বিভাগ ৩
“চিত্তে বিজ্ঞ”
প্রকৃত প্রজ্ঞা হল, সবচেয়ে মূল্যবান ধনগুলোর মধ্যে একটা, যা আপনি খুঁজতে পারেন। একা যিহোবাই এর উৎস। এই বিভাগে আমরা যিহোবা ঈশ্বরের অসীম প্রজ্ঞা আরও গভীরভাবে দেখব, যাঁর সম্বন্ধে বিশ্বস্ত ব্যক্তি ইয়োব বলেছিলেন: “তিনি চিত্তে জ্ঞানবান [“বিজ্ঞ,” Nw]।” —ইয়োব ৯:৪.