গান ১১৪
“ধৈর্য ধরো”
১. যি-হো-বা নি-জের নাম-কে
প-বি-ত্র কর-তে খুব-ই চান।
তাঁর ই-চ্ছা হ-ল স-বাই
জা-নুক সেই নাম যে মূ-ল্য-বান।
অ-সং-খ্য ব-ছর ধ-রে
ক-ত ধৈ-র্য ধ-রে-ছেন!
অ-ক্লা-ন্ত-ভা-বে তি-নি
দে-খা-চ্ছেন অ-টল প্রেম।
স-ম-স্ত জা-তির লোক-দের
আস-বে যে চি-র প-রি-ত্রাণ—
এ-টাই যি-হো-বার ই-চ্ছা,
তাঁর দী-র্ঘ ধৈ-র্যের প-রি-ণাম।
২. এই ধৈ-র্যের গুণ বা-ড়ি-য়ে
সা-হা-য্য পাই স-ঠিক প-থে।
এ-ভা-বে হ-ব সু-স্থির
স-ম-স্যায় ভ-রা জ-গ-তে।
স-র্ব-দা ধৈ-র্য খোঁ-জে
স-বার ভা-লো গুণ য-ত।
দু-র্দ-শায় হ-য়ে ম-লম
দেয় ঢে-কে সব ক্ষ-ত।
তাই, গ-ড়ে তুল-লে ধৈ-র্য,
রোজ পা-ব ব-হু আ-শী-র্বাদ।
যি-হো-বার ম-তো হ-তে
কর-ব প্র-চে-ষ্টা যে দিন-রাত।
(আরও দেখুন যাত্রা. ৩৪:১৪; যিশা. ৪০:২৮; ১ করি. ১৩:৪, ৭; ১ তীম. ২:৪.)