তার* জন্য এই গান গেয়ো:
“একটা আঙুরের খেত, যেখানে দ্রাক্ষারস* উৎপন্ন হয়!
৩ আমি যিহোবা, আমি তাকে সুরক্ষিত রাখি।
আমি প্রতি মুহূর্তে তাকে জল দিই।
আমি দিন-রাত তাকে সুরক্ষিত রাখি,
যাতে কেউ তার ক্ষতি করতে না পারে।
৪ আমি তার উপর রেগে নেই।
কেউ যদি আমার খেতে কাঁটাগাছ ও আগাছা লাগায়,
তা হলে আমি তার সঙ্গে লড়াই করব
আর সেগুলো একসঙ্গে মাড়িয়ে দেব এবং পুড়িয়ে দেব।
৫ সে যদি এমনটা না চায়, তা হলে সে যেন আমার দৃঢ় দুর্গে আসে।
সে যেন আমার সঙ্গে শান্তি স্থাপন করে,
হ্যাঁ, সে যেন আমার সঙ্গে শান্তি স্থাপন করে।”
৬ আগামী দিনগুলোতে যাকোব শিকড় বিস্তার করবে,
ইজরায়েলে ফুল ফুটবে এবং ডালপালা বের হবে
আর তারা তাদের ফসল দিয়ে দেশকে ভরিয়ে দেবে।
৭ তাকে যতটা কঠোরভাবে আঘাত করা হয়েছে, ততটা কঠোরভাবে কি মারার প্রয়োজন আছে?
তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবে কি হত্যা করার প্রয়োজন আছে?
৮ তুমি সেই নগরীর সঙ্গে লড়াই করবে আর চিৎকার করে সেটাকে দূরে পাঠিয়ে দেবে।
তুমি পূর্ব দিকের জোরালো বাতাসের আঘাতের দ্বারা তাকে দূর করে দেবে।
৯ এভাবে যাকোবের ভুলের প্রায়শ্চিত্ত করা হবে
আর যখন তার পাপ দূর করা হবে, তখন এটা হবে তার ফল:
তিনি বেদির সমস্ত পাথরকে চুনাপাথরের মতো টুকরো টুকরো করে দেবেন
আর একটাও উপাসনার খুঁটি* কিংবা ধূপদানি পড়ে থাকবে না।
১০ কারণ প্রাচীর দিয়ে ঘেরা নগর জনশূন্য হয়ে পড়বে,
চারণভূমিগুলোকে* প্রান্তরের মতো পরিত্যাগ করা হবে।
বাছুর সেখানে চরে বেড়াবে, শোবে
এবং ডালপালা খাবে।
১১ যখন তার ডালপালা শুকিয়ে যাবে,
তখন মহিলারা এসে সেগুলো ভাঙবে
আর সেগুলো দিয়ে আগুন জ্বালাবে।
কারণ এই লোকদের বোঝার ক্ষমতা নেই।
তাই, তাদের নির্মাতা তাদের প্রতি একটুও করুণা দেখাবেন না
আর যিনি তাদের তৈরি করেছেন, তিনি তাদের প্রতি একটুও অনুগ্রহ দেখাবেন না।
১২ হে ইজরায়েলের লোকেরা, কেউ যেভাবে গাছের প্রতিটা ফল পেড়ে সেগুলো একত্রিত করে, সেভাবেই সেই দিন যিহোবা নদী* থেকে শুরু করে মিশরের উপত্যকা* পর্যন্ত বিস্তৃত এলাকা থেকে তোমাদের এক এক করে একত্রিত করবেন। ১৩ সেই দিন খুব জোরে একটা শিঙা বাজানো হবে আর যারা অশূরের দেশে ধ্বংস হয়ে যাচ্ছিল এবং যারা মিশরের দেশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল, তারা জেরুসালেমে পবিত্র পর্বতে আসবে এবং যিহোবার সামনে মাথা নত করবে।