পাঠ ৬৯
গাব্রিয়েল মরিয়মের কাছে আসেন
ইলীশাবেতের এক যুবতী আত্মীয় ছিল, যার নাম মরিয়ম। তিনি গালীলের নাসরৎ নগরে থাকতেন। যোষেফ নামে একজন ছুতোর মিস্ত্রির সঙ্গে মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল। ইলীশাবেৎ যখন ছয় মাসের গর্ভবতী ছিলেন, তখন স্বর্গদূত গাব্রিয়েল মরিয়মকে দেখা দেন। গাব্রিয়েল মরিয়মকে বলেন: ‘মরিয়ম, তোমার মঙ্গল হোক। যিহোবা তোমাকে আশীর্বাদ করেছেন।’ তিনি গাব্রিয়েলের কথার অর্থ বুঝতে পারেননি। তখন গাব্রিয়েল মরিয়মকে বলেন: ‘তুমি গর্ভবতী হবে এবং একজন ছেলের জন্ম দেবে আর তুমি তাঁর নাম রাখবে যিশু। তিনি রাজা হিসেবে শাসন করবেন। তাঁর রাজত্ব চিরকাল থাকবে।’
এই কথাগুলো শুনে মরিয়ম বলেন: ‘আমি তো একজন কুমারী। কীভাবে আমি সন্তানের জন্ম দিতে পারি?’ গাব্রিয়েল বলেন: ‘যিহোবার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। পবিত্র শক্তি তোমার উপরে আসবে আর তুমি এক পুত্রের জন্ম দেবে। তোমার আত্মীয় ইলীশাবেৎও এখন গর্ভবতী।’ তখন মরিয়ম বলেন: ‘আমি যিহোবার দাসী। আপনি যা বললেন, আমার প্রতি তা-ই ঘটুক।’
পরে, ইলীশাবেতের সঙ্গে দেখা করার জন্য মরিয়ম পাহাড়ি অঞ্চলে, যিহূদার একটা নগরে গেলেন। মরিয়ম যখন ইলীশাবেৎকে সম্ভাষণ জানান, তখন ইলীশাবেৎ বুঝতে পারেন যে, তার গর্ভের শিশুটি নেচে উঠেছে। তিনি পবিত্র শক্তিতে পূর্ণ হয়ে বলেন: ‘মরিয়ম, যিহোবা তোমাকে আশীর্বাদ করেছেন। আমার প্রভুর মা আমার বাড়িতে এসেছেন, এটা আমার জন্য এক সম্মানের বিষয়।’ মরিয়ম বলেন: ‘আমি সমস্ত হৃদয় দিয়ে যিহোবার প্রশংসা করি।’ মরিয়ম তিন মাস ইলীশাবেতের সঙ্গে থাকেন আর এরপর নিজের বাড়ি নাসরতে ফিরে যান।
যোষেফ যখন জানতে পারেন যে, মরিয়ম গর্ভবতী, তখন তিনি তার সঙ্গে বিয়ে ভেঙে দিতে চান। কিন্তু, একজন স্বর্গদূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন: ‘মরিয়মকে বিয়ে করতে ভয় পেয়ো না। তিনি কোনো অন্যায় করেননি।’ পরে, যোষেফ মরিয়মকে বিয়ে করেন এবং তাকে তার বাড়িতে নিয়ে আসেন।
“আকাশে, পৃথিবীতে, . . . যিহোবা যা চান, তা-ই করেন।”—গীতসংহিতা ১৩৫:৬, NW