ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৩২
  • “যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন!”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন!”
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ৩২

“যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন!”

পৃথিবীব্যাপী, যিহোবার সাক্ষীরা প্রায় ৫০ লক্ষ গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে সেই সব ব্যক্তিদের সাথে যারা ঈশ্বর এবং মানবজাতির জন্য তাঁর অপূর্ব উদ্দেশ্য সম্বন্ধে যথার্থ জ্ঞান অর্জন করতে আগ্রহী। এমনকি যিহোবার সাক্ষীদের মধ্যে বাচ্চারাও এই কাজে অংশ গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, যোয়েল নামে একটি ছেলের কথা বিবেচনা করুন। সে নয় বছর বয়সে যিহোবার প্রতি তার উৎসর্গীকরণকে চিহ্নিত করেছিল এবং বাপ্তিস্ম নিয়েছিল। এক বছর পর সে এই অভিজ্ঞতাটি লাভ করেছিল:

“পরিচর্যায় আমি ক্যান্ডি নামে এক মহিলার সাথে সাক্ষাৎ করি। আমি তার কাছে ‘দেখ! আমি সকলই নূতন করিতেছি, নামক ব্রোশারটি অর্পণ করার জন্য আমন্ত্রণ জানাই। ইতিমধ্যেই তার কাছে সেটি ছিল, তাই আমি তাকে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন নামক বইটির জন্য আমন্ত্রণ জানাই। এটিও তার কাছে ইতিমধ্যেই ছিল। তারপর আমি ভাবি, ‘আমি এই মহিলাকে বাইবেল অধ্যয়নের আমন্ত্রণ জানাব।’ তিনি এটি গ্রহণ করেছিলেন!

“ক্যান্ডির বোন যে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় মুমূর্ষু অবস্থায় ছিল, তিনি তার সাথে থাকার জন্য এসেছিলেন। এই সময় ক্যান্ডি একজন নার্স হওয়ার জন্য অধ্যয়ন করছিল। তাই কিছু সময়ের জন্য অধ্যয়ন বন্ধ থাকে। কিন্তু আমার বাবামা ও আমি তার কাছে অথবা তার স্বামী ডিকের কাছে পত্রিকা ছেড়ে আসার মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলি। তিনি আমাদের বলেছিলেন যে তিনি সেই পত্রিকাগুলি তার বিছানার কাছে রাখেন এবং রাতে সেগুলি পড়েন।

“পরিশেষে, ক্যান্ডির বোন মারা যায়। আমার বাবামা এবং আমি ক্যান্ডিকে মৃতদের অবস্থা সম্বন্ধে জানাই। তিনি তার বাইবেল অধ্যয়ন পুনরায় আরম্ভ করার জন্য সিদ্ধান্ত নেন। অন্য এক দিন আমরা ডিককে জিজ্ঞাসা করেছিলাম যে তিনিও ক্যান্ডির সাথে বাইবেল অধ্যয়নে যোগ দিয়ে এটিকে একটি পারিবারিক অধ্যয়ন করে তুলতে চান কি না। তিনি এটিকে একটি ভাল প্রস্তাব বলে মনে করেছিলেন। ফলে এখন আমার বাবার সাথে আমি ডিক ও ক্যান্ডি উভয়ের সাথে অধ্যয়ন করছি। তারা উত্তম অগ্রগতি করছেন এবং বাইবেল অধ্যয়নের জন্য তারা তাদের উপলব্ধিকে প্রকাশ করেন।

“আমি একটি বাইবেল অধ্যয়নের জন্য প্রার্থনা করেছিলাম এবং যিহোবা আমার প্রার্থনার উত্তর দিয়েছিলেন!”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার