রাজ্যের ঘোষণাকারীরা রিপোর্ট করে
ট্রেন সম্বন্ধে আগ্রহী একজন ব্যক্তি সত্য শেখেন
কোন ব্যক্তির হৃদয় যদি ধার্মিকতার প্রতি আকৃষ্ট হয়, তাহলে খ্রীষ্ট যীশু এবং স্বর্গীয় দূতেদের মাধ্যমে যিহোবা ঈশ্বর অবশ্যই ব্যবস্থা করে দেবেন যাতে অবশেষে সেই মেষতুল্য ব্যক্তিটির কাছে রাজ্যের সুসমাচার পৌঁছায়। উপযুক্ত সময়ে সেই ব্যক্তি যীশুর ডান দিকে, তাঁর অনুগ্রহের স্থানে আসতে পারে। (মথি ২৫:৩১-৩৩) অস্ট্রিয়ার একজন যুবক, যিনি ট্রেন সম্বন্ধে আগ্রহী ছিলেন, তার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি সত্য হয়েছিল, যখন তিনি অদ্ভুতভাবে সত্য সম্বন্ধে জানতে পারেন।
এই যুবকটির শখের সবচেয়ে আগ্রহজনক অংশ ছিল রেলের কর্তৃপক্ষদের অনুমতি নিয়ে বিভিন্ন ট্রেনের ইঞ্জিনের কেবিনে ভ্রমণ করা। প্রত্যেকটি সফর তিনি ভিডিও ক্যামেরায় রেকর্ড করে নিতেন, যাতে বাড়িতে ফিরে এসে আবার তা দেখতে পারেন। একবার ভিয়েনা থেকে সল্স্বার্গ যাওয়ার সময়ে, তার ট্রেনের ইঞ্জিন-ড্রাইভার একজন যিহোবার সাক্ষী ছিলেন। তিনি এই সুযোগে রাজ্য সম্বন্ধে সেই যুবকটিকে জানালেন। প্রথমে সেই যুবকটি তাকে ঈশ্বর এবং বাইবেল সম্বন্ধে কথা বলতে দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু যাত্রার সময়ে, ড্রাইভার যা বলছিলেন তার চাইতে তিনি প্রাকৃতিক দৃশ্যের প্রতি বেশি মনোযোগ দিচ্ছিলেন।
বাড়ি ফিরে এসে, এই যুবকটি একবার নয়, কিন্তু দশবার তার ভিডিও দেখেছিলেন কারণ এই যাত্রাটির প্রতি তিনি খুবই আগ্রহী ছিলেন। যেহেতু তিনি শব্দও রেকর্ড করেছিলেন, সেইজন্য সাক্ষী তাকে যা বলেছিলেন তা তিনি বার বার শোনেন। যতবার তিনি ভিডিও দেখছিলেন, তাকে যা বলা হয়েছিল তিনি তা তত বেশি বুঝতে পারছিলেন। এবার তিনি সেই সম্বন্ধে চিন্তা করতে শুরু করেন এবং অবশেষে বাইবেল থেকে যে অপূর্ব তথ্য তাকে দেওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি আগ্রহী হয়ে ওঠেন। তার আরও জানতে ইচ্ছা হয়।
তিনি সেই ট্রেন-ড্রাইভারের নাম মনে করতে চেষ্টা করলেন এবং তিনি জানতেন যে সেই ড্রাইভার ভিয়েনাতে থাকেন। সুতরাং তিনি পোস্ট অফিসে গিয়ে টেলিফোন ডিরেক্টরিতে সেই নামের নিচে দেওয়া একটির পর একটি নম্বরে ফোন করতে থাকেন। যারা ফোনে উত্তর দিচ্ছিলেন, তাদের কাছে তার প্রশ্ন ছিল: “আপনি কি একজন ট্রেন-ড্রাইভার?” উত্তর না হলে, তিনি অন্য একটি নম্বরে ফোন করতেন। অবশেষে, তিনি সেই ড্রাইভারকে খুঁজে পেয়েছিলেন। তিনি তাকে নিজের সম্বন্ধে বলেছিলেন এবং জানিয়েছিলেন যে ভিডিওতে বাইবেলের যে বার্তা তিনি শুনেছিলেন তাতে তিনি আগ্রহী।
সেই যুবকটি যেখানে থাকতেন সেখান থেকে কেউ যাতে তার কাছে যায়, সাক্ষীটি ব্রাঞ্চ অফিসের মাধ্যমে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনাচক্রে, স্থানীয় মণ্ডলীতে আরেকজন সাক্ষী ছিলেন যিনিও ট্রেন-ড্রাইভার। এই দ্বিতীয় ড্রাইভারটি সেই যুবকটির কাছে যান এবং একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়। উনিশ্শো একানব্বই সালের গ্রীষ্মকালে, এই যুবকটি বাপ্তিস্ম নেয়।
যিহোবা, যিনি সকলের হৃদয় পরীক্ষা করেন, তিনি নিশ্চয়ই দেখেছিলেন যে এই ব্যক্তিটি প্রকৃতই ধার্মিকতা ভালবাসে। সুতরাং তিনি তাকে বাইবেলের সত্য জানতে দিয়েছিলেন—যদিও বেশ আশ্চর্যজনকভাবে।—১ বংশাবলি ২৮:৯; যোহন ১০:২৭. (w93 8/1)