যিহোশূয়ের পুস্তক
১৩ যিহোশূয় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার অনেক বয়স হয়ে গিয়েছিল। তাই যিহোবা তাকে বললেন: “তুমি বৃদ্ধ হয়ে গিয়েছ, তোমার অনেক বয়স হয়ে গিয়েছে। কিন্তু, এখনও এই দেশের অনেক এলাকা দখল* করা বাকি রয়েছে। ২ যে-সমস্ত এলাকা বাকি রয়েছে, সেগুলো হল: পলেষ্টীয়দের ও গশূরীয়দের সমস্ত এলাকা ৩ (যেটা মিশরের পূর্ব দিকে* নীল নদের শাখা* থেকে শুরু করে উত্তরে ইক্রোণের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকাকে কনানীয়দের এলাকা বলে মনে করা হত)। এর মধ্যে গাজা, অস্দোদ, অস্কিলোন, গাদ ও ইক্রোণের বাসিন্দাদের এলাকাও পড়ত, যাদের উপর পলেষ্টীয়দের পাঁচ জন শাসনকর্তা শাসন করতেন। অব্বীয়দের এলাকা, ৪ যেটা দক্ষিণ দিকে অবস্থিত, কনানীয়দের সমস্ত এলাকা, মিয়ারা, যেটা সীদোনীয়দের এলাকার মধ্যে পড়ে আর দূরে অফেক পর্যন্ত এলাকা, যেটা ইমোরীয়দের সীমানার পাশেই অবস্থিত, ৫ গিব্লীয়দের এলাকা এবং পূর্ব দিকে লেবাননের সমস্ত এলাকা, যেটা হর্মোণ পর্বতের পাদদেশে বাল্গাদ থেকে শুরু করে লিবো-হমাৎ* পর্যন্ত বিস্তৃত ৬ এবং লেবানন থেকে শুরু করে মিষ্রফোৎ-ময়িমে বসবাসরত পার্বত্য এলাকার লোকদের ও সীদোনীয়দের সমস্ত এলাকা। আমি এখানে বসবাসরত সমস্ত লোককে ইজরায়েলীয়দের সামনে থেকে তাড়িয়ে দেব। তুমি শুধু এই দেশ ইজরায়েলীয়দের মধ্যে ভাগ করে দাও, যেমনটা আমি তোমাকে আজ্ঞা দিয়েছি, যাতে এই দেশ তাদের উত্তরাধিকার হয়ে ওঠে। ৭ তাই, এখন তুমি নয় বংশ এবং মনঃশির অর্ধেক বংশকে তাদের অংশের জমি ভাগ করে দাও।”
৮ অবশিষ্ট অর্ধেক বংশ এবং রূবেণীয় ও গাদীয়েরা উত্তরাধিকারের সেই এলাকা নিল, যেটা মোশি তাদের জর্ডনের পূর্ব দিকে দিয়েছিলেন। যিহোবার দাস মোশি তাদের এই এলাকাগুলো দিয়েছিলেন: ৯ অর্ণোন উপত্যকার প্রান্তে অবস্থিত অরোয়ের এবং উপত্যকার মাঝখানের নগর থেকে শুরু করে দীবোন পর্যন্ত বিস্তৃত মেদবার মালভূমি ১০ আর অম্মোনীয়দের সীমানা পর্যন্ত সেই সমস্ত নগর, যেগুলো হিষ্বোনে বসবাসরত ইমোরীয়দের রাজা সীহোনের এলাকার মধ্যে পড়ত। ১১ এ ছাড়া, গিলিয়দ এবং গশূরীয় ও মাখাথীয়দের এলাকা, হর্মোণ পর্বত এবং সল্খা পর্যন্ত পুরো বাশন ১২ আর বাশনের রাজা ওগের সমস্ত এলাকা, যিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে শাসন করতেন। (তিনি ছিলেন অবশিষ্ট রফায়ীয়দের মধ্যে একজন।) মোশি সেই রাজাদের পরাজিত করেছিলেন এবং তাদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিয়েছিলেন। ১৩ কিন্তু, ইজরায়েলীয়েরা গশূরীয় ও মাখাথীয়দের তাড়াল না আর তারা আজও ইজরায়েলীয়দের মাঝে বাস করে।
১৪ তিনি কেবল লেবির বংশকে উত্তরাধিকার হিসেবে কোনো এলাকা দেননি। কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যে-সমস্ত বলি ইজরায়েলের ঈশ্বর যিহোবার উদ্দেশে আগুনে উৎসর্গ করা হয়, সেগুলোই তাদের উত্তরাধিকার হবে।
