ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ১ শমূয়েল ৩০
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

১ শমূয়েল ৩০:১

পাদটীকা

  • *

    বা “অমালেকীয়েরা নেগেব।”

১ শমূয়েল ৩০:৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৪/২০২২, পৃষ্ঠা ২

১ শমূয়েল ৩০:৯

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

১ শমূয়েল ৩০:১২

পাদটীকা

  • *

    অনেক ডুমুর চেপে তৈরি করা চাক।

  • *

    সম্ভবত, অনেক কিশমিশ চেপে তৈরি করা চাক।

১ শমূয়েল ৩০:১৪

পাদটীকা

  • *

    বা “করেথীয়দের নেগেবের।”

  • *

    বা “কালেবের নেগেবের।”

১ শমূয়েল ৩০:১৭

পাদটীকা

  • *

    বা “পরবর্তী সন্ধ্যা।”

১ শমূয়েল ৩০:২৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১৫/২০০৫, পৃষ্ঠা ২৪

১ শমূয়েল ৩০:২৭

পাদটীকা

  • *

    বা “দক্ষিণের।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
১ শমূয়েল ৩০:১-৩১

শমূয়েলের প্রথম পুস্তক

৩০ তৃতীয় দিন দায়ূদ এবং তার লোকেরা সিক্লগে ফিরে এলেন। ইতিমধ্যে অমালেকীয়েরা দক্ষিণের এলাকা* এবং সিক্লগের উপর আক্রমণ করেছিল আর সিক্লগকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। ২ তারা সিক্লগের সমস্ত মহিলাকে ও সেইসঙ্গে ছোটো সন্তান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে নিয়ে গেল। তারা কাউকে হত্যা করল না বরং তাদের সবাইকে বন্দি করে নিয়ে গেল। ৩ দায়ূদ এবং তার লোকেরা যখন সেই নগরে এসে পৌঁছোলেন, তখন তারা দেখলেন, নগরটা পুড়ে ছাই হয়ে গিয়েছে আর তাদের স্ত্রী ও সন্তানদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। ৪ দায়ূদ এবং তার লোকেরা খুব জোরে জোরে কাঁদতে লাগলেন। তারা এত কাঁদলেন যে, তাদের মধ্যে আর কাঁদার শক্তি রইল না। ৫ দায়ূদের দু-জন স্ত্রীকে, যিষ্রিয়েলীয় অহীনোয়মকে এবং অবীগলকেও বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, যিনি আগে কর্মিলের বাসিন্দা নাবলের স্ত্রী ছিলেন। ৬ দায়ূদের লোকেরা তাদের সন্তানদের হারিয়ে এতটাই শোকার্ত হয়ে গেল যে, তারা দায়ূদকে পাথর ছুড়ে মেরে ফেলার কথা বলতে লাগল। এতে দায়ূদ খুব দুঃখ পেলেন কিন্তু তিনি তার ঈশ্বর যিহোবার সাহায্যে নিজেকে সবল করলেন।

৭ তখন দায়ূদ অহীমেলকের ছেলে যাজক অবিয়াথরকে বললেন: “এফোদটা এখানে নিয়ে এসো।” তখন অবিয়াথর এফোদটা দায়ূদের কাছে নিয়ে এলেন। ৮ দায়ূদ যিহোবাকে জিজ্ঞেস করলেন: “আমি কি ওই লুটকারী দলের পিছু ধাওয়া করব? আমি কি ওদের ধরতে পারব?” ঈশ্বর বললেন: “হ্যাঁ, তুমি ওদের পিছু ধাওয়া করো। তুমি নিশ্চিতভাবেই ওদের ধরে ফেলবে আর তোমার সমস্ত কিছু উদ্ধার করবে।”

৯ দায়ূদ সঙ্গেসঙ্গে তার ৬০০ জন পুরুষকে নিয়ে বেরিয়ে পড়লেন। তারা যখন দূরে অবস্থিত বিষোর উপত্যকার* কাছে গিয়ে পৌঁছোল, তখন কয়েক জন পুরুষ সেখানেই থেকে গেল। ১০ দায়ূদ ৪০০ জন পুরুষকে নিয়ে এগিয়ে গেলেন কিন্তু ২০০ জন পুরুষ সেখানেই রয়ে গেল কারণ তারা এতটাই ক্লান্ত ছিল যে, তারা বিষোর উপত্যকা পার হতে পারল না।

১১ দায়ূদের লোকের মাঠে একজন মিশরীয় পুরুষকে দেখতে পেল আর তাকে দায়ূদের কাছে নিয়ে এল। তারা সেই পুরুষটিকে খাবার ও জল দিল। ১২ এ ছাড়া, তারা তাকে ডুমুরের তালের* একটা টুকরো এবং কিশমিশের দুটো তাল* দিল। এই সমস্ত কিছু খাওয়ার পর পুরুষটি তার শক্তি ফিরে পেল কারণ তিন দিন এবং তিন রাত ধরে সে কিছুই খায়নি। ১৩ পরে, দায়ূদ তাকে জিজ্ঞেস করলেন: “তুমি কার লোক? কোথা থেকে এসেছ?” সে বলল: “আমি একজন মিশরীয় আর আমি একজন অমালেকীয়ের দাস। তিন দিন আগে আমার প্রভু আমাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছেন কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ১৪ আমরা করেথীয়দের দক্ষিণ দিকের এলাকার* উপর, যিহূদার এলাকার উপর এবং কালেবের দক্ষিণ দিকের এলাকার* উপর আক্রমণ করেছিলাম আর সিক্লগকে আগুনে পুড়িয়ে দিয়েছিলাম।” ১৫ তখন দায়ূদ তাকে জিজ্ঞেস করলেন: “তুমি কি আমাকে সেই লুটকারীদের দলের কাছে নিয়ে যাবে?” সেই পুরুষটি বলল: “আপনি যদি ঈশ্বরের দিব্য করে বলেন যে, আপনি আমাকে হত্যা করবেন না এবং আমাকে আমার প্রভুর হাতে তুলে দেবেন না, তা হলে আমি আপনাকে সেই দলের কাছে নিয়ে যাব।”

১৬ তখন সেই মিশরীয় পুরুষটি দায়ূদকে সেই জায়গায় নিয়ে গেল, যেখানে লুটকারীদের দল ছিল। সেই লুটকারীরা মাঠের চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল আর তারা খাওয়া-দাওয়া করে আনন্দ করছিল কারণ তারা পলেষ্টীয়দের দেশ থেকে এবং যিহূদার এলাকা থেকে অনেক জিনিস লুট করে নিয়ে এসেছিল। ১৭ তখন দায়ূদ ভোররাত থেকে শুরু করে সন্ধ্যা* পর্যন্ত তাদের হত্যা করলেন। যে-৪০০ জন পুরুষ উটে চড়ে পালিয়ে গিয়েছিল, তারা ছাড়া কেউই জীবিত রইল না। ১৮ অমালেকীয়েরা যে-সমস্ত জিনিস লুট করে নিয়ে গিয়েছিল, দায়ূদ সেই সমস্ত কিছু উদ্ধার করলেন। তিনি তার দু-জন স্ত্রীকেও উদ্ধার করলেন। ১৯ দায়ূদ এবং তার লোকেরা কিছুই হারাননি। তারা তাদের ছেলে-মেয়েদের ও সেইসঙ্গে তাদের সমস্ত জিনিসপত্র ফিরে পেল। তারা ছোটো সন্তান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে এবং ছোটো থেকে বড়ো সমস্ত জিনিস উদ্ধার করল। দায়ূদ লুটকারীদের হাত থেকে প্রতিটা জিনিস উদ্ধার করলেন। ২০ এ ছাড়া, তিনি সেই লুটকারীদের মেষ, ছাগল, গরু ও ষাঁড়ও নিয়ে নিলেন আর তার লোকেরা সেই পশুগুলোকে নিজেদের পশুপালের আগে আগে নিয়ে গেল। তারা বলল: “এগুলো দায়ূদের লুট করা জিনিস।”

২১ পরে, দায়ূদ সেই ২০০ জন পুরুষের কাছে গেলেন, যারা খুবই ক্লান্ত হওয়ার কারণে তার সঙ্গে না গিয়ে বিষোর উপত্যকার কাছে রয়ে গিয়েছিল। তারা দায়ূদ এবং তার সঙ্গে থাকা লোকদের সঙ্গে দেখা করতে গেল। তখন দায়ূদ তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তারা কেমন আছে। ২২ কিন্তু, যে-পুরুষেরা দায়ূদের সঙ্গে গিয়েছিল, তাদের মধ্য থেকে কয়েক জন দুষ্ট ও অপদার্থ লোক বলল: “আমরা যে-লুট করা জিনিসগুলো উদ্ধার করে এনেছি, সেগুলোর মধ্য থেকে একটাও জিনিস ওদের দেব না কারণ ওরা আমাদের সঙ্গে যায়নি। ওরা শুধু নিজেদের স্ত্রী ও সন্তানদের নিয়ে যেতে পারে।” ২৩ কিন্তু দায়ূদ বললেন: “হে আমার ভাইয়েরা, যিহোবার দেওয়া জিনিসগুলো নিয়ে তোমরা এমনটা কোরো না। তিনি আমাদের সুরক্ষা জুগিয়েছেন আর ওই লুটকারীদের দলকে আমাদের হাতে সমর্পণ করেছেন। ২৪ তোমাদের কথায় কি কেউ রাজি হবে? যারা যুদ্ধে গিয়েছিল, তারা যতটা ভাগ পাবে, যারা জিনিসপত্রের দেখাশোনা করার জন্য রয়ে গিয়েছিল, তারাও ততটাই ভাগ পাবে। সবাই সমান ভাগ পাবে।” ২৫ দায়ূদের এই সিদ্ধান্ত সেই দিন থেকে পুরো ইজরায়েলের জন্য একটা নিয়ম ও আইন হয়ে উঠল, যেটা আজও জারি রয়েছে।

২৬ দায়ূদ যখন সিক্লগে ফিরে এলেন, তখন তিনি লুট করা জিনিসের মধ্য থেকে কিছু জিনিস যিহূদার প্রাচীনদের পাঠালেন, যারা তার বন্ধু ছিল। তিনি তাদের এই বার্তা পাঠালেন: “যিহোবার শত্রুদের কাছ থেকে লুট করা জিনিসগুলোর মধ্য থেকে এগুলো তোমাদের জন্য উপহার।” ২৭ একইভাবে তিনি এইসমস্ত জায়গার লোকদেরও লুট করা জিনিসের মধ্য থেকে কিছু জিনিস পাঠালেন: বৈথেল, নেগেবের* রামোৎ, যত্তীর, ২৮ অরোয়ের, শিফমোৎ, ইষ্টিমোয়, ২৯ রাখল, যিরহমেলীয়দের নগর, কেনীয়দের নগর, ৩০ হর্মা, বোর-আশন, অথাক ৩১ ও হিব্রোণ। দায়ূদ সেই সমস্ত জায়গার লোকদের জন্য কিছু জিনিস পাঠালেন, যেখানে তিনি এবং তার লোকেরা প্রায়ই যেতেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার