ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহোশূয়ের পুস্তক ৭
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহোশূয়ের পুস্তক ৭:৫

পাদটীকা

  • *

    অর্থ, “খনি।”

  • *

    আক্ষ., “এতে লোকদের হৃদয় গলে জলের মতো হয়ে গেল।”

যিহোশূয়ের পুস্তক ৭:৭

পাদটীকা

  • *

    অর্থাৎ পূর্ব দিক।

যিহোশূয়ের পুস্তক ৭:১৩

পাদটীকা

  • *

    বা “পবিত্র।”

যিহোশূয়ের পুস্তক ৭:২১

পাদটীকা

  • *

    এক শেকল সমান ১১.৪ গ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৪/১৫/২০১০, পৃষ্ঠা ২০-২১

    ১২/১/২০০৪, পৃষ্ঠা ১১

যিহোশূয়ের পুস্তক ৭:২৪

পাদটীকা

  • *

    বা “নীচু সমভূমিতে।”

যিহোশূয়ের পুস্তক ৭:২৫

পাদটীকা

  • *

    বা “সমস্যা।”

যিহোশূয়ের পুস্তক ৭:২৬

পাদটীকা

  • *

    অর্থ, “বিপদ।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহোশূয়ের পুস্তক ৭:১-২৬

যিহোশূয়ের পুস্তক

৭ যে-জিনিসগুলোকে ধ্বংসের যোগ্য বলে নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর বিষয়ে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে ইজরায়েলীয়েরা অবিশ্বস্ত হয়ে পড়ল। আখন সেই জিনিসগুলোর মধ্য থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছিল। এইজন্য ইজরায়েলীয়দের বিরুদ্ধে যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠল। আখন যিহূদা বংশের লোক। সে কর্মির ছেলে, কর্মি সব্দির ছেলে এবং সব্দি সেরহের ছেলে।

২ যিহোশূয় যিরীহো থেকে কয়েক জন পুরুষকে অয় নামক জায়গায় পাঠালেন, যেটা বৈথেলের পূর্ব দিকে বৈৎ-আবনের পাশে অবস্থিত। তিনি তাদের বললেন: “যাও, তোমরা সেই জায়গার খোঁজখবর নিয়ে এসো।” তখন তারা গিয়ে অয় নগরের খোঁজখবর নিল। ৩ তারা ফিরে এসে যিহোশূয়কে বলল: “অয়ের উপর আক্রমণ করার জন্য আমাদের পুরো সৈন্য নিয়ে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। সেই এলাকায় খুব কম লোক থাকে। তাদের পরাজিত করার জন্য আমাদের দু-তিন হাজার সৈন্যই যথেষ্ট। আমাদের সমস্ত সৈন্যকে সেখানে নিয়ে গিয়ে তাদের ক্লান্ত করে ফেলার কোনো প্রয়োজন নেই।”

৪ এইজন্য প্রায় ৩,০০০ জন ইজরায়েলীয় সৈন্য সেখানে গেল, কিন্তু তাদের অয় নগরের লোকদের হাতে পরাজিত হয়ে সেখান থেকে পালাতে হল। ৫ অয় নগরের লোকেরা নগরের দরজা থেকে শুরু করে পাহাড়ের নীচে অবস্থিত শবারীম* পর্যন্ত তাদের পিছু ধাওয়া করল। তারা পথে ৩৬ জন ইজরায়েলীয় সৈন্যকে মেরে ফেলল। এতে ইজরায়েলীয়দের মনে প্রচণ্ড ভয় ঢুকে গেল আর তাদের মনোবল একেবারে ভেঙে গেল।*

