ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০১ ১/৮ পৃষ্ঠা ৩২
  • ‘আপনারা সকলের প্রতি ভালবাসা দেখাচ্ছেন’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘আপনারা সকলের প্রতি ভালবাসা দেখাচ্ছেন’
  • ২০০১ সচেতন থাক!
২০০১ সচেতন থাক!
g০১ ১/৮ পৃষ্ঠা ৩২

‘আপনারা সকলের প্রতি ভালবাসা দেখাচ্ছেন’

যুগোস্লাভিয়ার শাখা অফিস একটা চিঠি পেয়েছে, যেটাতে যিহোবার সাক্ষিদের প্রশংসা করে এই কথাগুলো লেখা হয়েছিল। এই দেশে শত শত বছর ধরে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অন্যের সঙ্গে লড়াই করে চলেছে। ওই চিঠিতে এই কথাগুলো ছিল:

“মহাশয়েরা,

আমি সারাজেভোতে যিহোবার সাক্ষিদের বিষয়ে অনেক কথা শুনেছি কিন্তু আপনাদের বিশ্বাসের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তবে, গত গরমের সময় জার্মানিতে আপনাদের একটা সম্মেলনে আমি যোগ দিই আর তখনই আপনাদের সম্বন্ধে আমার ধারণা পালটে যায়। ক্রোয়েশিয়া, যুগোস্লাভিয়া ও বসনিয়ার লোকেরা একসঙ্গে বসে আছেন, একে অন্যকে ভাইবোন বলে ডাকছেন ও তাদের মধ্যে কোন সমস্যা নেই দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে যাই! এইরকম দৃশ্য এর আগে আমি কোনদিন দেখিনি! একে অন্যের প্রতি আপনাদের ভালবাসাই এক জোরালো প্রমাণ যে, রাজনীতি আপনাদের মধ্যে কোন ভেদাভেদ তৈরি করতে পারবে না! আপনারা সকলের প্রতি যে ভালবাসা দেখাচ্ছেন তার জন্য ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, এটাই আমার শুভ কামনা!”

যে দেশগুলোর লোকেরা অনেকদিন ধরে অন্য সম্প্রদায়ের লোকেদের প্রতি ঘৃণা পোষণ করে আসছে, সেই দেশগুলো থেকে এইরকম খবর পড়ে এই প্রশ্নটাই জাগে, যুদ্ধ ছাড়া এক জগৎ কি কখনও আসবে? এই নামে ৩২ পৃষ্ঠার একটা ব্রোশার আছে, যা জোরালোভাবে সাক্ষ্য দেয় যে এইরকম এক জগৎ আসবে। কিন্তু কীভাবে? আর কখন-ই বা তা আসবে?

আপনি যদি ৩২ পৃষ্ঠার এই ব্রোশারের বিষয়ে আরও তথ্য জানতে চান, তাহলে দয়া করে এখানে যে কুপনটা আছে সেটা পূরণ করে ৫ পৃষ্ঠায় দেওয়া যে কোন উপযুক্ত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন। (g০০ ১১/৮)

◻আমাকে এক কপি যুদ্ধ ছাড়া এক জগৎ কি কখনও আসবে? (ইংরেজি) ব্রোশার পাঠান।

◻বিনা পয়সায় বাইবেল অধ্যয়ন করানোর জন্য আমার সঙ্গে দেখা করুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার