বংশাবলির দ্বিতীয় খণ্ড
১৭ আসার জায়গায় তার ছেলে যিহোশাফট রাজা হলেন আর তিনি ইজরায়েলে শক্তিশালী হতে থাকলেন। ২ তিনি যিহূদার সমস্ত প্রাচীর দিয়ে ঘেরা নগরে সৈন্যদল মোতায়েন করলেন আর যিহূদা দেশে এবং ইফ্রয়িমের সেই নগরগুলোতে সৈন্যদল মোতায়েন করলেন, যেগুলো তার বাবা আসা দখল করেছিলেন। ৩ যিহোবা যিহোশাফটের সঙ্গে থাকলেন কারণ তিনি সেই পথে চললেন, যে-পথে তার আগে তার পূর্বপুরুষ দায়ূদ চলেছিলেন আর তিনি বাল দেবতাদের সেবা করলেন না। ৪ যিহোশাফট তার বাবার ঈশ্বরের অনুসন্ধান করলেন এবং তাঁর আজ্ঞাগুলো পালন করলেন আর তিনি ইজরায়েলের আচার-আচরণ অনুকরণ করলেন না। ৫ যিহোবা তার রাজ্য দৃঢ় করতে থাকলেন আর যিহূদার সমস্ত লোক যিহোশাফটকে উপহার দিতে থাকল। তিনি প্রচুর ধনসম্পদ ও মহিমা লাভ করলেন। ৬ তিনি সাহসের সঙ্গে যিহোবার পথে চললেন আর এমনকী যিহূদা থেকে উঁচু জায়গাগুলো এবং উপাসনার খুঁটিগুলো* দূর করে দিলেন।
৭ তার রাজত্বের তৃতীয় বছরে তিনি তার এই অধ্যক্ষদের ডেকে পাঠালেন: বিন্হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়। তিনি তার এই অধ্যক্ষদের যিহূদার নগরগুলোতে শিক্ষা দেওয়ার জন্য পাঠালেন। ৮ তাদের সঙ্গে এই লেবীয়েরাও ছিলেন: শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, আদোনিয়, টোবিয় ও টোব্-অদোনীয়। এ ছাড়া, যাজক ইলীশামা এবং যাজক যিহোরামও ছিলেন। ৯ তারা যিহোবার ব্যবস্থার পুস্তক সঙ্গে নিয়ে যিহূদায় শিক্ষা দিতে লাগলেন। তারা যিহূদার সমস্ত নগরে গিয়ে লোকদের শিক্ষা দিলেন।
১০ যিহূদার আশেপাশের সমস্ত রাজ্যের লোকদের মনে যিহোবার ভয় ঢুকে গেল আর তারা যিহোশাফটের সঙ্গে লড়াই করল না। ১১ পলেষ্টীয়েরা যিহোশাফটের কাছে কর হিসেবে উপহার ও টাকাপয়সা আনতে থাকল। আরবীয়েরা তাদের পশুপাল থেকে ৭,৭০০টা পুংমেষ এবং ৭,৭০০টা পাঁঠা এনে তাকে দিল।
১২ যিহোশাফট দিন দিন শক্তিশালী হতে থাকলেন আর তিনি যিহূদায় দুর্গ এবং ভাণ্ডারের নগর নির্মাণ করতে থাকলেন। ১৩ তিনি যিহূদার নগরগুলোতে বড়ো বড়ো কাজ করলেন আর জেরুসালেমে তার বীরযোদ্ধারা থাকত। ১৪ তাদের নিজেদের বাবার বংশ অনুযায়ী এই দলগুলোতে ভাগ করা হয়েছিল: যিহূদা বংশ থেকে হাজার জনের প্রধানেরা, যাদের মধ্যে প্রথমে ছিলেন সেনাপতি অদ্ন এবং তার সঙ্গে ৩,০০,০০০ বীরযোদ্ধা। ১৫ তার অধীনে ছিলেন সেনাপতি যিহোহানন এবং তার সঙ্গে ছিল ২,৮০,০০০ জন সৈন্য। ১৬ এ ছাড়া, অদ্নের অধীনে ছিলেন সিখ্রির ছেলে অমসিয়, যিনি যিহোবার সেবার জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছিলেন এবং তার সঙ্গে ছিল ২,০০,০০০ বীরযোদ্ধা। ১৭ বিন্যামীন বংশের মধ্য থেকে ছিলেন ইলিয়াদা নামে একজন বীরযোদ্ধা এবং তার সঙ্গে ছিল ২,০০,০০০ সৈন্য, যারা তির-ধনুক ও ঢাল বহন করত। ১৮ ইলিয়াদার অধীনে ছিলেন যিহোষাবদ এবং তার সঙ্গে ছিল ১,৮০,০০০ জন সশস্ত্র সৈন্য। ১৯ তারা রাজার সেবা করতেন। এ ছাড়া, রাজার আরও সৈন্য ছিল, যাদের তিনি পুরো যিহূদায় প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলোতে মোতায়েন করেছিলেন।