৬ যখন যিহোশূয় এই বিষয়ে শুনলেন, তখন তিনি দুঃখে নিজের পোশাক ছিঁড়লেন আর তিনি যিহোবার সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়লেন। যিহোশূয় এবং ইজরায়েলের প্রাচীনেরা সন্ধ্যা পর্যন্ত এভাবেই শোক করল এবং নিজেদের মাথায় ধুলো দিল। ৭ যিহোশূয় ঈশ্বরকে বললেন: “হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, কেন তুমি আমাদের এত দূরে জর্ডন পার করিয়ে নিয়ে এলে? তুমি কি এইজন্যই আমাদের এখানে নিয়ে এলে, যেন তুমি ইমোরীয়দের হাতে আমাদের সমর্পণ করে দাও আর তারা আমাদের মেরে ফেলে? এর চেয়ে ভালো হত, যদি আমরা জর্ডনের ওপারেই* থেকে যেতাম! ৮ হে যিহোবা, আমাকে ক্ষমা করে দাও, যেভাবে ইজরায়েলীয়দের তাদের শত্রুদের সামনে থেকে পালাতে হয়েছিল, তা দেখে আমি আর কী বলব? ৯ যখন কনানীয়েরা এবং দেশের অন্যান্য বাসিন্দা এই বিষয়ে জানতে পারবে, তখন তারা আমাদের আক্রমণ করবে এবং পৃথিবী থেকে আমাদের নাম মুছে দেবে। কীভাবে তুমি তোমার মহৎ নামকে উচ্চীকৃত করবে?”

১০ যিহোবা যিহোশূয়কে বললেন: “ওঠো! কেন তুমি মাটিতে উবুড় হয়ে পড়ে শোক করছ? ১১ ইজরায়েল পাপ করেছে। যে-জিনিসগুলোকে ধ্বংসের যোগ্য বলে নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে কিছু জিনিস তারা চুরি করেছে আর নিজেদের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রেখেছে। তারা আমার চুক্তি ভেঙেছে, যেটা পালন করার বিষয়ে আমি তাদের আজ্ঞা দিয়েছিলাম। ১২ তাই, ইজরায়েলীয়েরা তাদের শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না। তারা শত্রুদের কাছ থেকে পালাবে কারণ এখন তাদের ধ্বংসের যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব না, যতক্ষণ না তোমরা তোমাদের মধ্য থেকে সেই ব্যক্তিকে নিশ্চিহ্ন করে দাও, যাকে ধ্বংসের যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে। ১৩ এখন ওঠো আর লোকদের প্রস্তুত* করো! তাদের বলবে, ‘কালকের জন্য প্রস্তুত হও কারণ ইজরায়েলের ঈশ্বর যিহোবা বলেছেন: “হে ইজরায়েলের লোকেরা, তোমাদের মধ্যে এমন কেউ রয়েছে, যাকে ধ্বংসের যোগ্য বলে নির্ধারণ করা হয়েছে। যতক্ষণ না তোমরা তোমাদের মধ্য থেকে তাকে নিশ্চিহ্ন করে দেবে, ততক্ষণ তুমি তোমার শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না। ১৪ কাল সকালে তোমরা সবাই নিজের নিজের বংশ অনুসারে একত্রিত হবে। সেই বংশগুলোর মধ্য থেকে যিহোবা যে-বংশকে আলাদা করবেন, সেই বংশ এগিয়ে আসবে। তারপর, সেই বংশের মধ্য থেকে যিহোবা যে-গোষ্ঠীকে আলাদা করবেন, সেই গোষ্ঠী এগিয়ে আসবে। সেই গোষ্ঠীর মধ্য থেকে যিহোবা যে-পরিবারকে আলাদা করবেন, সেই পরিবার এগিয়ে আসবে আর সেই পরিবারের সমস্ত পুরুষ এক এক করে এগিয়ে আসবে। ১৫ তাদের মধ্যে যে-ব্যক্তি ধ্বংসের যোগ্য বলে নির্ধারিত জিনিস নেওয়ার অপরাধে ধরা পড়বে, তাকে এবং তার সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হবে এবং পুড়িয়ে দেওয়া হবে কারণ সেই ব্যক্তি যিহোবার চুক্তি ভেঙেছে আর ইজরায়েলের মধ্যে এক লজ্জাজনক কাজ করেছে।”’”

১৬ পরের দিন যিহোশূয় সকাল সকাল উঠলেন এবং তিনি সমস্ত ইজরায়েলীয়কে তাদের বংশ অনুসারে একত্রিত করলেন। তখন সমস্ত বংশের মধ্য থেকে যিহূদা বংশকে আলাদা করা হল। ১৭ যিহোশূয় যিহূদার সমস্ত গোষ্ঠীকে এগিয়ে আসতে বললেন আর তাদের মধ্য থেকে সেরহের গোষ্ঠীকে আলাদা করা হল। তারপর, তিনি সেরহের গোষ্ঠীর প্রত্যেক পুরুষকে এক এক করে এগিয়ে আসতে বললেন আর তাদের মধ্য থেকে সব্দিকে আলাদা করা হল। ১৮ শেষে, তিনি সব্দির পরিবারের সমস্ত পুরুষকে এক এক করে এগিয়ে আসতে বললেন। তারপর, আখনকে আলাদা করা হল। যিহূদা বংশীয় আখন কর্মির ছেলে, কর্মি সব্দির ছেলে এবং সব্দি সেরহের ছেলে। ১৯ তখন যিহোশূয় আখনকে বললেন: “ছেলে আমার, ইজরায়েলের ঈশ্বর যিহোবার সামনে নিজের পাপ স্বীকার করো আর তাঁকে সমাদর করো। সত্যি কথা বলো, তুমি কী করেছ? আমার কাছ থেকে কিছু লুকিয়ো না।”

২০ আখন যিহোশূয়কে বলল: “হ্যাঁ, আমিই ইজরায়েলের ঈশ্বর যিহোবার বিরুদ্ধে পাপ করেছি। আমি এই এই করেছি: ২১ আমি যখন লুট করা জিনিসগুলো একত্রিত করছিলাম, তখন আমি শিনিয়রের একটা সুন্দর ও দামি পোশাক দেখতে পাই। আমি ২০০ শেকল* রুপো এবং একটা সোনার বাটও দেখতে পাই, যেটার ওজন ৫০ শেকল। আমি লোভে পড়ে যাই আর সেগুলো নিয়ে আমার তাঁবুতে ফিরে আসি। সেগুলো এখন আমার তাঁবুর ভিতরে মাটির নীচে পুঁতে রাখা আছে আর সোনা ও রুপো সবচেয়ে নীচে আছে।”

২২ তখন যিহোশূয় সঙ্গেসঙ্গে তার লোকদের পাঠালেন আর তারা দৌড়ে আখনের তাঁবুতে গেল। তারা দেখল, পোশাকটা মাটিতে পোঁতা রয়েছে আর সোনা ও রুপো সবচেয়ে নীচে রয়েছে। ২৩ তারা সেই জিনিসগুলো তাঁবু থেকে নিয়ে যিহোশূয় এবং সমস্ত ইজরায়েলীয়ের কাছে এল আর যিহোবার সামনে সেগুলো রাখল। ২৪ যিহোশূয় এবং সমস্ত ইজরায়েলীয় সেরহের ছেলে আখনকে আর তার চুরি করা রুপো, দামি পোশাক, সোনার বাট ও সেইসঙ্গে তার ছেলে-মেয়ে, ষাঁড়, গাধা, মেষ, ছাগল, তার তাঁবু এবং তার যা-কিছু ছিল, সবই নিয়ে আখোর উপত্যকায়* এল। ২৫ যিহোশূয় আখনকে বললেন: “কেন তুমি আমাদের উপর এই বিপদ* নিয়ে এলে? এখন দেখো, যিহোবা তোমার উপর বিপদ নিয়ে আসবেন।” এরপর, সমস্ত ইজরায়েলীয় তাদের পাথর ছুড়ে মেরে ফেলল এবং আগুনে পুড়িয়ে দিল। এভাবে তারা তাদের সবাইকে পাথর ছুড়ে মেরে ফেলল। ২৬ তারা তাদের উপর পাথরের একটা বড়ো স্তূপ বানিয়ে ফেলল আর আজও সেটা সেখানে রয়েছে। এতে যিহোবার রাগ ঠাণ্ডা হল। এই ঘটনার কারণে আজও সেই জায়গা আখোর* উপত্যকা নামে পরিচিত।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার