ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০২ ২/১৫ পৃষ্ঠা ৩২
  • পরিষ্কার বিবেকের মূল্য কতখানি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিষ্কার বিবেকের মূল্য কতখানি?
  • ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০২ ২/১৫ পৃষ্ঠা ৩২

পরিষ্কার বিবেকের মূল্য কতখানি?

“সরকারকে R$২০,০০০ (ব্রাজিলিয়ান ডলার) গ্রহণের নির্দেশ।” সম্প্রতি ব্রাজিলের কোরেয়ু দু পোভু সংবাদপত্রে এইরকম এক অদ্ভুত শিরোনাম প্রকাশ হয়েছিল। এই প্রবন্ধ লুইজ আ্যলভো দি আরায়ুজু নামে স্থানীয় একজন ডাকপিয়নের ঘটনার বর্ণনা করেছিল, যিনি রাজ্য সরকারের কাছে একখণ্ড জমি বিক্রি করেছিলেন। দলিলে সাক্ষর করে লুইজ তার জমি রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার পর খুব অবাক হয়ে গিয়েছিলেন কারণ তাকে নির্ধারিত মূল্যের চেয়ে আরও R$২০,০০০ (প্রায় ৮,০০০ মার্কিন ডলার) বেশি দেওয়া হয়েছে!

কিন্তু, এই অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়টা বলা যত সহজ, কাজে তত সহজ ছিল না। সরকারি বিভাগগুলোতে একাধিকবার নিষ্ফল ঘোরাঘুরির পর অবশেষে লুইজকে একজন উকিল নিয়োগ করার এবং আদালতে বিষয়টার মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়। যে বিচারক সরকারকে এই টাকা গ্রহণের এবং সমস্ত আইনগত খরচ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে, কেউ একজন ভুল করেছেন আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে কেউই জানতেন না যে, কীভাবে বিষয়টাকে সমাধান করবেন। আমার জীবনে আমি কখনও এইধরনের মামলা মীমাংসা করিনি।’

লুইজ একজন যিহোবার সাক্ষি, তিনি বলেন: “যে জিনিস আমার নয়, সেটা রাখার অনুমতি আমার বাইবেল শিক্ষিত বিবেক আমাকে দেয়নি। সেই অর্থ ফেরত দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হয়েছিল।”

অনেকের কাছেই এইধরনের মনোভাব খুব অদ্ভুত বা বোধাতীত বলে মনে হবে। কিন্তু ঈশ্বরের বাক্য দেখায় যে, সত্য খ্রীষ্টানরা জগতের কর্তৃপক্ষদের সঙ্গে তাদের আচার-আচরণে এক পরিষ্কার বিবেক বজায় রাখার ওপর খুবই গুরুত্ব দেন। (রোমীয় ১৩:৫) যিহোবার সাক্ষিরা “সৎসংবেদ” বজায় রাখতে এবং “সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে” দৃঢ় সংকল্পবদ্ধ।—ইব্রীয় ১৩:১৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার