ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ২ শমূয়েল ৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

২ শমূয়েল ৪:১

পাদটীকা

  • *

    আক্ষ., “তার হাত দুর্বল হয়ে পড়ল।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
২ শমূয়েল ৪:১-১২

শমূয়েলের দ্বিতীয় পুস্তক

৪ শৌলের ছেলে ঈশ্‌বোশৎ যখন জানতে পারলেন যে, হিব্রোণে অব্‌নের মারা গিয়েছেন, তখন তার মনোবল ভেঙে গেল* আর সমস্ত ইজরায়েলীয়ের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হল। ২ শৌলের ছেলের লুটকারীদের দলের দু-জন সর্দার ছিল, একজনের নাম বানা এবং অন্যজনের নাম রেখব। তারা দু-জন বিন্যামীন বংশের রিম্মোণের ছেলে ছিল, যে বেরোতের বাসিন্দা। (বেরোৎকেও বিন্যামীনের এলাকার অংশ হিসেবে ধরা হত। ৩ বেরোতের লোকেরা গিত্তয়িমে পালিয়ে গিয়েছিল আর আজ পর্যন্ত তারা সেখানে বিদেশি হিসেবে বাস করে।)

৪ শৌলের ছেলে যোনাথনের একটি ছেলে ছিল, যে খোঁড়া ছিল। তার নাম মফীবোশৎ। মফীবোশতের বয়স যখন পাঁচ বছর ছিল, তখন যিষ্রিয়েল থেকে খবর এসেছিল, শৌল ও যোনাথন মারা গিয়েছেন। এই খবর শুনে তার দাইমা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল আর সে যখন মফীবোশৎকে তুলে নিয়ে তাড়াহুড়ো করে পালাচ্ছিল, তখন মফীবোশৎ তার হাত থেকে পড়ে গিয়েছিল আর এই কারণে সে খোঁড়া হয়ে গিয়েছিল।

৫ বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও বানা দুপুর বেলায় ঈশ্‌বোশতের বাড়িতে এল, যখন প্রচণ্ড গরম ছিল। সেইসময় ঈশ্‌বোশৎ ঘরে বিশ্রাম করছিলেন। ৬ তারা এমন ভান করে বাড়িতে ঢুকল, যেন তারা গম নিতে এসেছে। তারপর, তারা ঈশ্‌বোশতের পেটে ছুরি ঢুকিয়ে দিল আর সেখান থেকে পালিয়ে গেল। ৭ তারা দু-জনে যখন বাড়ির ভিতরে ঢুকেছিল, তখন ঈশ্‌বোশৎ তার শোয়ার ঘরে বিছানায় শুয়ে ছিলেন। তারা সেখানেই তাকে হত্যা করেছিল আর তার মাথা কেটে নিয়েছিল। তারা তার মাথা নিয়ে অরাবা যাওয়ার রাস্তা ধরে সারারাত হেঁটে ৮ হিব্রোণে এসে পৌঁছোল। তারা ঈশ্‌বোশতের মাথা নিয়ে রাজা দায়ূদের কাছে এল আর তাকে বলল: “এই দেখুন, যে-শত্রু আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, সেই শৌলের ছেলে ঈশ্‌বোশতের মাথা। আজ যিহোবা আমাদের প্রভু মহারাজের হয়ে শৌল এবং তার বংশধরদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন।”

৯ কিন্তু, দায়ূদ বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও বানাকে বললেন: “জীবন্ত ঈশ্বর যিহোবা, যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, তাঁর নামে দিব্য করে বলছি, ১০ সিক্লগে যখন কেউ এসে আমাকে খবর দিয়েছিল, ‘শৌল মারা গিয়েছেন’ এবং সে ভেবেছিল, সে আমাকে সুখবর দিচ্ছে, তখন আমি তাকে ধরে মেরে ফেলেছিলাম। সেই বার্তাবাহককে আমি এই পুরস্কারই দিয়েছিলাম! ১১ তাহলে, সেই মন্দ ব্যক্তিদের কি এর চেয়েও বড়ো শাস্তি হওয়া উচিত নয়, যারা একজন ধার্মিক ব্যক্তিকে তারই বাড়িতে ঢুকে তার বিছানার উপর মেরে ফেলেছে? আমার কি তোমাদের দু-জনের কাছ থেকে তার রক্তের প্রতিশোধ নেওয়া এবং তোমাদের পৃথিবী থেকে মুছে ফেলা উচিত নয়?” ১২ তারপর, দায়ূদ তার যুবকদের আদেশ দিলেন, যেন তারা সেই দু-জনকে মেরে ফেলে। তারা সেই দু-জনকে মেরে ফেলল আর তাদের হাত-পা কেটে তাদের মৃতদেহ হিব্রোণের পুকুরের কাছে টাঙ্গিয়ে দিল। কিন্তু, তারা ঈশ্‌বোশতের মাথাটা নিয়ে সেটাকে হিব্রোণে অব্‌নেরের কবরে কবর দিল।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার