পাঠকদের থেকে প্রশ্নসকল
যোহেতু খ্রীষ্টানেরা টাকাপয়সার বাজি ধরে না, তাই তারা কি টিকিট বা লটারি প্রতিযোগিতায় অংশ নিতে পারে যাতে তারা হয়ত পুরস্কার পেতে পারে?
এই প্রশ্নটি প্রায়ই উঠে থাকে, তাই এই সম্বন্ধে আমাদের প্রকাশনায় ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। কিছু ভাষাতে আমরা আমাদের সাহিত্যাদির ইন্ডেক্স দিয়েছি, যেমন ওয়াচটাওয়ার পাবলিকেশনস্ ইন্ডেক্স ১৯৩০-১৯৮৫ (এবং সেই ধরনেরই ১৯৮৬-৯০ পর্যন্ত)। যদি কোন খ্রীষ্টানের সেইরূপ ইন্ডেক্স নিজের ভাষায় থাকে তাহলে শীঘ্র উপযুক্ত উত্তর পেতে হলে এইগুলি খুবই সাহায্য করবে।
উপরে জিজ্ঞাসিত প্রশ্নটি হল একটি উদাহরণ। “পাঠকদের থেকে প্রশ্নসকল” শিরোনামের নিচে ১৯৩০-১৯৮৫ সালের ইন্ডেক্স থেকে দেখলে “‘লটারি, খ্রীষ্টানের কি এর টিকিট কেনা উচিৎ?” উপশিরোনাম পাওয়া যাবে। পাঠককে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ফেব্রুয়ারী ১৫, ১৯৭৩, প্রহরীদুর্গ-এর পৃষ্ঠা ১২৭ এর “পাঠকদের থেকে প্রশ্নসকল” দেখতে।a বহু সাক্ষীদের কাছে ১৯৭৩ সালের প্রহরীদুর্গ বাঁধানো বই (বা সেই সালের প্রত্যেকটি পত্রিকা) আছে অথবা অনেক কিংডম হলে লাইব্রেরি থেকে সেইগুলি দেখা যেতে পারে।
উনিশশো তিয়াত্তরে প্রকাশিত আলোচনা স্পষ্টরূপে দেখায় যেকোন প্রকৃতির জুয়া বা লটারি যার সাথে জড়িত আছে ভাগ্য (যেমন লটারি টিকিট) বা পুরস্কার জেতার জন্য পয়সা দিয়ে টিকিট কেনা, খ্রীষ্টানেরা সঠিকভাবেই এড়িয়ে চলেন। সরাসরি বলতে গেলে আমরা জুয়াখেলা এড়িয়ে চলি, যেটি হল প্রকৃতপক্ষে লোভের প্রকাশ।—১ করিন্থীয় ৫:১১; ৬:১০; ইফিষীয় ৪:১৯; ৫:৩, ৫.
কিন্তু একটি দোকানে বা ব্যবসায়ে লটারিকে হয়ত বিজ্ঞাপনের অঙ্গ হিসাবে ব্যবহার করা হয়। কোন কিছু না কিনে একজন তার নাম বা ফর্ম অথবা একটি টিকিট পাঠিয়ে দিতে পারে। এই লটারি হল বিজ্ঞাপনের অংশ; নিরপেক্ষরূপে বিচার করে কাকে পুরস্কার দেওয়া হবে তা ঠিক করা হয়। কিছু খ্রীষ্টানেরা হয়ত মনে করতে পারেন যে এই লটারির পুরস্কারগুলি তারা নিতে পারেন যেহেতু তার সাথে কোন জুয়াখেলা জড়িত নেই, ঠিক যেমন কোন ব্যবসা বা দোকান বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে কোন নমুনা বা অন্যান্য উপহার দিলে তারা গ্রহণ করে থাকেন।
কিন্তু, কিছু খ্রীষ্টানেরা অন্যদের বিদ্ধ বা বিচলিত না করতে এবং তথাকথিত সৌভাগ্যের দেবীর প্রতি বিশ্বাস করার প্রলোভন থেকে দূরে থাকার জন্য এই প্রকৃতির বিষয়গুলি পরিহার করেন। যেমন যিশাইয় ৬৫:১১ দেখায় ঈশ্বরের দাসেরা নিজেদের “ভাগ্য দেব” বা “নিরূপণী দেবী”র সাথে জড়িত করে না। হয়ত এও মনে করতে পারেন যে তারা কোন প্রচারের অংশ হতে চান না যাতে বিজয়ীকে অংশ নিতে হয়। যারা এইরূপ মনে করেন তাদের, অন্য কোন খ্রীষ্টান বা খ্রীষ্টানরা, যাদের বিবেক সেই প্রকৃতির লটারি খেলতে তাদের অনুমতি দেয়, তাদের সমালোচনা করা উচিৎ নয়।—তুলনা করুন রোমীয় ১৪:১-৪. (w93 6/15)
[পাদটীকাগুলো]
a সেই একই বিষয়বস্তু “বিজ্ঞাপন,” “ব্যবসা” ও “জুয়াখেলা” শিরোনামের নিচে সূচিভুক্ত করা আছে তাই এই ইন্ডেক্স সহজে দেখা যায় এমন তথ্য খুঁজে পেতে একজনকে সাহায্য করে।