ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৬/১৫ পৃষ্ঠা ৩২
  • তিনি নম্রভাবে যিহোবার সেবা করেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তিনি নম্রভাবে যিহোবার সেবা করেছিলেন
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৬/১৫ পৃষ্ঠা ৩২

তিনি নম্রভাবে যিহোবার সেবা করেছিলেন

“এটি খুব বেশি বড় বিষয় নয় যে আপনি কোথায় সেবা করছেন, কিন্তু আপনি কাকে সেবা করছেন সেটি সত্যই গুরুত্বপূর্ণ।” জন বুথ এই কথাগুলি বলতে পছন্দ করতেন ও তিনি এই কথাগুলির উপর ভিত্তি করে জীবন যাপন করেছিলেন। পৃথিবীতে তার জীবনকাল যা শেষ হয়েছিল ১৯৯৬ সালের ৪ঠা জানুয়ারি সোমবার, কাকে তিনি সেবা করার জন্য নির্বাচন করেছিলেন সে বিষয়ে কোন প্রশ্নের অবকাশ রাখেনি।

১৯২১ সালে, এক যুবক ব্যক্তি হিসাবে জন বুথ জীবনের উদ্দেশ্য খুঁজেছিলেন। তিনি ডাচ রিফর্মড গির্জার সানডে স্কুলে শিক্ষা দিয়েছিলেন কিন্তু তিনি পরিচারক হওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি প্রতিরোধ করেছিলেন কারণ তিনি মনে করতেন যে পাদ্রিরা স্বার্থপর জীবন যাপন করে। যখন তিনি একটি বক্তৃতার বিজ্ঞাপন দেখেছিলেন যার শিরোনাম ছিল “লক্ষ লক্ষ ব্যক্তি যারা এখন জীবিত আছে কখনও মরবে না,” তিনি কোন সময় নষ্ট না করে এটিতে যে সাহিত্যটির বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তৎক্ষণাৎ সেটি চেয়ে পাঠিয়েছিলেন। তিনি যা পড়েছিলেন তার দ্বারা আকৃষ্ট হয়ে তিনি শীঘ্র সাইকেলে ২৪ কিলোমিটার পথ অতিক্রম করে বাইবেল ছাত্র, যিহোবার সাক্ষীরা তখন যে নামে পরিচিত ছিল, তাদের সভাগুলিতে গিয়েছিলেন। তিনি ১৯২৩ সালে বাপ্তিস্ম গ্রহণ করেছিলেন ও নিউ ইয়র্কের ওয়ালকিল অঞ্চলে ঘরে ঘরে প্রচার শুরু করেছিলেন যেখানে তার একটি পারিবারিক ডেয়ারী ফার্ম ছিল।

ভাই বুথ ১৯২৮ সালে পূর্ণ-সময়ের পরিচর্যায় প্রবেশ করেন। তিনি তার নিজস্ব এলাকা এবং দক্ষিণের গ্রাম এলাকায় প্রচার করেছিলেন এবং বাইবেল সাহিত্যাদির বিনিময়ে খাদ্য ও আশ্রয় সংগ্রহ করতেন। তাকে এইধরনের বিরোধিতার মোকাবিলা করতে হয়েছিল যেমন বেআইনী মদের দোকানের মালিকদের গোলাবর্ষণ, যাদের মধ্যে একজন জন বুথের অগ্রগামী সাথীকে গুলি করে আহত করেছিল। ১৯৩৫ সালে ভাই বুথ এক ভ্রমণ অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এবং দেশের চতুর্দিকের মণ্ডলীগুলি ও ছোট দলগুলি পরিদর্শন করতে শুরু করেন। তিনি অধিবেশনগুলি সংগঠিত করেছিলেন এবং বিরোধিতা সত্ত্বেও ভাই বোনেদের সংরক্ষিত থাকতে সাহায্য করেছিলেন। ক্রুদ্ধ জনতার সম্মুখীন হওয়া, আদালতের সম্মুখীন হওয়া এবং বন্দীত্বের কষ্টভোগ করা, ভাই বুথের জন্য এই সমস্ত ঘটনাই সাধারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি একবার লিখেছিলেন, “ওই উত্তেজনাপূর্ণ সময়গুলির বিস্তৃত বর্ণনা দিতে একটি সম্পূর্ণ বইয়ের প্রয়োজন হবে।”

১৯৪১ সালে যোসেফ এফ. রাদারফোর্ড ওয়াচ টাওয়ার সমিতির তৎকালীন সভাপতি, ভাই বুথকে নিউ ইয়র্কের ইথাকার কাছে রাজ্য ফার্মে কার্যভার দিয়ে নিযুক্ত করেন। সেখানে তিনি ২৮ বছর বিশ্বস্ততার সাথে সেবা করেন। সত্যের প্রতি তার প্রেম ছিল অপ্রতিরোধ্য, তিনি বছরের পর বছর ধরে মিশনারীদের প্রশিক্ষণের জন্য ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের সহস্রাধিক ছাত্রদের সাথে মেলামেশা করে আনন্দিত হয়েছিলেন যেটি ১৯৬১ সাল পর্যন্ত রাজ্য ফার্মে অবস্থিত ছিল। ১৯৭০ সালে ভাই বুথকে নিউ ইয়র্কের ওয়ালকিলে ওয়াচটাওয়ার ফার্মে সেবা করার জন্য বলা হয় আর তাই তিনি সেই একই এলাকায় নিজেকে দেখতে পান যেখানে তিনি প্রায় ৪৫ বছর আগে অগ্রগামীর কাজ শুরু করেছিলেন।

১৯৭৪ সালে ভাই বুথ নিউ ইয়র্কের ব্রুকলিনে যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর সদস্য হিসাবে নিযুক্ত হন। তিনি ৯৩ বছর বয়সে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত বিশ্বস্তভাবে তার সামর্থ্য অনুযায়ী সেবা করেছিলেন। জন বুথ তার অন্তর্নিহিত নম্রতা ও দয়াপূর্ণ খ্রীষ্টীয় ব্যক্তিত্বের জন্য প্রিয় ছিলেন। যতদিন পর্যন্ত তার স্বাস্থ্য ও শক্তি তাকে অসমর্থ করেনি, তিনি বিশ্বস্তভাবে ঘরে ঘরে ও শহরের রাস্তায় রাস্তায় প্রচার করে চলেছিলেন।

তার মৃত্যুতে শোকাহত ব্যক্তিরা যারা তার সাথে সেবা করেছিলেন, তারা এই প্রকার অভিষিক্ত ব্যক্তিদের সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞাতে সান্ত্বনা খুঁজে পান যে তারা স্বর্গীয় জীবনে পুনরুত্থিত হয় এবং “তাহাদের কার্য্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে।” (প্রকাশিত বাক্য ১৪:১৩; ১ করিন্থীয় ১৫:৫১-৫৪) নিশ্চিতভাবে একটি নতুন পরিস্থিতি, কিন্তু তা এমন যেখানে জন বুথ অনন্তকাল যিহোবাকে সেবা করতে পারবেন!

[৩২ পৃষ্ঠার চিত্র]

জন বুথ ১৯০২-১৯৯৬

[৩২ পৃষ্ঠার চিত্র]

HERALD-AMERICAN, ANDOVER 1234

76 Jehovites Jailed in Joliet

[সজন্যে]

Chicago Herald-American

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার