ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g০৪ ১০/৮ পৃষ্ঠা ২৯
  • পরোপকারী লোক আজও রয়েছে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরোপকারী লোক আজও রয়েছে
  • ২০০৪ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন শমরীয় উত্তম প্রতিবেশী প্রমাণিত হন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে”
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রতিবেশীসুলভ শমরীয়ের নীতিগল্প
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৮
২০০৪ সচেতন থাক!
g০৪ ১০/৮ পৃষ্ঠা ২৯

পরোপকারী লোক আজও রয়েছে

মেক্সিকোর সচেতন থাক! লেখক কর্তৃক

বাইবেলে শমরিয়ার একজন প্রতিবেশীসুলভ ব্যক্তির একটা গল্প রয়েছে। (লূক ১০:২৯-৩৭) এই নীতিগল্পে যিশু খ্রিস্ট দেখিয়েছিলেন যে একজন শমরীয় ব্যক্তি, বিপদে পড়া একজন প্রতিবেশীর প্রতি কতখানি অসাধারণ ভালবাসা দেখান। এই ধরনের পরোপকারী লোক কি আজও রয়েছে? নিচে দেওয়া মেক্সিকোর এই ঘটনাটা বিবেচনা করুন।

বিটুয়েল ও তার পরিবার কোনো জায়গা থেকে ফিরে আসার সময় তাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মহাসড়কে এক ভয়ানক মোটরগাড়ি দুর্ঘটনা দেখতে পায়। সাহায্য করার জন্য তারা থামে। চালকদের মধ্যে একজন ছিলেন এক ডাক্তার যিনি তার গর্ভবতী স্ত্রী ও ছোট দুই মেয়েকে চিকিৎসার জন্য কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে তাদের অনুরোধ জানান। তারা তা করেছিল এবং এরপর বিটুয়েল আরও কোনো সাহায্য করতে পারেন কি না, তা দেখার জন্য আবার সেই দুর্ঘটনাস্থলে ফিরে আসেন।

বিটুয়েল বর্ণনা করেন: “সরকারি মহাসড়ক পুলিশ আসে এবং তদন্তের জন্য সেই ডাক্তারকে গ্রেপ্তার করা হয় কারণ ওই দুর্ঘটনায় একজন মারা গিয়েছেন। সেই ডাক্তার যখন আমাকে জিজ্ঞেস করেন যে কেন আমি তাকে সাহায্য করছিলাম, তখন আমি ব্যাখ্যা করি যে আমরা যিহোবার সাক্ষি আর আমরা বাইবেল থেকে শিখেছি যে আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের ভালবাসা দেখানো উচিত। আমি তাকে বলি যে, তার স্ত্রী ও সন্তানদের জন্য তার দুশ্চিন্তা করার দরকার নেই কারণ আমরা তাদের যত্ন নেব। কৃতজ্ঞতাপূর্ণ অশ্রু ভরা চোখে এরপর তিনি তার মূল্যবান জিনিসগুলো সযত্নে রাখার জন্য আমার হাতে তুলে দিয়েছিলেন।”

বিটুয়েল ও তার পরিবার সেই ব্যক্তির পরিবারকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং বেশ কয়েক দিন তাদের যত্ন নেয়। বিটুয়েল তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার সুযোগ গ্রহণ করেছিলেন। সেই ডাক্তার যখন জেলখানা থেকে ছাড়া পান, তখন তিনি তার কৃতজ্ঞতা এবং যিহোবার সাক্ষিদের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছিলেন। তিনি তার শহরে গিয়ে বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন এবং এও বলেন যে, তার স্ত্রীর যদি ছেলে হয়, তা হলে তিনি তার নাম বিটুয়েল রাখবেন। বিটুয়েল আরও বলেন: “দুবছর পর, তাদের কাছে বেড়াতে যাওয়ার সুযোগ আমাদের হয়েছিল। আশ্চর্যের বিষয় হল যে, তারা বাইবেল অধ্যয়ন চালিয়ে যাচ্ছে এবং তাদের ছোট্ট ছেলের নাম বিটুয়েল!” (g০৪ ৮/৮)

[২৯ পৃষ্ঠার চিত্র]

বিটুয়েল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার