যিরমিয়
২৯ এগুলো ভাববাদী যিরমিয়ের লেখা চিঠির কথা, যেটা তিনি জেরুসালেম থেকে বন্দিত্বে থাকা লোকদের মাঝে বসবাসরত বাকি প্রাচীনদের, যাজকদের, ভাববাদীদের এবং সমস্ত লোকের উদ্দেশে লিখেছিলেন, যাদের নবূখদ্নিৎসর বন্দি করে জেরুসালেম থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন। ২ রাজা যিকনিয়, রাজমাতা, রাজকর্মচারীরা, যিহূদা ও জেরুসালেমের অধ্যক্ষেরা, কারিগরেরা এবং কামারেরা* জেরুসালেম থেকে চলে যাওয়ার পর যিরমিয় এই চিঠি পাঠিয়েছিলেন। ৩ তিনি এই চিঠি শাফনের ছেলে ইলিয়াসা এবং হিল্কিয়ের ছেলে গমরিয়ের হাতে পাঠালেন, যাদের যিহূদার রাজা সিদিকিয় ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের কাছে পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল:
৪ “স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা যে-সমস্ত লোককে জেরুসালেম থেকে ব্যাবিলনে বন্দিত্বে পাঠিয়েছেন, তাদের তিনি এই কথা বলেন, ৫ ‘বাড়ি তৈরি করো আর সেগুলোতে বাস করো। বাগান করো আর সেগুলোর ফল খাও। ৬ তোমরা বিয়ে করো এবং ছেলে-মেয়ের জন্ম দাও, তোমাদের ছেলে-মেয়েদেরও বিয়ে দাও, যাতে তাদেরও ছেলে-মেয়ে হয়। সেখানে তোমাদের জনসংখ্যা যেন কমে না যায় বরং বৃদ্ধি পায়। ৭ আর আমি যে-নগরে তোমাদের বন্দিত্বে পাঠিয়েছি, সেই নগরের শান্তির চেষ্টা করো এবং সেটার হয়ে যিহোবার কাছে প্রার্থনা করো কারণ সেখানে শান্তি থাকলে তোমরাও শান্তিতে থাকবে। ৮ কারণ স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “তোমাদের মাঝে তোমাদের যে-ভাববাদীরা ও জ্যোতিষীরা রয়েছে, তাদের দ্বারা প্রতারিত হোয়ো না এবং তারা স্বপ্ন দেখে যে-বিষয়গুলো বলে, সেগুলোর প্রতি কান দিয়ো না। ৯ কারণ যিহোবা ঘোষণা করেন: ‘তারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী করছে। আমি তাদের পাঠাইনি।’”’”
১০ “কারণ যিহোবা এই কথা বলেন, ‘যখন ব্যাবিলনে ৭০ বছর পূর্ণ হবে, তখন আমি তোমাদের প্রতি মনোযোগ দেব আর আমি তোমাদের এই জায়গায় ফিরিয়ে আনার মাধ্যমে আমার প্রতিজ্ঞা পরিপূর্ণ করব।’
১১ “যিহোবা ঘোষণা করেন: ‘কারণ আমি তোমাদের প্রতি কী করব, তা আমি ভেবে রেখেছি। আমি তোমাদের উপর বিপর্যয় আনব না বরং তোমাদের শান্তি দেব, যাতে আমি তোমাদের এক উত্তম ভবিষ্যৎ এবং এক আশা দিতে পারি। ১২ তোমরা আমাকে ডাকবে, আমার কাছে এসে প্রার্থনা করবে আর আমি তোমাদের কথা শুনব।’
১৩ “‘তোমরা আমার খোঁজ করবে আর আমাকে খুঁজে পাবে কারণ তোমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে আমার অনুসন্ধান করবে ১৪ আর আমি তোমাদের আমাকে খুঁজে পেতে দেব।’ যিহোবা এই কথা ঘোষণা করেছেন। ‘আমি তোমাদের যে-সমস্ত জায়গায় ও দেশে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছি এবং যে-সমস্ত জায়গায় তোমরা বন্দি রয়েছ, সেইসমস্ত জায়গা থেকে আমি তোমাদের সবাইকে একত্রিত করব আর সেই জায়গায় ফিরিয়ে আনব, যেখান থেকে আমি তোমাদের বন্দিত্বে পাঠিয়েছি।’ যিহোবা এই কথা ঘোষণা করেছেন।
১৫ “কিন্তু তোমরা বলেছ, ‘যিহোবা ব্যাবিলনেই আমাদের জন্য ভাববাদীদের উৎপন্ন করেছেন।’
১৬ “যিহোবা দায়ূদের সিংহাসনে বসে থাকা রাজাকে এবং এই নগরে বসবাসরত সমস্ত লোককে অর্থাৎ তোমাদের ভাইদের, যারা তোমাদের সঙ্গে বন্দিত্বে যায়নি, তাদের এই কথা বলেন, ১৭ ‘স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেন: “দেখো, আমি তাদের মাঝে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারি* পাঠাচ্ছি। আমি তাদের পচা* ডুমুরের মতো করে দেব, যেগুলো এতটাই খারাপ যে, খাওয়ার অযোগ্য।”’
