ইষ্রা
৫ পরে, ভাববাদী হগয় এবং ইদ্দোর নাতি ভাববাদী সখরিয় যিহূদা ও জেরুসালেমে বসবাসরত যিহুদিদের কাছে ভবিষ্যদ্বাণী করলেন। তারা ইজরায়েলের সেই ঈশ্বরের নামে ভবিষ্যদ্বাণী করলেন, যিনি তাঁর লোকদের সঙ্গে ছিলেন। ২ তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যিহোষাদকের ছেলে যেশূয় ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করতে শুরু করলেন। এই কাজে ঈশ্বরের ভাববাদীরা তাদের সঙ্গে থাকলেন এবং তাদের উৎসাহ দিতে থাকলেন। ৩ তখন নদীর* এপারের এলাকার রাজ্যপাল তত্তনয় এবং শথর-বোষণয় তাদের সঙ্গীদের সঙ্গে মিলে তাদের কাছে এলেন এবং তাদের জিজ্ঞেস করলেন: “কার আদেশে তোমরা এই কাজ শুরু করেছ আর এই গৃহ নির্মাণ করছ?” ৪ তারা তাদের এও জিজ্ঞেস করলেন: “যারা এই গৃহ নির্মাণ করছে, তাদের নাম কী?” ৫ কিন্তু, যিহুদিদের প্রাচীনদের উপর ঈশ্বরের দৃষ্টি ছিল আর শত্রুরা যিহুদিদের কাজ থামাল না। কিন্তু, তারা এই বিষয়ে রাজা দারিয়াবসের কাছে খবর পাঠালেন আর রাজার কাছ থেকে চিঠি না আসা পর্যন্ত অপেক্ষা করলেন।
৬ নদীর এপারের এলাকার রাজ্যপাল তত্তনয় আর শথর-বোষণয় এবং তার সঙ্গীরা অর্থাৎ নদীর এপারের উপরাজ্যপালেরা রাজা দারিয়াবসকে যে-চিঠি পাঠালেন, ৭ সেটাতে লেখা ছিল:
“হে রাজা দারিয়াবস:
“আপনার মঙ্গল হোক! ৮ আমরা রাজাকে জানাতে চাই যে, আমরা যখন যিহূদা প্রদেশে গিয়েছিলাম, তখন আমরা দেখলাম, সেখানে মহান ঈশ্বরের গৃহ নির্মাণ করা হচ্ছে। সেই গৃহে বড়ো বড়ো পাথর লাগানো হচ্ছে আর কাঠ ব্যবহার করে সেটার দেওয়াল তৈরি করা হচ্ছে। লোকেরা খুব উদ্যোগের সঙ্গে সেই কাজ করছে আর তাই সেই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ৯ তখন আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞেস করলাম: ‘কার আদেশে তোমরা এই কাজ শুরু করেছ আর এই গৃহ নির্মাণ করছ?’ ১০ আমরা তাদের কাছে সেই লোকদের নামও জিজ্ঞেস করলাম, যারা এই কাজে নেতৃত্ব দিচ্ছে, যাতে আমরা তাদের নাম আপনাকে জানাতে পারি।
১১ “উত্তরে তারা বলল: ‘আমরা স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা সেই গৃহ পুনর্নির্মাণ করছি, যেটা অনেক বছর আগে ইজরায়েলের একজন মহান রাজা নির্মাণ করেছিলেন। ১২ কিন্তু, আমাদের পূর্বপুরুষেরা যেহেতু স্বর্গের ঈশ্বরকে রাগিয়ে তুলেছিল, তাই তিনি তাদের ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের হাতে তুলে দিয়েছিলেন। সেই কল্দীয় রাজা এই গৃহকে ধ্বংস করে দিয়েছিলেন এবং লোকদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। ১৩ কিন্তু, যখন রাজা কোরস ব্যাবিলনের রাজা হয়েছিলেন, তখন তিনি তাঁর রাজত্বের প্রথম বছরে ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করার আদেশ জারি করেছিলেন। ১৪ এ ছাড়া, তিনি ব্যাবিলনের মন্দির থেকে ঈশ্বরের গৃহের সেইসমস্ত সোনা-রুপোর বাসনপত্র বের করেছিলেন, যেগুলো নবূখদ্নিৎসর জেরুসালেমের মন্দির থেকে এনে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন। কোরস এই বাসনপত্র শেশ্বসর* নামে একজন ব্যক্তিকে দিয়েছিলেন, যাকে তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছিলেন। ১৫ তিনি শেশ্বসরকে বলেছিলেন: “এই বাসনপত্র নিয়ে গিয়ে জেরুসালেমের মন্দিরে রাখো আর ঈশ্বরের গৃহ যে-জায়গায় ছিল, সেই জায়গাতেই সেটাকে পুনর্নির্মাণ করো।” ১৬ তারপর, শেশ্বসর জেরুসালেমে এলেন এবং ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেই সময় থেকে এই গৃহ নির্মাণের কাজ চলছে, কিন্তু এখনও পর্যন্ত তা শেষ হয়নি।’
১৭ “রাজা যদি ভালো বলে মনে করেন, তা হলে ব্যাবিলনের রাজকোষে থাকা নথিপত্র পরীক্ষা করে দেখা হোক, যাতে এটা জানা যায় যে, রাজা কোরস সত্যিই জেরুসালেমে ঈশ্বরের গৃহ পুনর্নির্মাণ করার আদেশ জারি করেছিলেন কি না। এরপর, এই বিষয়ে রাজা যে-সিদ্ধান্ত নেবেন, তা আমাদের জানানো হোক।”