১৫ মোশি রূবেণ বংশের সমস্ত পরিবারকে তাদের অংশের জমি দিয়েছিলেন, যাতে সেটা তাদের উত্তরাধিকার হয়ে ওঠে। ১৬ তারা এই এলাকাগুলো পেল: অর্ণোন উপত্যকার প্রান্তে অবস্থিত অরোয়ের নগর আর সেইসঙ্গে সেই নগর, যেটা উপত্যকার মাঝখানে অবস্থিত, মেদবার সমস্ত মালভূমি, ১৭ হিষ্বোন ও মালভূমির এলাকায় অবস্থিত সমস্ত নগর, দীবোন, বামোৎ-বাল, বৈৎ-বাল্-মিয়োন, ১৮ যহস, কদেমোৎ, মেফাৎ, ১৯ কিরিয়াথয়িম, সিব্মা, সেরৎ-শহর, যেটা উপত্যকার* পাশের পর্বতে অবস্থিত, ২০ বৈৎ-পিয়োর, পিস্গার ঢালু অংশ, বৈৎ-যিশীমোৎ ২১ আর সেইসঙ্গে মালভূমির সমস্ত নগর এবং সেই সমস্ত এলাকা,* যে-এলাকাগুলোর উপরে ইমোরীয়দের রাজা সীহোন হিষ্বোন থেকে শাসন করতেন। মোশি সীহোনকে এবং মিদিয়নীয় অধ্যক্ষ ইবি, রেকম, সূর, হূর ও রেবাকে পরাজিত করেছিলেন, যারা সীহোনের অধীনে শাসন করত আর সেই এলাকায় বাস করত। ২২ ইজরায়েলীয়েরা বিয়োরের ছেলে জ্যোতিষী বিলিয়মকে বাকি লোকদের সঙ্গে তলোয়ার দিয়ে মেরে ফেলল। ২৩ রূবেণীয়দের এলাকা জর্ডন পর্যন্ত বিস্তৃত ছিল আর এই এলাকা এবং এই এলাকার সমস্ত নগর ও গ্রাম রূবেণ বংশের সমস্ত পরিবারের উত্তরাধিকার ছিল।
২৪ এ ছাড়া, মোশি গাদ বংশের সমস্ত পরিবারকে তাদের অংশের জমি দিয়েছিলেন, যাতে সেটা তাদের উত্তরাধিকার হয়ে ওঠে। ২৫ তারা এই এলাকাগুলো পেল: যাসের এবং গিলিয়দের সমস্ত নগর এবং অরোয়ের পর্যন্ত অম্মোনীয়দের অর্ধেক এলাকা, যেটা রব্বার সামনে অবস্থিত ২৬ আর হিষ্বোন থেকে রামৎ-মিস্পী ও বটোনীম পর্যন্ত, মহনয়িম থেকে দবীরের সীমানা পর্যন্ত ২৭ আর উপত্যকার* মধ্যে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন এবং হিষ্বোনের রাজা সীহোনের রাজ্যের অবশিষ্ট এলাকা। এই এলাকা জর্ডনের পূর্ব দিকে অবস্থিত এবং কিন্নেরৎ হ্রদের* দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এই এলাকার সীমানা ছিল জর্ডন। ২৮ এই এলাকার সমস্ত নগর ও গ্রাম গাদ বংশের সমস্ত পরিবারের উত্তরাধিকার ছিল।
২৯ এরপর, মোশি মনঃশির অর্ধেক বংশের পরিবারগুলোকে তাদের অংশের জমি দিয়েছিলেন, যাতে সেগুলো তাদের উত্তরাধিকার হয়ে ওঠে। ৩০ তাদের এলাকা মহনয়িম থেকে পুরো বাশন অর্থাৎ বাশনের রাজা ওগের পুরো এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের বাশনে যায়ীরের সমস্ত গ্রাম* ও সেইসঙ্গে ৬০টা নগর দেওয়া হল। ৩১ গিলিয়দের অর্ধেক অংশ এবং বাশনের রাজা ওগের নগর অষ্টারোৎ ও ইদ্রিয়ী, এই সমস্ত এলাকা মনঃশির ছেলে মাখীরের ছেলেদের অর্থাৎ মাখীরের অর্ধেক পরিবারকে দেওয়া হল।
৩২ এগুলো হল সেই এলাকা, যেগুলো মোশি ইজরায়েলীয়দের দিয়েছিলেন, যাতে সেগুলো তাদের উত্তরাধিকার হয়ে ওঠে। তিনি সেই সময় তাদের এই এলাকাগুলো দিয়েছিলেন, যখন তারা যিরীহোর পূর্ব দিকে জর্ডনের ওপারে মোয়াবের রুক্ষ এলাকায় ছিল।
৩৩ কিন্তু, মোশি লেবীয় বংশকে উত্তরাধিকার হিসেবে কোনো এলাকা দেননি কারণ ইজরায়েলের ঈশ্বর যিহোবা তাদের উত্তরাধিকার, ঠিক যেমনটা ঈশ্বর তাদের কাছে প্রতিজ্ঞা করেছেন।