‘সেগুলি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে’
সোভিয়েত ইউনিয়নের পূর্বতন গণপ্রজাতন্ত্রী কিরগিজস্তানের, কারাকোল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিদেশী ভাষা বিভাগের প্রধান, যিহোবার সাক্ষীদের প্রকাশনাগুলির প্রশংসা করেছিলেন। রাশিয়ায় যিহোবার সাক্ষীদের শাখা অফিসে তিনি নিম্নোক্ত বিষয়টি লিখেছিলেন:
“আজকের এই সামাজিক ও অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে, আপনাদের বই ও ব্রোশারগুলি আমাদের ইংরাজি, জার্মান, রুশ, কিরগিজ ও তুর্কী ভাষা শিখতে প্রচুররূপে সাহায্য করে থাকে। . . . ব্যবহারিক অনুবাদের উপর যারা অধ্যয়ন করছেন তাদের কাছে আপনাদের ব্রোশারগুলির প্রচুর চাহিদা রয়েছে। . . . জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি), পারিবারিক সুখের রহস্য (ইংরাজি) এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) নামক বইগুলির জন্য ধন্যবাদ।
“আমাদের ছাত্রদের মধ্যে অনেকেই যিহোবার সাক্ষী। তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে সচেতন থাক! পত্রিকা পড়ে থাকে আর তাদের বাড়ির কাজে সেগুলি ব্যবহার করে।”
প্রশংসা করার জন্য লেখক বিশেষভাবে সচেতন থাক!-কে পৃথক করেছিলেন: “আগ্রহজনক ও তথ্যমূলক প্রবন্ধগুলির জন্য ধন্যবাদ। . . . সেগুলি আমাদের মধ্যে আশা জাগিয়ে তোলে ও আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। . . . সচেতন থাক! এর ‘বিশ্ব নিরীক্ষা’ বিভাগটি আমরা সকলে অত্যন্ত আনন্দের সঙ্গে পড়ে থাকি।”
আপনি যদি সচেতন থাক! পত্রিকার একটি কপি পেতে চান অথবা আপনার সাথে বাইবেল আলোচনা করার জন্য যিহোবার সাক্ষীদের একজন আপনার গৃহে সাক্ষাৎ করুন তা চান, তাহলে দয়া করে Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া যথাযথ ঠিকানায় লিখুন।