১৮ “‘আমি তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারি নিয়ে তাদের পিছু ধাওয়া করব আর তাদের এমন অবস্থা করব যে, তা দেখে পৃথিবীর সমস্ত রাজ্য আতঙ্কিত হয়ে পড়বে, তাদের অভিশপ্ত হিসেবে দেখবে, তাদের দেখে হতবাক হয়ে যাবে, তাদের নিয়ে ঠাট্টা করে শিস দেবে আর যে-সমস্ত দেশে আমি তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেব, সেইসমস্ত দেশে তাদের অপমান করা হবে। ১৯ কারণ তারা আমার বার্তা শোনেনি, যেটা আমি আমার দাসদের, আমার ভাববাদীদের মাধ্যমে বার বার* তাদের কাছে পাঠিয়েছিলাম।’ যিহোবা এই কথা ঘোষণা করেছেন।
“যিহোবা ঘোষণা করেন, ‘কিন্তু, তোমরা আমার কথা শোননি।’
২০ “তাই তোমরা, যাদের আমি জেরুসালেম থেকে ব্যাবিলনে বন্দিত্বে পাঠিয়েছি, তোমরা সবাই যিহোবার বার্তা শোনো। ২১ কোলায়ার ছেলে আহাব এবং মাসেয়ের ছেলে সিদিকিয়, যারা আমার নামে তোমাদের কাছে মিথ্যা ভবিষ্যদ্বাণী করছে, তাদের বিষয়ে স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘দেখো, আমি তাদের ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের* হাতে তুলে দিচ্ছি। সে তোমাদের চোখের সামনে তাদের মেরে ফেলবে। ২২ তাদের প্রতি যা ঘটবে, সেই বিষয়ে উল্লেখ করে ব্যাবিলনে বসবাসরত যিহূদার সমস্ত বন্দি অভিশাপ দেওয়ার সময় বলবে: “যিহোবা যেন তোমাকে সিদিকিয় ও আহাবের মতো করে দেন, যাদের ব্যাবিলনের রাজা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন!” ২৩ কারণ তারা ইজরায়েলে লজ্জাজনক কাজ করেছে, নিজেদের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে আর আমার নামে মিথ্যা কথা বলেছে, যেগুলোর বিষয়ে আমি তাদের আজ্ঞা দিইনি।
“‘যিহোবা ঘোষণা করেন, “আমি এই সমস্ত কিছু জানি আর আমি এগুলোর সাক্ষি।”’”
২৪ “আর তুমি নিহিলামীয় শময়িয়কে বলবে, ২৫ ‘স্বর্গীয় বাহিনীর শাসক এবং ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেন: “তুমি তোমার নামে জেরুসালেমের সমস্ত লোককে, মাসেয়ের ছেলে যাজক সফনিয়কে এবং সমস্ত যাজককে চিঠি পাঠিয়ে এই কথা বলেছ, ২৬ ‘যিহোবা যাজক যিহোয়াদার পরিবর্তে তোমাকে, সফনিয়কে যাজক করেছেন, যাতে তুমি যিহোবার গৃহের অধ্যক্ষ হও আর কোনো পাগল যদি ভাববাদী হওয়ার ভান করে, তা হলে তাকে ধর এবং হাড়িকাঠে* আটকে রাখ। ২৭ তাহলে, কেন তুমি অনাথোতের যিরমিয়কে ধমক দাওনি, যে তোমাদের ভাববাদী হওয়ার ভান করছে? ২৮ সে এমনকী ব্যাবিলনে আমাদের কাছে চিঠি পাঠিয়ে বলেছে: “বন্দিত্ব অনেক দিন ধরে চলবে! বাড়ি তৈরি করো আর সেগুলোতে বাস করো। বাগান করো আর সেগুলোর ফল খাও, —”’”’”
২৯ যাজক সফনিয় যখন ভাববাদী যিরমিয়ের সামনে এই চিঠিটা পড়লেন, ৩০ তখন যিহোবার এই বার্তা যিরমিয়ের কাছে এল: ৩১ “বন্দিত্বে থাকা সমস্ত লোকের কাছে এই বার্তা পাঠাও, ‘নিহিলামীয় শময়িয়ের বিষয়ে যিহোবা এই কথা বলেন: “আমি শময়িয়কে না পাঠানো সত্ত্বেও যেহেতু সে তোমাদের কাছে ভবিষ্যদ্বাণী করেছে আর তোমাদের মিথ্যা কথায় বিশ্বাস করানোর চেষ্টা করেছে, ৩২ তাই যিহোবা এই কথা বলেন, ‘দেখো! আমি নিহিলামীয় শময়িয় এবং তার বংশধরদের শাস্তি দেব। তার বংশধরদের মধ্যে এক জন পুরুষও এই লোকদের মাঝে জীবিত থাকবে না। আমি আমার লোকদের প্রতি যে-ভালো বিষয়গুলো করব, সেগুলো সে দেখতে পাবে না কারণ সে যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য লোকদের উসকেছে।’ যিহোবা এই কথা ঘোষণা করেছেন।”’”