পাঠ ১০
লোটের স্ত্রীর কথা স্মরণ করো
লোট তার কাকা অব্রাহামের সঙ্গে কনান দেশে থাকতেন। কিছুসময় পর, অব্রাহাম ও লোটের কাছে এত পশুপাল হয়ে যায় যে, সেগুলো চরানোর মতো যথেষ্ট জায়গা ছিল না। তাই, অব্রাহাম লোটকে বলেন: ‘আমরা একসঙ্গে আর একই জায়গায় থাকতে পারব না। তুমি কোন দিকে যেতে চাও, বলো। তুমি একদিকে গেলে আমি অন্যদিকে যাব।’ অব্রাহাম নিজের কথা চিন্তা না করে বরং অন্যের জন্য চিন্তা করেছিলেন। এটা কী দারুণ, তাই না?
লোট সদোম নগরের কাছে খুব সুন্দর একটা এলাকা দেখতে পান। সেখানে প্রচুর জল এবং সবুজ ঘাস রয়েছে। তাই, তিনি সেই জায়গাটা বেছে নেন এবং পরিবার নিয়ে সেখানে যান। পরে তারা সদোম নগরে গিয়ে সেখানে থাকতে শুরু করে।
সদোম এবং এর পাশের নগর ঘমোরার লোকেরা খুবই খারাপ ছিল। তারা এতটাই খারাপ ছিল যে, যিহোবা সেই নগরগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তবে, তিনি লোট এবং তার পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন। তাই, তাদের সাবধান করার জন্য যিহোবা দু-জন স্বর্গদূতকে পাঠিয়ে তাদের বলেন: ‘তোমরা তাড়াতাড়ি এই নগর ছেড়ে চলে যাও, কারণ যিহোবা এই নগর ধ্বংস করতে যাচ্ছেন!’
লোট সঙ্গেসঙ্গে সেই নগর ছেড়ে পালিয়ে না গিয়ে বরং দেরি করছিলেন। তাই, স্বর্গদূতেরা লোট, তার স্ত্রী এবং তার দুই মেয়ের হাত ধরে তাড়াতাড়ি নগরের বাইরে নিয়ে আসে আর বলে: ‘বাঁচতে চাও তো পালাও, পিছনে তাকিয়ো না! যদি তোমরা পিছন দিকে তাকাও, তা হলে মারা যাবে!’
তারা যখন সোয়র নগরে গিয়ে পৌছায়, তখন যিহোবা সদোম ও ঘমোরার উপর আগুন ও গন্ধকের বৃষ্টি নিয়ে আসেন। এই নগর দুটো পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। লোটের স্ত্রী যিহোবার অবাধ্য হন এবং পিছন দিকে তাকান আর সঙ্গেসঙ্গে লবণের স্তম্ভ হয়ে যান! তবে, লোট এবং তার মেয়েরা রক্ষা পায়, কারণ তারা যিহোবার বাধ্য হয়েছিল। লোটের স্ত্রী ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন বলে তারা নিশ্চয়ই অনেক দুঃখ পেয়েছিল। তবে, তারা এই বিষয়ে আনন্দিত ছিল যে, তারা যিহোবার কথা অনুযায়ী কাজ করেছিল।
“লোটের স্ত্রীর কথা স্মরণ করো।”—লূক ১৭:৩২