ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ৭৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ৭৪:শীর্ষলিখন

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

গীতসংহিতা ৭৪:১

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

  • *

    আক্ষ., “ক্রোধের আগুনের ধোঁয়া বের হচ্ছে?”

গীতসংহিতা ৭৪:২

পাদটীকা

  • *

    আক্ষ., “তোমার মণ্ডলীকে।”

গীতসংহিতা ৭৪:৪

পাদটীকা

  • *

    বা “তোমার সম্মেলনের।”

গীতসংহিতা ৭৪:৭

পাদটীকা

  • *

    বা “যে-আবাস।”

গীতসংহিতা ৭৪:৮

পাদটীকা

  • *

    বা “এই দেশে যে-সমস্ত জায়গায় ঈশ্বরের উপাসনা করা হয়, সেগুলো।”

গীতসংহিতা ৭৪:১১

পাদটীকা

  • *

    আক্ষ., “তোমার বুকের।”

গীতসংহিতা ৭৪:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৬, পৃষ্ঠা ১১

গীতসংহিতা ৭৪:১৪

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

  • *

    আক্ষ., “মাথাগুলো।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৬, পৃষ্ঠা ১১

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ৭৪:১-২৩

গীতসংহিতা

আসফের দ্বারা রচিত। মস্কীল।*

৭৪ হে ঈশ্বর, কেন তুমি আমাদের চিরকালের জন্য প্রত্যাখ্যান করেছ?

কেন তোমার চারণভূমির* মেষদের বিরুদ্ধে তোমার ক্রোধের আগুন জ্বলছে?*

 ২ সেই লোকদের* স্মরণ করো, যাদের তুমি অনেক আগে নিজের সম্পদ করে তুলেছিলে,

সেই বংশকে স্মরণ করো, যাকে তুমি তোমার উত্তরাধিকার করার জন্য মুক্ত করেছিলে।

সিয়োন পর্বতকে স্মরণ করো, যেখানে তুমি বাস করতে।

 ৩ সেই জায়গাগুলোর দিকে পা বাড়াও, যেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

শত্রু পবিত্র স্থানের সমস্ত কিছু তছনছ করে দিয়েছে।

 ৪ তোমার বিরোধীরা তোমার সাক্ষাৎ করার* জায়গার ভিতরে গর্জন করেছে।

তারা সেখানে নিজেদের চিহ্ন স্থাপন করেছে।

 ৫ যেভাবে লোকেরা ঘন বনে গাছের উপর কুড়ুল চালায়, সেভাবেই তারা সমস্ত কিছু ধ্বংস করেছে।

 ৬ তারা কুড়ুল এবং লোহার হাতিয়ার দিয়ে গৃহের সমস্ত খোদাই-করা নকশা ভেঙে দিয়েছে।

 ৭ তারা তোমার পবিত্র স্থানে আগুন লাগিয়ে দিয়েছে।

যে-পবিত্র তাঁবু* তোমার নাম বহন করত, তারা সেটাকে কলুষিত করে দিয়েছে এবং ধুলোতে মিশিয়ে দিয়েছে।

 ৮ তারা এবং তাদের বংশধরেরা মনে মনে বলেছে:

“এই দেশে ঈশ্বরের সমস্ত সাক্ষাৎ করার জায়গা* পুড়িয়ে দেওয়া হোক।”

 ৯ আমরা কোনো চিহ্ন দেখতে পাই না,

এক জন ভাববাদীও আর নেই,

আমাদের মধ্যে কেউই জানে না, এই সমস্ত কিছু কতদিন চলবে।

১০ হে ঈশ্বর, বিরোধী কতদিন ধরে তোমাকে টিটকারি দেবে?

শত্রু কি চিরকাল তোমার নামের প্রতি অসম্মান দেখাবে?

১১ কেন তুমি তোমার ডান হাত গুটিয়ে রেখেছ?

তোমার পোশাকের ভাঁজের* মধ্য থেকে তোমার হাত বের করো আর তাদের শেষ করে দাও।

১২ কিন্তু, ঈশ্বর দীর্ঘসময় ধরে আমার রাজা,

তিনিই পৃথিবীতে পরিত্রাণ করেন।

১৩ তুমি তোমার শক্তি ব্যবহার করে সমুদ্রকে উত্তাল করে তুলেছ,

তুমি বিশাল সামুদ্রিক প্রাণীদের মাথা থেঁতলে দিয়েছ।

১৪ তুমি লিবিয়াথনের* মাথা* পিষে দিলে।

তুমি মরুভূমির লোকদের সেটা খেতে দিলে।

১৫ তুমি ঝরনা এবং জলের ধারার মুখ খুলে দিলে,

সবসময় বইতে থাকা নদীগুলোকে শুকিয়ে দিলে।

১৬ দিন তোমার, রাতও তোমার।

তুমি আলো ও সূর্য তৈরি করেছ।

১৭ তুমি পৃথিবীর সমস্ত সীমা নির্ধারণ করেছ,

তুমি গ্রীষ্ম কাল ও শীত কাল তৈরি করেছ।

১৮ হে যিহোবা স্মরণ করো, কীভাবে শত্রু তোমাকে টিটকারি দেয়,

মূর্খ ব্যক্তি কীভাবে তোমার নামের প্রতি অসম্মান দেখায়।

১৯ তোমার ঘুঘুর প্রাণ বন্যপশুদের হাতে তুলে দিয়ো না।

তোমার সেই লোকদের চিরকালের জন্য ভুলে যেয়ো না, যারা অত্যাচার ভোগ করেছে।

২০ আমাদের সাথে করা চুক্তি স্মরণ করো

কারণ পৃথিবীর অন্ধকার জায়গাগুলো হিংস্র লোকদের আস্তানা হয়ে গিয়েছে।

২১ যাদের পিষে দেওয়া হয়েছে, তারা যেন হতাশ হয়ে ফিরে না যায়,

দুঃখী ও গরিব লোকেরা যেন তোমার নামের প্রশংসা করে।

২২ হে ঈশ্বর, ওঠো আর তোমার মামলার পক্ষসমর্থন করো।

স্মরণ করো, কীভাবে মূর্খ ব্যক্তি সারাদিন তোমাকে টিটকারি দেয়।

২৩ তোমার শত্রুরা যা বলছে, তা ভুলে যেয়ো না।

যারা তোমাকে অমান্য করে, তাদের চিৎকার আকাশের দিকে বেড়েই চলেছে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার