পাঠ ৯৮
খ্রিস্টধর্ম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে
প্রেরিতেরা যিশুর আজ্ঞা অনুযায়ী পুরো পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেয়। ৪৭ খ্রিস্টাব্দে আন্তিয়খিয়ার ভাইয়েরা পৌল ও বার্ণবাকে প্রচার করার জন্য পাঠায়। এই দু-জন উদ্যোগী প্রচারক পুরো এশিয়া মাইনরে, যেমন দর্বী, লুস্ত্রা ও ইকনিয়তে ভ্রমণ করেন।
পৌল ও বার্ণবা প্রত্যেকের কাছে প্রচার করেন, তা তারা ধনী অথবা গরিব, যুবক অথবা বৃদ্ধ, যে-ই হোক না কেন। অনেক লোক খ্রিস্টের বিষয়ে সত্য গ্রহণ করে নেয়। পৌল ও বার্ণবা যখন সাইপ্রাসের রাজ্যপাল সের্গিয় পৌলের কাছে প্রচার করেন, তখন একজন মায়াবী অর্থাৎ জাদুবিদ্যা চর্চা করে এমন একজন ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেন। পৌল সেই মায়াবীকে বলেন: ‘যিহোবা তোমাকে শাস্তি দেবেন।’ সঙ্গেসঙ্গে সেই মায়াবী অন্ধ হয়ে যান। এটা দেখে রাজ্যপাল পৌল যিশুর একজন অনুসারী হন।
পৌল ও বার্ণবা সমস্ত জায়গায়, যেমন ঘরে ঘরে, বাজারে বাজারে, রাস্তায় রাস্তায় এবং সমাজগৃহে সমাজগৃহে প্রচার করেন। তারা যখন লুস্ত্রায় একজন খোঁড়া ব্যক্তিকে সুস্থ করেন, তখন তা দেখে লোকেরা তাদের দেবতা বলে মনে করে আর তাই তারা তাদের উপাসনা করার চেষ্টা করে। কিন্তু, পৌল ও বার্ণবা এই বলে তাদের থামান: ‘কেবল ঈশ্বরেরই উপাসনা করো! আমরা সাধারণ মানুষ মাত্র।’ তখন কিছু যিহুদি এসে পৌলের বিরুদ্ধে লোকদের উসকে দেয়। আর লোকেরা তাকে পাথর মারে, তাকে টেনে নগরের বাইরে নিয়ে যায় এবং তিনি মারা গিয়েছেন বলে মনে করে তাকে সেখানে ফেলে দেয়। কিন্তু, পৌল তখনও বেঁচে ছিলেন! সঙ্গেসঙ্গে ভাইয়েরা এসে তাকে উদ্ধার করে এবং তাকে নিয়ে নগরে ফিরে যায়। পরে, পৌল আন্তিয়খিয়ায় ফিরে যান।
পৌল ৪৯ খ্রিস্টাব্দে আরেকটা ভ্রমণে যান। এশিয়া মাইনরের ভাই-বোনদের সঙ্গে আবার দেখা করার পর পৌল আরও দূরে ইউরোপে সুসমাচার প্রচার করেন। তিনি এথেন্স, ইফিষ, ফিলিপী, থিষলনীকী এবং অন্যান্য জায়গায় যান। এই ভ্রমণে পৌলের সঙ্গে সীল, লূক এবং তীমথিয় নামে একজন যুবকও ছিল। তারা একসঙ্গে মিলে বিভিন্ন মণ্ডলী গঠন করে এবং সেখানকার ভাই-বোনদের আরও দৃঢ় হতে সাহায্য করে। পৌল করিন্থে প্রায় দেড় বছর থেকে সেখানকার ভাই-বোনদের শক্তিশালী করেন। তিনি সেখানে প্রচার করেন, লোকদের শিক্ষা দেন এবং বিভিন্ন মণ্ডলীর উদ্দেশে চিঠি লেখেন। এ ছাড়া, তিনি তাঁবু তৈরি করার কাজ করতেন। পরে, পৌল আন্তিয়খিয়ায় ফিরে আসেন।
এরপর, ৫২ খ্রিস্টাব্দে পৌল তার তৃতীয় যাত্রায় বের হন আর প্রথমে তিনি এশিয়া মাইনরে যান। তিনি একেবারে উত্তরে ফিলিপীতে আর এরপর করিন্থ পর্যন্ত যান। তিনি ইফিষে কয়েক বছর থেকে লোকদের শিক্ষা দেন, অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেন এবং মণ্ডলীকে সাহায্য করেন। এ ছাড়া, তিনি তূরাণ্ণের বিদ্যালয়ে প্রতিদিন বক্তৃতা দেন। অনেক লোক ঈশ্বরের বাক্য শোনে এবং নিজেদের পরিবর্তন করে। অবশেষে, বিভিন্ন জায়গায় প্রচার করার পর, পৌল জেরুসালেমে যান।
“তাই যাও, তোমরা সমস্ত জাতির লোকদের শিষ্য করো এবং পিতার ও পুত্রের ও পবিত্র শক্তির নামে তাদের বাপ্তিস্ম দাও।”—মথি ২৮:১৯