ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • গীতসংহিতা ২৮
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

গীতসংহিতা ২৮:১

পাদটীকা

  • *

    বা “কবরে।”

গীতসংহিতা ২৮:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১/১৯৯৫, পৃষ্ঠা ২৮-২৯

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
গীতসংহিতা ২৮:১-৯

গীতসংহিতা

দায়ূদের দ্বারা রচিত।

২৮ হে যিহোবা, আমার শৈল, আমি তোমাকেই ডাকতে থাকি,

আমাকে উপেক্ষা কোরো না।

তুমি যদি চুপ করে থাক,

তা হলে আমার অবস্থা সেই লোকদের মতো হবে, যারা গর্তে* নেমে যাচ্ছে।

 ২ আমি যখন সাহায্য চেয়ে তোমাকে ডাকব,

তোমার পবিত্র স্থানের সবচেয়ে ভিতরের ঘরের দিকে আমার হাত তুলব,

তখন তুমি আমার অনুরোধ শুনো।

 ৩ তুমি সেই মন্দ লোকদের সঙ্গে আমাকে টেনে নিয়ে যেয়ো না,

যারা অন্যের ক্ষতি করে,

যারা তাদের সঙ্গীদের সঙ্গে মুখে শান্তির কথা বলে অথচ তাদের হৃদয়ে মন্দ বিষয় রয়েছে।

 ৪ তুমি তাদের কাজের জন্য,

হ্যাঁ, তাদের মন্দ কাজের জন্য তাদের প্রতিফল দাও।

তুমি তাদের কাজের জন্য,

হ্যাঁ, তারা যা-কিছু করেছে, সেগুলোর জন্য তাদের শাস্তি দাও।

 ৫ কারণ তারা যিহোবার কাজের প্রতি

কিংবা তাঁর হাতের কাজের প্রতি একটুও মনোযোগ দেয় না।

তিনি তাদের ফেলে দেবেন, আর তুলবেন না।

 ৬ যিহোবার প্রশংসা হোক

কারণ তিনি সাহায্য চেয়ে করা আমার বিনতি শুনেছেন।

 ৭ যিহোবা আমার শক্তি এবং আমার ঢাল।

আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তাঁর উপর আস্থা রাখি।

আমি তাঁর কাছ থেকে সাহায্য পেয়েছি আর আমার হৃদয় খুবই আনন্দিত,

তাই আমি আমার গানের মাধ্যমে তাঁর প্রশংসা করব।

 ৮ যিহোবা তাঁর লোকদের শক্তি,

তিনি এক দৃঢ় দুর্গ, তিনি তাঁর অভিষিক্ত ব্যক্তিকে চমৎকার উপায়ে রক্ষা করেন।

 ৯ তোমার লোকদের রক্ষা করো এবং তাদের আশীর্বাদ করো।

তাদের পালন করো এবং চিরকাল তাদের কোলে করে বহন করো।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার