পাঠ ১
ঈশ্বর স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেন
যিহোবা ঈশ্বর হলেন আমাদের সৃষ্টিকর্তা। আমরা আমাদের চারপাশে যে-বিষয়গুলো দেখতে পাই এবং যে-বিষয়গুলো দেখতে পাই না, সেই সমস্ত কিছু তিনি তৈরি করেছেন। আমরা যে-বিষয়গুলো দেখতে পাই না, সেগুলো তৈরি করার আগে তিনি অনেক অনেক স্বর্গদূত তৈরি করেছেন। তুমি কি জান, স্বর্গদূত কারা? স্বর্গদূতদের যিহোবা তাঁর মতো করে তৈরি করেছেন। আমরা তাদের দেখতে পাই না, ঠিক যেমন আমরা ঈশ্বরকে দেখতে পাই না। যিহোবা সবচেয়ে প্রথমে যে-স্বর্গদূতকে তৈরি করেছেন, সেই স্বর্গদূত তাঁকে অন্যান্য সমস্ত কিছু সৃষ্টি করার জন্য সাহায্য করেছেন। তিনি বিভিন্ন নক্ষত্র, গ্রহ এবং অন্য সমস্ত কিছু তৈরি করার কাজে যিহোবাকে সাহায্য করেছেন। এই গ্রহগুলোর মধ্যে একটা হল পৃথিবী অর্থাৎ আমাদের এই চমৎকার বাড়ি।
যিহোবা পৃথিবীকে এমনভাবে তৈরি করেছেন, যাতে সেখানে পশুপাখি ও মানুষ বেঁচে থাকতে পারে। তিনি পৃথিবীতে আলো দেওয়ার জন্য সূর্য সৃষ্টি করেছেন। এ ছাড়া, তিনি পাহাড়, পর্বত, সাগর, সমুদ্র ও নদনদী তৈরি করেছেন।
এরপর তিনি কী করেছিলেন? যিহোবা বলেন: ‘আমি ঘাস, লতাপাতা ও গাছপালা তৈরি করব।’ এগুলোতে বিভিন্ন ধরনের ফল, শাকসবজি ও ফুল হতে শুরু করে। এরপর যিহোবা এমন সমস্ত ধরনের পশুপাখি সৃষ্টি করেন, যেগুলো আকাশে ওড়ে, জলে সাঁতার কাটে এবং বুকে ভর দিয়ে চলে। তিনি খরগোশের মতো ছোটো ছোটো আর হাতির মতো বড়ো বড়ো প্রাণী সৃষ্টি করেন। তোমার প্রিয় পশু বা পাখি কী?
এরপর যিহোবা প্রথম স্বর্গদূতকে বলেন: ‘এসো, আমরা মানুষ সৃষ্টি করি।’ মানুষকে পশুপাখি থেকে আলাদা করে সৃষ্টি করা হয়। তারা বিভিন্ন জিনিস তৈরি করতে, কথা বলতে, হাসতে এবং প্রার্থনা করতে পারবে। তারা পৃথিবী ও পশুপাখির যত্ন নেবে। তুমি কি জান, প্রথম মানুষ কে? এসো, আমরা দেখি।
“আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।”—আদিপুস্তক ১:১