সম্মেলনে যোগদানকারীদের জন্য তথ্য
বাপ্তিস্ম দ্বিতীয় দিন সকালের অধিবেশনের পর আপনার মণ্ডলীর প্রাচীনেরা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বাপ্তিস্মপ্রার্থীদের বাপ্তিস্ম নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছেন।
দান এই সম্মেলন ৪০০টারও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। আপনার স্বেচ্ছাকৃত দান বিশ্বব্যাপী এই কাজকে সমর্থন করার জন্য সাহায্য করে। আপনি অনলাইনে দান করার জন্য donate.jw.org ওয়েবসাইটে যেতে পারেন। সমস্ত দানকে খুবই মূল্যবান হিসেবে দেখা হয়। রাজ্যের কাজকে উদারভাবে সমর্থন করার জন্য পরিচালকগোষ্ঠী আপনাকে ধন্যবাদ জানাচ্ছে।
রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল ২৩ থেকে ৬৫ বছর বয়সি যে-অগ্রগামীরা যিহোবার সেবায় নিজেদের আরও বেশি বিলিয়ে দিতে চায়, তাদের রাজ্যের সুসমাচার প্রচারকদের জন্য স্কুল-এ যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। স্কুলে যোগদান করার জন্য তারা মণ্ডলীর সচিবদের সঙ্গে যোগাযোগ করতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারে।
যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীর দ্বারা আয়োজিত
© 2021 Watch Tower Bible and Tract Society of Pennsylvania