ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • T-৩৩ পৃষ্ঠা ১-৪
  • কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?
  • কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?
    ভবিষ্যৎকে আপনি কোন দৃষ্টিতে দেখেন?
  • ঈশ্বরের রাজ্য কী?
    ঈশ্বরের রাজ্য কী?
  • মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?
    মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে?
  • দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?
    দুঃখকষ্ট কি কখনো শেষ হবে?
আরও দেখুন
কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?
T-৩৩ পৃষ্ঠা ১-৪

কে আসলে এই জগৎকে নিয়ন্ত্রণ করছে?

আপনি কী মনে করেন, সেই নিয়ন্ত্রণকারী হল . . .

  • ঈশ্বর?

  • মানুষ?

  • নাকি অন্য কেউ?

বাইবেল যা বলে

“সমস্ত জগৎ শয়তানের ক্ষমতার নীচে পড়ে আছে।”—১ যোহন ৫:১৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।

“ঈশ্বরের পুত্র . . . প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য্য সকল লোপ করেন।”—১ যোহন ৩:৮, পবিত্র বাইবেল।

আপনার জন্য এর অর্থ যা হতে পারে

জগতের সমস্যাগুলোর পিছনে সুস্পষ্ট কারণ জানা।—প্রকাশিত বাক্য ১২:১২.

আমাদের জগতের অবস্থা যে পরিবর্তিত হয়ে আরও ভালো হবে, তা বিশ্বাস করার ভিত্তি।—১ যোহন ২:১৭.

শয়তান জগতের রাজনীতি, সামরিক বাহিনী, ধর্ম এবং লোকেদের নিয়ত্রণ করছ

বাইবেল যা বলে, তা কি আমরা আসলেই বিশ্বাস করতে পারি?

বিশ্বাস করতে পারি আর তা অন্ততপক্ষে তিনটে কারণে:

  • শয়তানের শাসনের শেষ একেবারে নিশ্চিত। যিহোবা মানবজাতির ওপর থেকে শয়তানের নিয়ন্ত্রণ দূর করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। তিনি ‘দিয়াবলকে শক্তিহীন করিবার’ এবং শয়তান যে-সমস্ত ক্ষতিসাধন করেছে, সেইসমস্ত ক্ষতি দূর করার প্রতিজ্ঞা করেছেন।—ইব্রীয় ২:১৪.

  • ঈশ্বর এই জগৎকে শাসন করার জন্য যিশু খ্রিস্টকে মনোনীত করেছেন। এই জগৎ বর্তমানে যে-নিষ্ঠুর, স্বার্থপর শাসকের অধীনে রয়েছে, যিশু সেই শাসকের পুরোপুরি বিপরীত। যিশুর রাজত্বের বিষয়ে ঈশ্বর এই প্রতিজ্ঞা করেন: “অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেন . . . অত্যাচার ও আক্রমণের হাত থেকে তিনি তাদের প্রাণ রক্ষা করবেন।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।

  • ঈশ্বর মিথ্যা কথা বলতে পারেন না। বাইবেল স্পষ্টভাবে বলে: “মিথ্যাকথা বলা ঈশ্বরের অসাধ্য।” (ইব্রীয় ৬:১৮, পবিত্র বাইবেল) যিহোবা যখন কোনো কিছু করার প্রতিজ্ঞা করেন, তখন বলা যায় সেটা পরিপূর্ণ হয়েই গিয়েছে! (যিশাইয় ৫৫:১০, ১১) “এ জগতের অধিপতি বাহিরে নিক্ষিপ্ত হইবে।”—যোহন ১২:৩১.

চিন্তা করার মতো বিষয়

একটা সুখী পরিবার বাইরে একসগ আনন্দপূর্ণ সময় কাটাচ্ছ

এই জগতের শাসককে দূর করে দেওয়ার পর জগৎ কেমন হবে?

বাইবেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় গীতসংহিতা ৩৭:১০, ১১ এবং প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার