ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৮ ১/৮ পৃষ্ঠা ৩২
  • “আপনারা লোকেদের জন্য এক উত্তম কাজ করছেন”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “আপনারা লোকেদের জন্য এক উত্তম কাজ করছেন”
  • ১৯৯৮ সচেতন থাক!
১৯৯৮ সচেতন থাক!
g৯৮ ১/৮ পৃষ্ঠা ৩২

“আপনারা লোকেদের জন্য এক উত্তম কাজ করছেন”

ভারতে, গোয়ার একজন ব্যক্তি, দুইজন যিহোবার সাক্ষী যারা তার গৃহে তার সাথে সাক্ষাৎ করেছিলেন তাদের কাছ থেকে সচেতন থাক! (ইংরাজি) এর দুটি কপি পেয়েছিলেন। সেগুলি পড়ার পর, তিনি নিচের এই চিঠিটি পত্রিকার প্রকাশকদের কাছে লিখেছিলেন:

“আমি সেই দুইজন ভদ্রমহিলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যারা এই কিছুদিন আগে আমার সাথে আমার বাড়িতে সাক্ষাৎ করেছিলেন এবং সচেতন থাক! পত্রিকার কপিগুলি ছেড়ে গিয়েছিলেন। ভেবেছিলাম সেগুলি ছিল অপপ্রচার তাই আমি কয়েক দিন ধরে সেগুলির দিকে লক্ষ্য দিইনি। কিন্তু একদিন সেই পত্রিকাগুলির একটির মধ্যে ‘অ্যামাজনের বর্ষামুখর অরণ্য’ (মার্চ ২২, ১৯৯৭, ইংরাজি) নামক প্রবন্ধটির উপর আমি এক ঝলক দৃষ্টি দিলাম। আমি সেটি পড়তে শুরু করলাম আর যতক্ষণ পর্যন্ত তা পুরোপুরি ও সযত্নে পড়ে শেষ করেছি ততক্ষণ ওই পত্রিকাটি দূরে সরিয়ে রাখতে পারিনি।

“আমি সচেতন থাক! এর মধ্যে যে তথ্যটি পেয়েছি তা অত্যন্ত আগ্রহজনক ও ব্যাখ্যামূলক। এছাড়া অন্যান্য বিষয়গুলিও আমাকে মুগ্ধ করেছিল। সেই বিভিন্ন প্রবন্ধের অত্যন্ত যুক্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দৃষ্টি আকর্ষণীয় বিষয়গুলি আমি সবচেয়ে বেশি উপলব্ধি করেছি।”

সচেতন থাক! এর এই প্রথম পাঠক, আরও বলেন: “আপনারা লোকেদের জন্য তাদের গৃহে এইধরনের মূল্যবান তথ্য নিয়ে আসার দ্বারা এক উত্তম কাজ করছেন।”

আপনিও সচেতন থাক! পড়ার মাধ্যমে উপকৃত হবেন। আপনি যদি এর অন্য একটি কপি পেতে চান অথবা আপনার সাথে বাইবেল আলোচনা করার জন্য কেউ আপনার গৃহে সাক্ষাৎ করুন তা চান, তাহলে Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া যথাযথ ঠিকানায় লিখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার