বিভাগ ২ থেকে যা শিখব
কেন যিহোবা সেই সময়কার জগৎকে জলপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন? মানুষকে সৃষ্টি করার কিছু সময় পরে শয়তান যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করে। কিছু ব্যক্তি যেমন, আদম, হবা এবং তাদের ছেলে কয়িন শয়তানের পক্ষ বেছে নিয়েছিলেন। আবার কেউ কেউ যেমন, হেবল ও নোহ যিহোবার পক্ষ বেছে নিয়েছিলেন। বেশিরভাগ লোকই এত খারাপ ছিল যে, যিহোবা সেই দুষ্ট জগৎকে ধ্বংস করে দিয়েছিলেন। এই বিভাগ থেকে আমরা জানতে পারব, আমরা কার পক্ষ বেছে নিই, তা যিহোবা দেখতে চান। এ ছাড়া, আমরা এও জানতে পারব, তিনি কখনো ভালোকে পরাজিত হতে এবং মন্দকে জয়ী হতে দেবেন না।